যারা Pen Drive এ নিজের ছবি দিতে চান এখুনি দেখুন!!!

How to Show Custom Image on USB drive

আপনি যদি কখনো প্রিন্ট করানোর জন্য পেন ড্রাইভে করে কম্পিউটার দোকানে ফাইল নিয়ে যান তখন দেখবেন

কয়েকটা ডিভাইস থেকে আপনারটা খুজে পেতে সমস্যা হয়। বা ধরুণ আপনার নিজেরই ২ টা পেন ড্রাইভ। কখনো

রিমুভ করতে গিয়ে একটার যায়গায় আরেকটা রেমুভ করে ফেললেন। অবশ্য নাম পরিবর্তন করে এই ঝামেলা

কিছুটা এড়ানো যায়। কিন্তু এই যুগে তো আর নাম পড়ার মত সময় নাই।  😉

এর চেয়ে ভাল হয় যদি আপনি নিজের ছবিটাই Pen Drive এ ব্যবহার করেন। অথবা অন্য কোন ছবি যেটা

আপনাকে ডিভাইস চিনতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হল এটা একটা মজার ব্যাপার। আপনার বন্ধুরা যারা

এটা করতে পারে না তারা অবাক হয়ে যাবে এটাতে আপনার ছবি দেখে।

যা যা লাগবে-

  1.  অবশ্যই একটা পেন ড্রাইভ। অবশ্য হা্র্ড ড্রাইভের আইকন ও এভাবে পরিবর্তন করা যাবে।
  2.  আপনার ছবির আইকন ফরম্যাট। অবশ্যই .ico টাইপ ছবি হতে হবে। ছবিকে আইকন বানাতে যে কোন একটি  পদ্ধতি ব্যবহার করুন- this software, /  Online Icon Converter.
  3. একটি অটোরান ফাইল।

এবার শুরু করুন-

  1. প্রথমেই  Pen Drive টি আপনার পিসিতে ইনসার্ট করুন।
  2. তারপর pen drive এর ভিতরে যান My Computer থেকে।
  3. এবার একটি নোটপ্যাট ফাইল তৈরী করুন Pen Drive এর ভিতরে। (রাইট ক্লিক করলেই টেক্সট  ডকুমেন্ট বা নোট প্যাডের অপশন দেখতে পাবেন)
  4. এবার নিচের কোডটি হুবহু কপি পেস্ট করুন আপনার তৈরী নোটপ্যাড ডকুমেন্টে-

[Autorun]

Label=Marks

Icon=Munna.ico

এবার ফাইলটি Save করুন Autorun.inf নামে।

এখানে ল্যাবেলে আপনার পেন ড্রাইভের নাম দিন। আইকন এ আপনার ইমেজের নাম দিন। ইমেজের নামের পর অবশ্যই

.ico লিখে দিবেন। আর পেন ড্রাইভে অবশ্যই আইকন ইমেজটি থাকতে হবে। পেন ড্রাইভে কিন্তু ইমেজের শেষে .ico

লেখার দরকার নেই। এটা লিখবেন শুধু অটোরান ফাইলের ভিতর।

সব শেষে পেন ড্রাইভ টি বের করে আবার লাগান। কাজ শেষ। এবার থেকে ছবি শো করবে।

অনেকে এটা করতে পারে না। না হবার কারণ-

  • Autorun File টি ঠিক মত Save  না করা বা কোড কপি করতে ভুল করা।
  • আইকন ইমেজ এ কোন প্রকার সমস্যা হলে। ঠিক মত আইকন ইমেজ না বানাতে পারলে।
  • ভাইরাস অটোরান ফাইলকে নষ্ট করে ফেললে।
  • এছাড়া আপনি নিজে যদি নতুন কোন সমস্যা তৈরী করে থাকেন তাহলে সত্যি বলছি আমার কোন দোষ নেই

বিস্তারিত দেখুন এখানে- Show Picture on USB Flash Drive

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। ধন্যবাদ।

off topic: i am in a problem with my M.Style 4GB flash drive, it became write protected, I tried a lot, registry, cmd, diskpart, formatting tool…. but couldn’t solve. Pls help me.

