Win to Flash সহজে পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্সটল করার একটি বহনযোগ্য সফটওয়ার

এ সফটওয়ারটির খোজে অনেকদিন ইন্টারনেটে ঘেটে ছিলাম, কিন্তু পায়নি অবশেষে দেখা মিলল জনপ্রিয় বাংলা ব্লগ কম্পিউটার & ইলেকট্রনিক্স এ ....

এটি প্রায় সব ধরনের উইন্ডোজ XP / Vista / 7 পেনড্রাইভ থেকে ইন্সটল করা যায়

আসুন দেখে নিই এটি দিয়ে কি কি করা যায়ঃ

  • Trasfer windos xp/2003 setup to USB drive
  • Transfer WinPE XP/2003 to USB drive
  • Drive service
  • Transfer Windows Vista/2008/7 setup to USB drive
  • Transfer Windows Vista/2008/7 setup to USB drive
  • Transfer WinPE Vista/2008/7 setup to USB drive
  • Create windows XP/2003/ Emergency bootloader USB drive

দেখে নিই কিভাবে এক্সপি ইন্সটল করবেন পেনড্রাইভ থেকেঃ

প্রথমে পেনড্রইভকে বটেবল ও ফাইল ট্রান্সফার করাঃ

প্রথমে ডাউনলোড করে চালু করুন উইন টু ফ্লাস ,

এরপর Task এ ক্লিক করে Trasfer windos xp/2003 setup to USB drive এ সিলেক্ট করুন এরপর নিচে Run এ ক্লিক করুন

এখন সব অপশন ঠিক রেখে Windows source path এ আপনার এক্সপির ফোল্ডার দেখিয়ে দিন। USB drive এ পেনড্রাইভ লোকেশন দেখিয়ে দিন, run এ ক্লিক করুন

ব্যাস ..এরপর শুধু অপেক্ষা

কাজটি সম্পন্ন হতে একঘন্টা লাগতে পারে, অবশ্য ভাল পারফরম্যান্স সম্পন্ন কম্পিউটারে আরো কম সময় লাগতে পারে। কাজটই পেনড্রাইভ এর মাধ্যমে ভালভাবে হয় ,আমি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ট্রাই করেছি , হয় না বুট এরর আসে,

এবার উইন্ডোজ ইন্সটলঃ

সব কাজ সম্পন্ন হবার পর পেনড্রাইভ থেকে বুট করুন

এবার নিচের মত চিত্র আসবে , ওখান থেকে সিলেক্ট করুন প্রথমটা 1st, text mode setup (Boot flash again after….)

দেখবেন সিডি এর মত সব আসবে , পার্টিশন করার সময় হার্ডডিস্ক শো না করলে এরো আপ কী চাপুন।

পার্টিশন সহ যাবতীয় কাজ সম্পন্ন হলে( উইন্ডোজে ফাইল কপি সহ) পিসি যখনি রিস্টার্ট করবে এবার মেনু থেকে 2nd ,GUI mode setup, continue setup +after… (উপরের চিত্র অনুসারে 7 )  এ ক্লিক করতে হবে এবার সব সিডি’র মাধমে যেভাবে ইন্সটল করেন ঠিক সেভাবে,

আর কোন সমস্যায় পড়লে অবশ্যই জানাবেন,

যারা সব সময় পেনড্রাইভ থেকে ইন্সটল করতে চান তারা বার বার পেনড্রাইভ এ বুটেবল না করলেও চলবে , যেহেতু একবার পেনড্রাইভকে বুটেবল করতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে , এটা করা খুব বিরক্তিকর , তারা ব্যাবহার করতে পারেন USB IMAGE Tool..যেটি দিয়ে যে কোন পেনড্রাইভ এর হুবহু  ব্যাক আপ নেওয়া যায়।

