Microsoft Equation 3.0 তে Object তৈরী করার Shortcuts!

আপনারা হয়ত অনেকেই নির্দিধায় এ বিষয়ে একমত হবেন যে- MS Word এ সবচেয়ে বিরক্তিকর ও ঝামেলার কাজ হল- Equation 3.0 তে object এর কাজ করা। অর্থাৎ বীজগণিতের প্রশ্ন বা অংক টাইপ করা।

আমার কিন্তু এই কাজটা ভালোই লাগে! শুধু আমার না, যারা এর Shortcut জানেন তাদের সবারই ভাল লাগে!!  🙂

এটা নিয়ে অবশ্য বেশি বলার কিছু নেই। তাছাড়া বেশি বলাও যাবে না। কারণ অবজেক্টে এর লেখাগুলো এখানে টাইপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জাস্ট ২ টা ইমেজ দিয়ে দিব। ইমেজ আপনারা সেভ করে নিন। ঝামেলা খতম। কয়েকবার চর্চা করার পর আপনার আর ইমেজ টা নাও লাগতে পারে।

অবশ্য সবগুলো কমান্ড মুখস্ত করা কঠিন হবে। তবে কিছু কমন ব্যাপার মনে রাখলে অবজেক্ট এর কাজ আপনার আর ভয় লাগবে না।

Office XP/2003 user রা Equation েএ যাবেন এভাবে- Insert > Object > Microsoft Equation 3.0

Office 2007/2010 ব্যবহারকারীরা এটা পাবেন- Insert Tab এর অবজেক্ট অপশন এ। সেখান থেকে Microsoft Equation 3.0

মনে করেন আপনার লিখতে হবে ১/২ (উপর নিচ করে)

আপনি টাইপ করবেন Ctrl + F. তাহলে আপনি পেয়ে যাবেন Fraction

Bracket টাইপ করার জন্য Ctrl + (  , Ctrl + {  , Ctrl + [

আর লিখবো না। সরাসরি ইমেজ দেখে নিন।

পূর্বে প্রকাশিত এখানে - 

Microsoft Equation 3.0 Shortcuts!

 

Sorry if you're getting this for the second time! Extremely sorry! Don't ban me!

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Again thanx bro….ei biroktikor kaajtar jonno onek kisui pc te rakhte pari nai…..:(

Mane onek gula math Buet er vaiader kase korclam…..but khatao haray felc,math gula pc teo save kori nai….tai shob vule gc:(

munnamark ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে টিউন করার জন্য। আমার উইন্ডোজ এক্সপি চালিত পিসি তে(যেটা বাসার পিসি) মাইক্রোসফট ওয়ার্ড ২০০৩ এর Insert > Object গিয়ে Microsoft Equation 3.0 নামে কোন অপশন পেলাম না। এ ব্যাপারে আপনার সাহায্য প্রত্যাশা করছি…….আমার উইন্ডোজ সেভেন চালিত আরেকটা পিসি(যেটা অফিসের পিসি) আছে ওটাতে মাইক্রোসফট ওয়ার্ডের Insert > Object গিয়ে Microsoft Equation 3.0 অপশন পেয়েছি। ওটাতে আবার কোন ইকুয়েশন লিখলে ডকুমেন্ট আসে { EMBED Equation.3 } মানে ডকুমেন্টে আমি যেরকম ইকুয়েশন লিখি ওই রকম দেখায় না দেখায় { EMBED Equation.3 } । আবার প্রিন্ট প্রিভিউ দিলে ঠিকই আবার লিখিত ইকুয়েশন দেখায়। আবার মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ দেখলাম ডকুমেন্টেএ ঠিকই শুধু মাত্র ইকুয়েশন টুকুই দেখায়। আমি চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ২০০৩ এ ২০০৭ এর মত লিখিত ইকুয়েশন শো করাতে ……..প্লিজ শিখতে সাহায্য করুন….ও শুধু ইকুয়েশন ই নয় এমনকি Object অপশন দ্বারা মাইক্রোসফট এক্সেল থেকে যদি কোন শীট এমএস ওয়ার্ডে আনতে চাই সেক্ষেত্রেও যেখানে Object কমান্ড দেই যেখানে শুধু মাত্র একটা লিংক আসে পুরো শীটটা আসে না। আবার এক্সেল ঢুকে কপি পেস্ট করে ওয়ার্ডে এ্যাড করা যায়। আমি বুঝতে পারছি না আমার পিসিগুলোতে Object অপশন যথাযথ ভাবে কাজ করছে না কেন……………

