আপনি যদি কখনো প্রিন্ট করানোর জন্য পেন ড্রাইভে করে কম্পিউটার দোকানে ফাইল নিয়ে যান তখন দেখবেন
কয়েকটা ডিভাইস থেকে আপনারটা খুজে পেতে সমস্যা হয়। বা ধরুণ আপনার নিজেরই ২ টা পেন ড্রাইভ। কখনো
রিমুভ করতে গিয়ে একটার যায়গায় আরেকটা রেমুভ করে ফেললেন। অবশ্য নাম পরিবর্তন করে এই ঝামেলা
কিছুটা এড়ানো যায়। কিন্তু এই যুগে তো আর নাম পড়ার মত সময় নাই। 😉
এর চেয়ে ভাল হয় যদি আপনি নিজের ছবিটাই Pen Drive এ ব্যবহার করেন। অথবা অন্য কোন ছবি যেটা
আপনাকে ডিভাইস চিনতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হল এটা একটা মজার ব্যাপার। আপনার বন্ধুরা যারা
এটা করতে পারে না তারা অবাক হয়ে যাবে এটাতে আপনার ছবি দেখে।
যা যা লাগবে-
এবার শুরু করুন-
[Autorun]
Label=Marks
Icon=Munna.ico
এবার ফাইলটি Save করুন Autorun.inf নামে।
এখানে ল্যাবেলে আপনার পেন ড্রাইভের নাম দিন। আইকন এ আপনার ইমেজের নাম দিন। ইমেজের নামের পর অবশ্যই
.ico লিখে দিবেন। আর পেন ড্রাইভে অবশ্যই আইকন ইমেজটি থাকতে হবে। পেন ড্রাইভে কিন্তু ইমেজের শেষে .ico
লেখার দরকার নেই। এটা লিখবেন শুধু অটোরান ফাইলের ভিতর।
সব শেষে পেন ড্রাইভ টি বের করে আবার লাগান। কাজ শেষ। এবার থেকে ছবি শো করবে।
অনেকে এটা করতে পারে না। না হবার কারণ-
বিস্তারিত দেখুন এখানে- Show Picture on USB Flash Drive
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
সুন্দর টিউন। ধন্যবাদ।