প্রসঙ্গ সিকিউরিটি !!!!! পার্ট 01
অনেক দিন থেকেই ভাবছিলাম উইন্ডোজ সিকিউরিটি নিয়ে কয়েকটি লাগাতার টিউন করব। আমরা মোটামুটি সবাই যারা পিসি ব্যাবহার করি তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে তার পিসি যেন সিকিউর থাকে। অনেকে মনে করেন সিকিউরিটির সাথে নেটোওয়াকিং এর সম্পর্ক, নেটোওয়ার্কভুক্ত কম্পিউটার না হলে সিকিউরিটির প্রয়োজন নেই। এ কথা ঠিক যে সিকিউরিটি ব্যপার টা নেটোওয়ার্কিং এর সাথে জরিত। ধরলাম আপনার অফিসের পিসিতে অনেক ধরনের ইউজার আছে, যাদের আপনি সব ধরনের কাজ করার পারমিশন দিচ্ছেননা । আপনি এডমিন হিসেবে সব ধরনের উইজারকে নিয়ন্ত্রন করতে চান। এবার আসা যাক আপনি সিকিউরিটি দিয়ে কি কি কাজ অন্য ইউজারদেরকে বিরত রাখতে পারছেন :
মুল কথায় আসা যাক । ধরলাম আপনার পিসিতে তিনটি একাউন্ট একটি এডমিন গ্রুপে এবং বাকি দুটি ইউজার গ্রুপে । এডমিন উইজার আপনি সব ধরনের কন্ট্রল রাখতে চান। আর বাকি দুজন কে দু থধনের একসেস পারমিশন দিবেন। মানে হলো বাকি দুজনকে আপনি এক এক ধরনের কাজ করার পারমিশন দিবেন। এর জন্য আপনাকে যা যা করতে হবে :
উইন্ডোজ ইনষ্টল করার সময় প্রথমেই একটি এডমিন একাউন্ট তৈরি করেত বল এটা আমরা সবাই জানা। আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এটাকে এভোয়েড করি । সিকিউরটির কথা চিন্তা করে এটা কে এভোয়েড করা যাবেনা। এখানে আপনাকে একাউন্টটি খুলতে হবে। তারপর আপনার সেই ইউজার এর আন্ডারে আরো তিনটি একাউন্ট খুলতে হবে। ( আপনার উদাহারন অনুযায়ি ) এর মধ্যে একিট আপনার আর বাকি দুইটি অন্যদের । আপনার টি অবশ্যই এডমিন ইউজার হকে হবে।
ভালো লাগলে পরের টিউনে বাকি আলাপ করব।
ধন্যবাদ
মোহাম্মদ তানবীর আলম
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
তানভীর ভাই …….. চালায়ে যান ভাই।