    Level 0

    @jamal sheikh:
    আপনার সমস্যা দেখার সাথে সাথেই বুঝে ফেলেছি। কারণ এটা খুবই কমন একটা সমস্যা।

    প্রথম সমস্যা- আপনার বাসায় যে কারণে এটা পান নি। একটা কারণ হতে পারে আপনি অফিস ২০০৩ এর শর্ট ভার্শন ব্যবহার করেন। যেটাতে শুধু ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট দেয়া। সমাধান হলো ৪০০ মেগাবাইট এর ফুল ভার্সন সেটআপ দেয়া।
    আর আরেকটা কারণ হতে পারে (এটার সম্ভাবনাই বেশি)- আপনি সেটআপ দেবার সময় Complete Install অপশনটি ব্যবহার করেন নি। সেটআপ দেবার সময় Complete Install নামে একটা অপশন লক্ষ করবেন। আপনি মনে হয় নিজে আর কিছু পরিবর্তন করে দেন নি। তাই এমন হয়েছে। সমাধান হলো রিমুভ করে আবার Complete Install সিলেক্ট করে দিবেন সেটাপ করার সময়।

    দ্বিতীয় সমস্যা- ইকুয়েশন টাইপ করার সময় মাইক্রোসফট নিজে থেকেই নতুন একটা ইকুয়েশন সাজেস্ট করে। এটাতে লাভ কেমন হয় জানিনা তবে আপনাকে কনফিউজড করতে যথেষ্ট কাজে আসে! এটা যদি করে থাকেন রিমুভ করে আবার সেটাপ দেন। (আপনি বলেন নি এটা ২০০৩ না ২০০৭। তাই আমি বুঝতে পুরোপুরি পারছি না সমস্যার ধরণটা)

    ২০০৩-২০০৭: ২০০৭ এ আপনি ২ ভাবে এই কাজটি করতে পারেন। একটা আছে নতুন ইন্টারফেস। আরেকটা ২০০৩ এর মত। ২০০৭ এর নতুন পদ্ধতিতে টাইপ করতে হলে যেতে হয় Equation এ। আর আগের মত ২০০৩ ইন্টারফেসে ইকুয়েশন টাইপ করতে হলে যেতে হয় Object এ।
    আপনি কি চাচ্ছেন ২০০৭ বা ২০১০ এর মত নতুন পদ্ধতিতে ২০০৩ এ টাইপ করতে? স্বাভাবিক উপায়ে এটা সম্ভব না। নতুন কোন এড অন পেলে সেটা দিয়ে করতে পারেন। তবে আমি বলব আপনি এটা না করেন। ২০০৭ এ নতুন পদ্ধতিতে কাজ করেন। আর ২০০৩ এ ইমেজ যেভাবে দিয়েছি সেভাবে কমান্ড দিয়ে কাজ করেন। কথা দিচ্ছি আপনার ভাল লাগবে শর্টকাট গুলো।

    ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ।
এখন আমার দরকার রাসায়নিক সংকেত, রাসায়নিক গঠন (যেমন- ফেনল, হাইড্রোকার্বন ইত্যাদি) লেখার জন্য ভাল একটা এডঅন। কারো সন্ধানে আছে কি?

    Level 0

    @শাহরিয়ার:
    ঠিক কিরকম সংকেত চাচ্ছেন বুঝতে পারছি না। কারণ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের। সংকেতের উদাহরণ থাকলে ভাল হত।
    Net এ একটু সার্চ করে দেখতে পারেন। আপনি পেলে আমাদেরও জানিয়ে দেন।