প্রসঙ্গ সিকিউরিটি !!!!! পার্ট 01

প্রসঙ্গ সিকিউরিটি !!!!! পার্ট 01

অনেক দিন থেকেই ভাবছিলাম উইন্ডোজ সিকিউরিটি নিয়ে কয়েকটি লাগাতার টিউন করব। আমরা মোটামুটি সবাই যারা পিসি ব্যাবহার করি তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে তার পিসি যেন সিকিউর থাকে। অনেকে মনে করেন সিকিউরিটির সাথে নেটোওয়াকিং এর সম্পর্ক, নেটোওয়ার্কভুক্ত কম্পিউটার না হলে সিকিউরিটির প্রয়োজন নেই। এ কথা ঠিক যে সিকিউরিটি ব্যপার টা নেটোওয়ার্কিং এর সাথে জরিত। ধরলাম আপনার অফিসের পিসিতে অনেক ধরনের ইউজার আছে, যাদের আপনি সব ধরনের কাজ করার পারমিশন দিচ্ছেননা । আপনি এডমিন হিসেবে সব ধরনের উইজারকে নিয়ন্ত্রন করতে চান। এবার আসা যাক আপনি সিকিউরিটি দিয়ে কি কি কাজ অন্য ইউজারদেরকে বিরত রাখতে পারছেন :

  • 01. নির্দিষ্ট ড্রাইভ অথবা ফইলে সিকিউরিটি
  • 02. অন্য ইউজার কোন কোন প্রোগ্রাম রান করাতে পরবে তার উপর আপনার নিয়ন্ত্রন প্রতিষ্টা
  • 03. কন্ট্রল প্যনেল তথা কোনো রকম সিস্টেম ফাইল যা রান করানো যাবে কি যাবেনা।
  • 04. অন্য কোনো উইজার আপনার পিসিতে কোনো সফ্টওয়ার ইনষ্টল করেত পারবে কি পারবেনা।
  • 05. ডেক্সটপ থেকে শুরু করে আপনার পিসির প্রত্যেকটা স্তরে আপনার নিরাপত্তা প্রতিষ্ঠা
  • 06. ইন্টারনাট পারমিশন দেয়া না দেয়া ।
  • 07. হার্ডোয়ার এর উপার সিকিউরিটি
  • 08. এবং আরো কিছু কাজ।

মুল কথায় আসা যাক । ধরলাম আপনার পিসিতে তিনটি একাউন্ট একটি এডমিন গ্রুপে এবং বাকি দুটি ইউজার গ্রুপে । এডমিন উইজার আপনি সব ধরনের কন্ট্রল রাখতে চান। আর বাকি দুজন কে দু থধনের একসেস পারমিশন দিবেন। মানে হলো বাকি দুজনকে আপনি এক এক ধরনের কাজ করার পারমিশন দিবেন। এর জন্য আপনাকে যা যা করতে হবে :
উইন্ডোজ ইনষ্টল করার সময় প্রথমেই একটি এডমিন একাউন্ট তৈরি করেত বল এটা আমরা সবাই জানা। আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এটাকে এভোয়েড করি । সিকিউরটির কথা চিন্তা করে এটা কে এভোয়েড করা যাবেনা। এখানে আপনাকে একাউন্টটি খুলতে হবে। তারপর আপনার সেই ইউজার এর আন্ডারে আরো তিনটি একাউন্ট খুলতে হবে। ( আপনার উদাহারন অনুযায়ি ) এর মধ্যে একিট আপনার আর বাকি দুইটি অন্যদের । আপনার টি অবশ্যই এডমিন ইউজার হকে হবে।

accounttt.JPG
ভালো লাগলে পরের টিউনে বাকি আলাপ করব।

ধন্যবাদ
মোহাম্মদ তানবীর আলম

Level 0

আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It's Only the word Change what we need


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তানভীর ভাই …….. চালায়ে যান ভাই।

লাগে রাহো তানভির ভাই.. তবে শুরুটা আরও একটু ভাল হলে ভাল হতো..

এ প্রসঙ্গে আরও জানা প্রয়োজন, so please carry on….

ভাল লাগছে তানভীর ভাই চালিয়ে যান।

Level 0

Carry on. Realy Great.

Level 0

Vai amar valo lagse…

Tumi agiye jao…

Every one is reporting it is very fine but I am in truble

please help some one in from this disuster my all file in the locked dirve is not opening but I am a administrator and have access in drive but not in folder …………. I am real in truble help some one

[email protected] or [email protected], Cell : 01556300810