একাধিকAntivirus এর rescue Disk, লিনাক্স, লাইভ সিডি ও অনেক ISO চালান একটি মাত্র পেনড্রাইভ থেকে


রেস্কিউ ডিস্ক কি তা আমরা অনেকে জানি, এটি দিয়ে খুব সহজে দ্রুত বুট সেক্টরে আক্রান্ত ভাইরাস দূর করতে সাহায্য করে। আমরা অনেকেই বিভিন্ন রেস্কিউ ডিস্ক ব্যবহার করি,এসব রেস্কিউ ডিস্ক ভিন্ন ভিন্ন সিডিতে আমরা রাইট করে রাখি,ফলে আপডেট করা যায় না। আবার অনেকে নানা কায়দা করে পেনড্রাইভে বুটেবল করে রাখি তখন আস্ত একটা পেনড্রাইভ জায়গা দখল করে রাখে, আবার অনেকে জানেন একটি পেনড্রাইভে কি করে একাধিক অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়,কিন্তু তা অনেক ঝামেলার কাজ এবং এ জন্য যথেস্ট দক্ষতার প্রয়োজন হয়।

যদি একটি পেনড্রাইভে নিমিষেই Hiren Boot,বিভিন্ন Antivirus এর rescue Disk, বিভিন্ন ইউটিলিটি ( যেমন Gparted ,Parted Magic, Partition Wizard ইত্যাদি) এর ISO, বিভিন্ন লিনাক্স এর লাইভ সিডি,উইন্ডোজ পিঈ (Windows PE) সহ একাধিক ISO যদি একটি মাত্র পেনড্রাইভে বুট হবে তাও কোন দক্ষতাই ছাড়াই তাহলে কেমন হবে!!!

চলুন কয়েক মিইটেই তৈরী করিঃ

প্রথমে ডাউনলোড করতে হবে শরদানা এন্টিভাইরাস রেস্কিউ ইউটিলিটি।এটির বর্তমান ভার্সন চলছে ১.০.৭.১ , ।এর মাধ্যমে দ্রুত ও সহজে মাল্টিবুট ISO ও বুটেবল পেনড্রাইভ তৈরী করতে পারবেন।

*ডাউনলোডের পর এক্সট্রাক্ট করে যেকোন ড্রাইভে রাখুন।

*ফোল্ডারটি খুলুন এবং চালু করুন sardu

*এবার ISO ডাউনলোড করতে হবে,sardu তে উল্লিখিত নামের মধ্যে ক্লিক করলেই আননার ডিফল্ট ব্রাউজারে ডাউনলোড লিঙ্ক পাবেন অবশ্য আগে থেকে যাদের ডাউনলোড করা আছে তাদেরগুলো দিয়েও হবে,

*ISO গুলো উক্ত ফোল্ডারের ISO ফোল্ডারে পেস্ট করুন

*sardu বন্ধ করে আবার চালু করে Make bootable USB তে ক্লিক করুন ( যারা ISOতৈরী করতে চাচ্ছেন তারা Make ISO তে ক্লিক করুন )

*এবার sardu আপনার ISO চেককরবে, যেগুলোর ISO পাবে নিচের মত টিয়া কালার দেখাদিবে আর যেগুলো পাবে না ওইগুলোর রঙ হবে লাল রঙের

*যারা Make bootable USB তে ক্লিক করেছেন তারা লোকেশনে পেনড্রাইভ দেখিয়ে দিন

দেখবেন কিছুক্ষনের মধ্যেই সফল হবেন, সম্পন্ন হলেই টিয়া কালার দেখা দিবে।

যারা ISO তৈরী করছেন তারা লক্ষ্য করবেন ISO Create নামে একটি আলাদা ফোল্ডার তৈরী হয়েছে,সেখানে পাবেন তৈরী করা ISO টি

এবার পেনড্রাইভ থেকে বুট করে দেখুন, নিচের মত আসে কিনা :

আপনি চাইলে পরবর্তীতে ব্যাকগ্র্যাউন্ড বদলে ইচ্ছে মত ছবিও দিতে পারেন।

আমার কাছে ৫টি ISO আছে, এগুলো হল ১) Kaspersky rescue Disk 2009 2) Avira Rescue Disk 3)HirenBoot 10.1   4) G-Parted  5) Slax . এগুলো দিয়ে আমি বুটেবলপেনড্রাইভ তৈরী করেছি, সাথে ISO ও তৈরী করেছি।

দেখুন  আমার বুটেবলপেনড্রাইভ এর বুট অবস্থার ছবি :

সমস্যা ও সমাধান ঃ

* যদি এমন হয় ISO পেস্ট করার পরও যদি ISO না পায় তবে কি করবেন

উত্তরঃএখানে কিছু ফিক্সড করা নাম আছে, যেমন ক্যাস্পারস্কাই এর রেস্কিউ ডিস্ক এর নাম হচ্ছে Kav_rescue_2010, এভিরা এর নাম rescue_system-common-en এখন যদি আপনি ডাউনলোডের পর যদি রিনেম করে পেস্ট করেন তখন কিন্তু আর ISO পাবেনা

* সফটওয়ারটি তৈরী কারক একজন ইটালিয়ান তাই এর ডিফল্ট ভাষা ইটালিয়ান, সফটওয়ারটি ভাষাগত কোন সমস্যায় পড়লে প্রথমেই ভাষা বদলে ইংরেজী করে দিন

আর কোন সমস্যা থাকলে জানাবেন,

আমার কাছে ৫টি ISO আছে, এগুলো হল ১) Kaspersky rescue Disk 2009 2) Avira Rescue Disk 3)HirenBoot 10.1 4) G-Parted 5) Slax .

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল

    Level 0

    কি রকম ভাল, (আপডেট)

nice and usefull tune.thanks
http://24earnmoney.blogspot.com

    Level 0

    আপনার ব্লগ ত দেখি খুব সুন্দর..

আমার কাছে kaspersky Internet Security 2010 Licence Copy আছে। আমি ঐটার জন্য কিভাবে Kaspersky Rescue Disk বানাবো।

My Blog site : http://essentialwebsite.blogspot.com

    Level 0

    যদি অরিজিনাল Kaspersky হয় তবে
    প্রথমে Kaspersky খুলুন, Sucurity+ এ ক্লিক করুন, দেখবেন চারটা Service এর ১মটি হল Create Rescue Disk, ওখানে ক্লিক করলে একটি উইজার্ড চালু হবে এবার বাকীটা আশাকরি নিজেই পারবেন,
    এই কাজটা করার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে এবং উইজার্ড Kaspersky এর সার্ভার থেকে ১৩১ মে.বা. এর ISO ডাউনলোড করবে ,যদিও উইজার্ড প্রথমে ১১৪ মে.বা. দেখাবে বাকীটা হচ্ছে ISO এর আপডেট, তারপরও কোন সমস্যা হলে জানাবেন,
    আমারজিপি মডেম দিয়ে এই ISO টি প্রথমে ১২০ মে.বা. করে নেটওয়ার্ক শূন্য হবার কারনে তিঙ্ঘন্টার প্রচেস্টা ব্যার্থ হয় আবার ২য় বার প্রায় তিন-৪ ঘন্টায় এই ISO টি ডাউনলোড করতে সমর্থ হলাম।

ISO file নামাবার kisu link den, and ami avro deye bangla taip kore ki su sobdo likte par si na aon no ko no softor ase ki?

@sohel vai apni ki deye bangla lekhan ai peage a