Write Protection কিঃ Write Protection (এটাকে আপনি Right Protection ও বলতে পারেন ) এমন একটি বৈশিষ্ট্য যা USB Flash Drive সমুহে যেমন পেনড্রাইভ, মেমোরী কার্ডে পাওয়া যায়। এটি ব্যবহারকারীকে হার্ড ড্রাইভ হতে ফ্ল্যাশ ড্রাইভ এ তথ্য সেন্ড করা, ফ্ল্যাশ ড্রাইভ হতে হার্ড ডিস্ক এ ডাটা কপি করা থেকে বিরত রাখে। এবং ফ্ল্যাশ ড্রাইভকে ভাইরাস এর আক্রমন হতে রক্ষা করে।
প্রাথমিকভাবে পেনড্রাইভ বা মেমরিকার্ডে একটি ছোট সুইচ ব্যবহার করা হতো Protect রাখার জন্য।
চিত্রের ছোট হলোদ সুইচটি কে Write Protection/Lock এর জন্যে ব্যবহার করা হয়, এইরকম সুইচ কিছু কিছু পেনড্রাইভ এর পাশেও দেওয়া থাকে। কিন্তু এখন আপনি এইরকম হার্ডওয়্যার ছাড়াই ফ্ল্যাশ ড্রাইভ কে Write Protection Enable ও Disable করতে পারবেন।
প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে কোন সুইচ বা কী আছে কি না আপনার পেনড্রাইভ বা মেমোরী কার্ডে Lock করার জন্যে, যদি না থাকে তবে নিচের পদ্ধতি সমুহ থেকে যেকোন একটি উপায়ে আপনার ফ্ল্যাশ ড্রাইভ টি কে Write Protect Enable বা Disable করে নিতে পারেন। অনেক সময় Virus এর কারনে সমস্যা হতে পারে, তাই ফ্ল্যাশ ড্রাইভটি কে কম্পিউটারে সংযুক্ত করে অবশ্যই ভালো কোন Antivirus দ্বারা Scan করে নিবেন।
এছাড়া আরেকটি কথা প্রথমেই বলে রাখি, ফ্ল্যাস ড্রাইভ ফরম্যাট করতে গেলে যাদের নোটিফিকেশান আসে This disk is write protected তারা নিচের যেকোন একটা পদ্ধতিতে Write Protect Disable করে ফ্ল্যাস ড্রাইভটিকে অনায়েশেই ফরম্যাট করতে পারবেন।
পদ্ধতি ০১: Diskpart এর সাহায্যে
প্রথমেই আমরা নির্দিস্ট ফ্ল্যাস ড্রাইভ থেকে Read only attribute সরানোর চেষ্টা করবো।
সতর্কতাঃ সঠিক ফ্ল্যাস ড্রাইভের উপর আপনাকে এই কাজ করতে হবে, নতুবা আপনার হার্ড ড্রাইভের ক্ষতির জন্যে আমি দায়ি থাকবো না।
01) Start Menu > Run (অথবা Search বক্সে Run লিখে এন্টার চাপুন) > টাইপ করুন cmd > Enter চাপুন।
02) টাইপ Diskpart > Enter চাপুন > টাইপ List disk > Enter চাপুন। আপনার List disk শো করবে।
03) এখন আপনার নির্দিস্ট ফ্ল্যাস ড্রাইভটিকে সিলেক্ট করতে হবে। যদি আপনার Flash Drive টি Disk 1 হয় (এখানে আমার ফ্ল্যাস ড্রাইভ Disk 1, তাই এটি দিয়েই আমি বুঝাচ্ছি) তাহলে টাইপ করুন Select disk 1 > Enter চাপুন। Disk 1 is now the selected disk এই লেখা আসবে।
04) আপনার সিলেক্টেড ডিস্কের Read-Only attribute clear করতে চাইলে (অর্থাৎ Write Protection Disable করতে চাইলে) টাইপ করুন attributes disk clear readonly > Enter চাপুন। Disk attributes cleared successfully লেখা আসবে। এখন আর আপনার ডিস্কটি Write Protected নয়।
05) কিন্তু আপনি যদি আপনার ফ্ল্যাস ড্রাইভটিকে Write Protection Enable করতে চান, তবে ৩ নং ধাপের পরে আপনাকে টাইপ করতে হবে attributes disk set readonly > Enter চাপুন, দেখবেন Disk attributes set successfully লেখা এসেছে।
06) সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে আসুন, অর্থাৎ টাইপ করুন Exit > Enter চাপুন।
পদ্ধতি ০২: Regedit এর মাধ্যমে
অর্থাৎ আপনি “HKEY_LOCAL_MACHINE/SYSTEM/CurrentControlSet/Control/StorageDevicePolicies” এই Path এ প্রবেশ করবেন।
যদি আপনি StorageDevicePolicies খুজে না পান তবে Control এ মাউসের রাইট বাটন ক্লিক করে New > Key সিলেক্ট করুন। এবং StorageDevicePolicies দ্বারা Rename করুন।
আপনাদের সুবিধার্তে আমি দুইটি Registration Entries ফাইল তৈরি করে দিয়েছি। যেখানে উপরের সকল ধাপের কাজ (পদ্ধতি ০২ এর) একসাথে করা আছে। ফাইলটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখাতে ক্লিক করুন।
DOWNLOAD ( 1 KB )
ডাউনলোড হয়ে গেলে Zip ফাইলটি এক্সট্রাট করুন, সেখানে disable-write-protect ও enable-write-protect নামে দুইটি রেজিস্ট্রি ফাইল পাবেন। ফ্ল্যাস ড্রাইভ Write Protect Enable করতে চাইলে enable-write-protect ফাইল টিতে অথবা ফ্ল্যাস ড্রাইভ Write Protect Disable করতে চাইলে disable-write-protect ফাইলে ডাবল ক্লিক করুন। নিচের মত একটি কনফার্মেশন উইন্ডো ওপেন হবে, Yes ক্লিক করুন।
এছাড়া দুইটি সফটওয়্যারও দিচ্ছি যার সাহায্যে আপনারা USB Device Write Protection Enable ও Disable করতে পারবেন।
১. এই সফটওয়্যারটির নাম USB Write Protect – USB Device Security Protection. এর সাহায্যে আপনি শুধু Write Protection Enable/Disable ই না, USB Device Lock এবং USB Device Autorun কন্ট্রোল করতে পারবেন। নিচের চিত্রে দেখুন। সফটওয়্যার টি ওপেন করে চিত্রের সবুজ বক্স করা অংশের লেখাটুকু অবশ্যই পড়ে নিবেন।
DOWNLOAD (66 KB)
2. এই সফটওয়্যারটির নাম USBStopper. এর সাহায্যেও আপনি USB Device Write Protection Enable/Disable করতে পারবেন। নিচে চিত্র দেখুন।
DOWNLOAD ( 2KB )
বিঃ দ্রঃ রাইট প্রটেকশান এনাবল অবস্থায় USB Device Format হবে না, ফরম্যাট করতে হলে Write Protection Disable করে কম্পিউটার রিস্টার্ট করুন, তারপর ফরম্যাট করুন।
সমস্যা হলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি Matraheen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
awesome……………….eta e to khujtesilam.