ব্লগ/ সাইটে যোগ করুন Pop Out Facebook Like Box- সবচেয়ে সহজ পদ্ধতি

 

Pop Out Facebook Like box for Blog or Website

আশা করি শিরোনাম দেখেই বুঝতে পারছেন কি নিয়ে লেখা হবে। তারপরেও বলি- অনেক সময় বিভিন্ন সাইটে দেখবেন Facebook Like Box ডান দিকে বাটনের মত থাকে। তার ‍উপর মাউস গেলেই সেটা বেড়িয়ে আসে লাইক পাবার জন্যে!  😀

এখনো না বুঝে থাকলে ডেমো দেখুনPop out FB Like Box Demo 

 

আপনি খুব সহজেই এরকম বানাতে পারবেন। এজন্য যা যা লাগবে-

  • আপনার একটি Blog/ Website
  • একটি Facebook Page. দরকার হলে দেখতে পারেন- How to Create FB Page
  • হালকা পাতলা Coding Knowledge/ Blog েএর Template ঘাটানোর দক্ষতা
এটা আসলে কোন ব্যাপারই না। Just ২ লাইনের একটা কোড আপনার সাইটের হেডারে যোগ করে দিবেন। নিচে কোডটি দেয়া হল-
<script
type="text/javascript"
src="http://www.monkeyphysics.com/fb-sidelike/fb-sidelike.js"
fbpage='markstips'></script>
এই কোডটির লাল অংশটি পরিবর্তন করবেন আপনার পেজের সাথে। আমার পেজেরে ঠিকানা হল- www.facebook.com/markstips. তাই আমি দিয়েছি markstips. একই ভাবে আপনিও আপনার পেজের ঠিকানা এখানে বসিয়ে দিবেন। 
  • ব্লগারে যেভাবে করবেন- Sign in > Layout > Add a Gadget (যে কোন যায়গা থেকে) > HTML/ JavaScript > Copy-Paste the Code > Save > View your Blog.
  • অনান্য Website এ- Header Tag এ কপি পেস্ট করে দিন উপরের কোডটি।
  • WordPress- আপনারা কি করবেন আপনারাই ভাল জানেন!  😀  WordPress এর জন্য আমার কোন সাপোর্ট বর্তমানে নেই।
কেউ যদি-
  • Code উল্টা পাল্টা করেন
  • ঠিক যায়গায় Code না বসাতে পারেন
  • নিজের ব্যক্তিগত Facebook username দিয়ে কোড Implement করতে যান
তাহলে কাজ হবে না। আর সেজন্য আমিও দায়ী থাকব না।
যাদের কাজে লাগবে বা করতে পারবেন তারা কমেন্টে জানিয়ে দিবেন। এটা আমাকে খুশি করার জন্য না। যাতে করে অন্যরা বুঝতে পারে যে জিনিসটা আসলেই কাজের!  😉
ধন্যবাদ।

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনারা কোডটা ঠিকমত দেখতে পারছেন কিনা আমি জানি না। কিন্তু আমি নিজেই কোডটা পরিষ্কার দেখতে পাচ্ছি না!
দেখতে সমস্যা হলে এখানে দেখে নিন- http://munnamark.blogspot.com/2012/08/how-to-add-pop-out-facebook-like-box-in.html

Level 0

ভাই এইটা কি দিলেন আমি তো আপনার পাগল হইয়া গেছি। আপনার সাথে কিভাবে যোগাযোগ করব মানে আপনার ফেসবুক বা জি মেইল যদি দিতেন।আমারটা এটা facebook.com/csemahbub

Level 0

ভাই এই script টা আমি খোজ তা ছিলাম অনেক দিন দইরা ।মানে sidebar popup এখন পাইলাম এবং যেকোন বিষয়ে সাইড বারে popup দিতে পারব । শুধু facebook নয়।

    Level 0

    @md-mahbub:
    আমার দেখা সেরা পদ্ধতি এটা 🙂

    ধন্যবাদ।