আপনারা হয়ত অনেকেই নির্দিধায় এ বিষয়ে একমত হবেন যে- MS Word এ সবচেয়ে বিরক্তিকর ও ঝামেলার কাজ হল- Equation 3.0 তে object এর কাজ করা। অর্থাৎ বীজগণিতের প্রশ্ন বা অংক টাইপ করা।
আমার কিন্তু এই কাজটা ভালোই লাগে! শুধু আমার না, যারা এর Shortcut জানেন তাদের সবারই ভাল লাগে!! 🙂
এটা নিয়ে অবশ্য বেশি বলার কিছু নেই। তাছাড়া বেশি বলাও যাবে না। কারণ অবজেক্টে এর লেখাগুলো এখানে টাইপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জাস্ট ২ টা ইমেজ দিয়ে দিব। ইমেজ আপনারা সেভ করে নিন। ঝামেলা খতম। কয়েকবার চর্চা করার পর আপনার আর ইমেজ টা নাও লাগতে পারে।
অবশ্য সবগুলো কমান্ড মুখস্ত করা কঠিন হবে। তবে কিছু কমন ব্যাপার মনে রাখলে অবজেক্ট এর কাজ আপনার আর ভয় লাগবে না।
Office XP/2003 user রা Equation েএ যাবেন এভাবে- Insert > Object > Microsoft Equation 3.0
Office 2007/2010 ব্যবহারকারীরা এটা পাবেন- Insert Tab এর অবজেক্ট অপশন এ। সেখান থেকে Microsoft Equation 3.0
মনে করেন আপনার লিখতে হবে ১/২ (উপর নিচ করে)
আপনি টাইপ করবেন Ctrl + F. তাহলে আপনি পেয়ে যাবেন Fraction
Bracket টাইপ করার জন্য Ctrl + ( , Ctrl + { , Ctrl + [
আর লিখবো না। সরাসরি ইমেজ দেখে নিন।
পূর্বে প্রকাশিত এখানে -
Sorry if you're getting this for the second time! Extremely sorry! Don't ban me!
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
Again thanx bro….ei biroktikor kaajtar jonno onek kisui pc te rakhte pari nai…..:(