শুধু একবার পেনড্রাইভ কে বুটেবল করলেই হবে , এরপর USB IMAGE Tool. দ্বারা পেনড্রাইভ এর ব্যাকআপ করে নিন। কোন কারনে পেনড্রাইভকে বুটেবল করতে  হলে ইমেজ পেস্ট করলেই হবে, কেননা ইমেজ পেস্ট করতে বড় জোর কয়েকমিনিট লাগে, অন্তত ঘন্টাখানিক লাগে না। জানিনা USB IMAGE Tool নিয়ে কোন টিউন হয়েছে কিনা ? এর লিঙ্ক হাতের কাছে নেই পরে দিব……

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন অনেক ধন্যবাদ। এরো আপ কী কোনটা ভাই

    aro up mane keyboarde je 4 ta key ache jeta nam pader sathe setar uporer ta hocche aro up

Thank you “sohel” vi darun akta software dilen .

আপনার টিউন কাজের কিন্তু এটা আমার কাছে অনেক পুরানো। আরো সহজ পদ্ধতি আছে যা দিয়ে ৫ মিনিটে, আপনি ১৫-২০ মিনিটে যে কোন পিসিতে উন্ডোজ দিতে পারবেন। আমার কাছে লিঙ্ক আছে। নিচে লিঙ্কে প্রবেশ করুন এবং ডাউনলোড করুন সফটওয়্যারGG মাত্র ৫.৮০ মেগাবাইট। ভালো থাকুন-
http://www.brothersoft.com/winflash-306143/html

    Level 0

    কোথায় GG ,পেলামনা ত

৫মিনিটে ইনষ্টল করার লিঙ্ক:
http://www.mediafire.com/file/2zm1qmmmwmo/USB_XP.exe
ভালো থাকবেন।

    Level 0

    তারেক ভাই লিঙ্ক ত কাজ করে না…..

    Level 0

    DEAD LINK

Level 0

sohel BHAI
Kub uncommon ak tuneeeeeeeeeeeeeee

Level 0

Hohel vai Thanks………….

    Level 0

    Hohel টা আবার কে…….

তারেক ভাই আপনাকে বলছি….টি্উন লেখার আগে বুঝে শুনে দিয়েন ।

অনেকেই না জেনে নিজেকে জাহির করার চেস্টা করেন,এটা ঠিক না ,এখানে ভুল না দেখিয়ে ,সঠিক হবার সহজ পরামর্শ দিন ‌‌‌‌॥
ধন্যবাদ‌‌॥

ভাই আমার মাডার বোর্ড G31 PR এতে কিভাবে বায়োস থেকে USB Boot দেখাবো। মানে USB থেকে কিভাবে বুট হবে। আর এই মাডার বোর্ডে ইউএসবি থেকে বুট হয় কি না কেউ জানালে খুব উপকৃত হতাম। আমার ইমেল [email protected]

    Level 0

    ভাই কম্পিউটারে প্রথমে বায়োস অফশনে যান। এটা সাধারনত অনেক মাদারবোর্ডে F2 / Del/ F12 /F10 ইত্যাদি থাকে ,আপনার ওই মাদারবোর্ড আমি ব্যবহার করিনি বলে বলতে পারছি না কি টিপলে বুট অফশন আসবে,( Intel এ সাঃধাঃ F2 দিয়ে হয় ) আপনি চারটার যেকোন একটি ট্রাই করে দেখেন পিসি রিস্টার্ট করে । তারপর 1st boot device থেকে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করুন।অনেক মাদারবোর্ডে বায়োসে USB Boot নামে আলাদাকরে থাকে খেয়াল করুন ওটা কোন ডিজেবল আছে কিনা থাকলে এনাবল করে দিন।

ভাই লিংকটা কাজ করে না। অন্য লিংক দিন দয়া করে।

এরো আপ কি কিভাবে কাজ করবে?
আমি আমার নোটবুকে সেটআপ দিতে পারছিনা :'(

Level 0

Vaia Ra Amake Amon Akti Softwer Dite Paren Ja Die Ami Windows Ar System A Amar Details { Mane Amar Picture/ Information Dite Pari Please Vaira Amar Aktu Jodi Keu Diten Ta Hole Boro Upokar Hoto>>>>>>>>>>> BABU.JONS