টরেন্টে থাকা ফাইল আইডিএম দিয়ে হাইস্পিডে ডাউনলোডের ৪টি সাইট!

লেটেস্ট মুভি, সফটওয়্যার, ইবুকসহ তাবত ডাউনলোডের জন্য টরেন্টের উপর জিনিষ নাই। µTorrent-এর মত টরেন্ট ক্লায়েন্ট দিয়ে p2p ফাইল শেয়ারিং এর মূল সমস্যা সিডার খুঁজতে সময় লাগা এবং আপলোডিং এ ব্যান্ডউইথ খরচ হওয়া। একটু পুরাতন মুভি কিংবা সফটওয়্যার যেগুলোর সিডারের চাইতে লিচার অনেক বেশী সেগুলোতে ফুল স্পিডে ডাউনলোড করা যায় না। তার উপর আছে আপলোডিং-এর প্যারা! তাই পুরানো আক্ষেপঃ "আহারে... যদি টরেন্টে থাকা ফাইলগুলা যদি আইডিএম দিয়ে ফুল স্পিডে রিজিউম সুবিধাসহ ডাউনলোড করা যেত!" 8-| -- এই আক্ষেপ পূরণের চেষ্টা নেয়া যাক... 

************************************

টরেন্ট লিচিং- ক্যামনে কিঃ (স্টেপ বাই স্টেপ) ধরে নেই টরেন্টে থাকা এই ফাইলটা ডাউনলোড করতে চাই। এর জন্য-

১. "GET THIS TORRENT" বাটনে মাউসের রাইট ক্লিক করে 'Copy link address' এ ক্লিক করে ঐ টরেন্টের ম্যাগনেট লিঙ্কটি কপি করে নিলাম।

২. এবার এই কপিকৃত ম্যাগনেট লিংকটি নিচের ৪টি সাইটের যে কোন একটিতে পেস্ট করে লিচ করিয়ে নিতে হবে (Torrent Caching).

৩. তারপর লিচকৃত লিংকে ক্লিক করলেই আইডিএম দিয়ে ফুলস্পিডে ডাউনলোড শুরু B-)

************************************

টেস্ট করে দেখি....

সাইট ১- furk.net

টরেন্ট লিচিং এর জন্য furk আমার প্রথম পছন্দ। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেশীরভাগ জনপ্রিয় টরেন্ট ফাইলগুলো এদের সার্ভারে আগে থেকেই ক্যাশ করা থাকে তাই ক্যাশিং এর জন্য আলাদা সময় নষ্ট হয়না। লিঙ্ক দেয়ার সাথে সাথেই আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় :)

কিভাবে কি?-- প্রথমে ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিলাম। এরপর My Files > New ট্যাবে গিয়ে কাংখিত টরেন্ট ফাইলের কপিকৃত ম্যাগনেট লিঙ্কটি পেস্ট করে Add Download বাটনে ক্লিক করলাম- 

এবার ডাউনলোড বাটনে ক্লিক করতেই ফুল স্পিডে ডাউনলোড শুরু B-)

এইভাবে পছন্দের যে কোন মুভি, সফটওয়্যারও লিচ করিয়ে ডাউনলোড করা যাবে :)

************************************

এরকম আরও কিছু সাইটঃ

সাইট ২- filestream.me - ইমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। ১০ গিগাবাইট পর্যন্ত টরেন্ট ফাইল লিচ করানো যাবে। লিচিং খুবই ফাস্ট :D

 

সাইট ৩- boxopus.com - ফেসবুক/ টুইটার/ ড্রপবক্সের মাধ্যমে লগইন করে একইভাবে ম্যাগনেট লিংকের মাধ্যমে লিচ করানো যাবে। ক্যাশিং তুলনামূলক স্লো তবে ডাউনলোড ফাস্ট :)

 

সাইট ৪- zbigz.com - আরও একটি চমৎকার সাইট। তবে এদের সার্ভার আপাতত ডাউন আছে। সবচেয়ে বড় সুবিধা রেজিস্ট্রেশন ছাড়াই টরেন্ট লিচ করিয়ে ডাউনলোড করা যায়।

 

________________________

পুনশ্চ ১- put.io নামের আরও একটি সাইট ব্যবহার করি।  ফ্রি ইউজারদের ১ জিবি লিমিট দিলেও এদের সার্ভিস খুব ভালো। খারাপ খবর হচ্ছে এরা নতুন করে আর ফ্রি ইউজার নিচ্ছেনা। তাই বাদ দিলাম।

পুনশ্চ ২- টরেন্ট লিচিং এর সেরা সাইট torrific.com বন্ধ হয়ে যাওয়ার পর আপাতত উপরিউল্লিখিত এই সাইটগুলাই ভরসা। নাই মামার চেয়ে কানা মামা :P উপরের সবগুলা সাইটই ফ্রিতে হাই স্পিড ডাউনলোড এবং রিজিউম সুবিধা দেয়। কাজেই মামা কানা হলেও একেবারে খারাপ নাহ :-P 

পুনশ্চ ৩- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

__________________________________

হ্যাপি ডাউনলোডিং !:#P !:#P !:#P

.......