Level 0

bro ai system a ki pc drive ar icon chng kora jabe.

Level 0

thank u

Level 0

windows 8 hoini

    Level 0

    @MIXER_BD:

    Arekta kotha. Windows 9 ba 10 o jodi ber hoy sekhaneo ei tips kaj korbe.

Level 0

ভাইরে এটাতে Windows এর ভার্সন কোন ব্যাপার না। XP, Vista, 7, 8 সব কিছুতেই এটা সাপোর্ট করবে। মজার ব্যাপার হল আমি Windows 8 ই ব্যবহার করি। আর এই টিউটোরিয়াল টা ৮ এই বানানো।

টিউন ইমেজে যেটা দিয়েছি সেটা অবশ্য ডেভেলপার প্রিভিউ ভার্সন থেকে নেয়া। কিন্তু সব উইন্ডোজেই এটা কাজ করে।

কাজ না করার কারণ ও বলে দিয়েছি। সেগুলো ঠিক মত পরীক্ষা করে দেখুন। তাতেও কাজ না হলে একটা লিংক দিয়েছি। ঐ লিংক এ গিয়ে ঠিক মত কোড কপি করে নিন। কারণ এখানে আপনি কপি না করে হাতে টাইপ করলে ভুল হতে পারে। বাংলা লেখার মাঝে ঠিকমত ইংলিশ লেখা দেখা যাচ্ছে না!

আর সবচেয়ে বড় কথা হল আপনার একটা ভাল আইকন ফাইল লাগবে। ফাইল টাইপ আইকন না হলে জীন্দেগিতে কাজ করবে না। তবে হার্ড ডিস্কের ড্রাইভে সাধারন জেপিজি ইমেজ ও কাজ করবে।

সুন্দর সুন্দর চালিয়ে যান

ধন্যবাদ সুন্দর টি উন করার জন্য। অনেক চেষ্টা করলাম কিন্তু অবশেষে সফল হতে পারলাম না………

সবকিছু করার পর পুনরায় মেমরী কার্ড লাগানোর পর আইকন হিসেবে ছবি আসছে না আসল একটা অটোরান ফাইলের যেরকম আইকন থাকে ঐ রকম আইকন……..কী করার আছে ?বলে দিন প্লিজ.

    Level 0

    @jamal sheikh:
    যদি অটোরান ফাইল এর কোড ঠিক থাকে, সেভ করার পদ্ধতিও ঠিক থাকে- তাহলে সমস্যা আপনার আইকন এ।
    আপনি এক কাজ করতে পারেন। আইকন আর আপনার পেন ড্রাইভের যে নাম দিবেন সেটা আমাকে মেইল করে দিতে পারেন।
    আমি নিজে টেস্ট করে আপনাকে পাঠিয়ে দিব। আরেকটা ব্যাপার হল মেমরী কার্ডে এখনো টেস্ট করে দেখিনি। এই সিস্টেম কার্ডে সাপোর্ট না করলে হবে না। কিন্তু পেন ড্রাইভে অবশ্যই সাপোর্ট করবে। এতে কোন সন্দেহ নেই। মেইল- [email protected]

Level 2

Parlum na. amar antivirus kisitei pendrive a autorun.inf file create korte disse na. 🙂

Level 0

আপনি যদি কিছু মনে না করেন- আপনার এন্টিভাইরাস টা মনে হয় ভাল না। কারণ এই অটোরান ফাইলটা ক্ষতিকর না। এর কমান্ড হল শুধু ছবি শো করা আর পেন ড্রাইভের নাম দেয়া।

এক কাজ করেন, কিছুক্ষণের জন্য এটা ব্ন্ধ করে নেন। আর আপনি তো এন্টি ভাইরাসের নামও বললেন না। নাম কি এটার?
সবচেয়ে ভাল হয় আপনি যদি এমএসই ব্যবহার করেন- http://munnamark.blogspot.com/2010/11/mse.html

Level 0

Bai, Apnar kata moto sabkisu karsi kintu tar par o kaj hasse na. Please Help me..