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

boxopus এ dropbox দিয়ে লগইন করা যাচ্ছে না।the requested page does not exist বলতেসে।

    @agontuk.ayon: টুইটার অথবা ফেসবুক দিয়ে ট্রাই করেন। আমি টুইটার দিয়ে ব্যবহার করছি

zbigz, furk – এগুলো আগেই জানতাম, বাকিগুলী আজ জানতে পারলাম আপনার টিউনের সুবাদে 🙂 অনেক অনেককককক ধইন্যা।

হে হে আমার একটা বদ্ধমূল ধারনা ছিল কানাই মামারা বুঝি সবসময় আকামের হয়… কিন্তু আজ আপনার টিউন থেকে জানতে পারলাম কানা মামা যে খারাপ হবেই এমন কোন কথা নেই 😆 :mrgreen:

ভাই আপনার টিউনগুলো বরাবরই দুর্দান্ত হয়, আপনার টিউন থেকে আমি অনেক উপকার পেয়েছি, বলতে গেলে আমিতো আপনার একজন পাতি ভক্ত হয়ে গেছি 😉 😉

    @ধূপছায়া: ভাইরে আমি নিজেই পাতি কিসিমের ব্লগার। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমার দৌড় আজেবাজে টাইপ লেখা প্রসব পর্যন্ত। তাই মন্তব্য পড়ে কিঞ্ছিৎ লজ্জিত হলাম :p

Level 2

vai ami 2mb/s connection use kori.
250kb/s speed a download korar jonno free kono site ase?

Level 0

ভাই আপনাকে কেডায় কইছে zbigz সার্ভার ডাউন।

Level 0

কয়েকটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্মে টিউনারকে অনেক থ্যাংকস।

Level 0

zbigz.com tai sera…..ami to down dekhi na !

download speed thake 350KB

    @Sushan furk এর স্পিড আরও বেশী। তবে zbigz যখন চালু থাকে তখন চমৎকার কাজ করে। সমস্যাহ হচ্ছে ইদানিং প্রায়ই এদের সার্ভার ডাউন পাচ্ছি। মাঝেমধ্যে রিজিউম নিয়েও ঝামেলা করছে। সেই ঝামেলা মেটাতে হচ্ছে আবার লিংক রিপ্লেসিং করে। তাই সবকিছুর বিবেচনায় furk-কেই বেশি ভালো লাগে 🙂

filestream এর কথা জানতাম না Furk এর লিমিট প্রায়ই শেষ হয়ে যায় আমার । ধন্যবাদ

রাফি মাহমুদ ভাই………অনেক ভাল টিউন……..ভাল থাকবেন………

এই চারটার মধ্যে সবচেয়ে “catching torrent” এর ক্ষমতা কার বেশি।

বাঁকি ৩টা জানি filestream.me এইটার রিজুম সার্পোট কেমন ?

vai khub kajer jinish dilen
ami zbigz usekori,kintu 99.99%e giye stop hoye jay,kakhono finish hoy kakhono start biginer hoy.
post karar jannyo tnkzzzz………

Level 5

zbigz এর মেইন প্রব্লেম হচ্ছে এইটা resume সাপোর্ট নিয়ে ঝামেলা করে। কোন প্রয়োজনে pause মারলে ২-৩ ঘন্টা পর আবার start মারলে আর resume হয়না। এখন furk.net দিয়ে ডাউনলোড করে দেখি same প্রব্লেম করে কি না 🙂 । ধন্যবাদ সুন্দর একটি টিউন এর জন্য।

valoy laglo

Level 0

@রাফি মাহমুদ: Furk use kore dekhi taile

Level 0

@Adhare opshori: প্রক্সি টা টেকটিউনস এ শেয়ার করলেই ত হয়। সব জাইগাই কমেন্ট করে বেরাতে হবে নাকি…!

ভাই কেউ কি furk.net এ রেজিট্রেশন এর পদ্ধতিটা একটু বিস্তারিত জানাবেন?

Level 2

ekhon r oi sob kono site e r kono kaaj kore na..