    Level 0

    @MINHAZ:

    অবশ্যই কাজ করবে। সবার ক্ষেত্রে যে সমস্যাটা বেশি হয় সেটা হল ঠিকমত আইকন পিকচার না বানাতে পারা। আমার ইমেইল দেয়া আছে। সেখানে আপনার আইকন টা মেইল করে দিতে পারেন। বা ছোট একটা ইমেজ। আমি বানিয়ে আপনার ঠিকানায় সেন্ড করে দিব।

ধন্যবাদ কাজ হয়েছে :):):)

    Level 0

    @আমিনুল ইসলাম:

    চির কৃতজ্ঞ রহিলাম! 🙂
    আপনি না জানালে যাদের কাজ হয়নি তারা ভাবত টিপস টা ভুয়া। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ না হবার জন্য দায়ী ঠিকমত আইকন না বানাতে পারা।

    ধন্যবাদ।

Level New

label na likhleo chole 😀 ICON=name.exe/name.ico etc file support kore. ar jodi likhen open=name.exe taholey shei file ta autorun er menu te show korbe show korbe 😀

Level 0

ভাই হচ্ছে না, 🙁

Level 0

পেনড্রাইভের নামের শেষে ড্রাইভ (k:) দেওয়া আছে, আমি কি ফাইলের ভিতর শুধু পেনড্রাইভের নাম দিবো, নাকি নামের সাথে (k:) টা ও দিবো?

    Level 0

    @Shohag:
    লেবেলের মধ্যে যা ইচ্ছা তাই লিখেন। এখানে ড্রাইভ লেটার কোন ব্যাপার না। মনে রাখবেন ছবি আর অটোরান দুটো ফাইল ই পেন ড্রাইভে থাকতে হবে।
    আর ইমেজটা অবশ্যই .ico format হতে হবে। তবে আইকন এর নামে শুধু নামই লিখবেন। ওখানে মনে করেন এমন- Munna. কিন্তু অটোরানের ভিতরে আইকনের নাম লিখবেন- Munna.ico

Level 0

Problem হলে আপনার পিকচার আমাকে মেইল করে পাটিয়ে দিন। ১০/১২ কেবির ছবি হলেই চলবে।

Level 0

ভাই করতে পারছি। কিন্তু এখন আর ছবি পরিবর্তন করতে বা ডিলিট করতে পারছি না। দয়া করে জানাবেন কি? কিভাবে পুনরায় পরিবর্তন করতে হয়।

    Level 0

    @Shohag:
    আপনার দেখি উল্টা বিপদ! সবাই না পেড়ে বিপদে আছে। আর আপনি করতে পেরে বিপদে!

    অটোরান ফাইলটি পেন ড্রাইভ থেকে মুছে ফেলুন। তাহলেই মামলা খতম। আর ছবি পরিবর্তন করতে চাইলে নতুন একটা ছবি একই নামে আপনার পেন ড্রাইভে রাখুন আগেরটা ফেলে দিয়ে।

Level 0

sorry akhon parchi. dhonnobad.

Level 0

bhi koyak bar try korlam hoyna to koy ki help korban?

Level 0

tune korta chai but dekhi shoboy bangla likha but bangla likha parina tai tune kori na…but anoke mojar tune asa?????

    Level 0

    @iwtbah007:

    আমার মনে হয় আপনি আইকন বানাতে পারেন নাই। আপনি আপনার একটা ছবি আমাকে মেইল করে দেন। অথবা আবার ভাল মত আইকন বানানোর চেষ্টা করেন।

ভাইয়া আইকন বানানোর জন্য কি ছবিটার নিদৃষ্ট কোন মাপ আছে………থাকলে সেই মাপটা কত।@ munnamark

Level 2

USB disk security eta delete kore fale. System ta khub kajer but ar kono potikar thakle janan. Thanks