এর আগে ছবি এডিট করুন ফটোসপ না জেনেই শিরোনামে একটা পোষ্ট করেছিলাম। সেটা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। আজ নিয়ে এলাম ফটেসপে কিভাবে ছবি আপনি সহজে কিভাবে স্মুথ করতে পারেন তা নিয়ে।
প্রথমে ফটোসপে একটা ছবি ওপেন করুন। আমি ওপেন করলাম আমার ছবিটা
তারপর কুইক মাস্কমুড এনাবল করে নিতে হবে এজন্য নিচের চিত্রে দেখুন। তারপর সফট ব্রাশ নিন ৩৫ পিক্সেল মাপের (বড় করেও নিতে পারেন)
তারপর ব্রাশ ব্যবহার করে চিত্রের মত শুধুমাত্র ছবির অংশটুকু ব্লক/সিলেক্ট করুন।
তারপর কিবোর্ড থেকে Q চাপুন আপনার ছবি এমন দেখাবে
তারপর Select » Inverse এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+ I চাপুন। আপনার ছবি শুধুমাত্র মুখের অংশটুকু সিলেক্ট হবে। তারপর Select » Feather এ গিয়ে চিত্রের মত ১০ পিক্সেল মান দিন
তারপর Filter » Blur » Guassian Blur এ গিয়ে চিত্রের মত মান দিন
তারপর Filter » Noise » Add Noise এ গিয়ে চিত্রের মত মান দিন
দেখুন কোন পরিবর্তন টের পেলেন কি/না
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ভাই ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করার জন্য কি কোন টিউটরিয়াল আছে? কারন এমন এমন অনেক ছবি আছে যেটার ব্যাকগ্রাউন্ড অনেক রকম কালার থাকে যেমন গাছপালা ঘরবাড়ি। এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবতর্ন করব? বিশেষ করে মোবাইলে তোলা ছবি। আর একটা বিষয় মোবাইল তোলা ছবিকে কিভাবে ব্রাইটনেস কনট্রাস্টাট ঠিক করব। অর্থ্যাৎ কিভাবে যথাসম্ভব সুন্দর করা যায়। ভাই ফটোসপ বিষয়ে আমার আগ্রহ অনেক। কিন্তু শেখার কোন লোক পাইনা। আশা করি আপনি আমাকে হেল্প করবেন।
আর একটা কথা আপনার উপস্থাপনা অনেক ভাল।ধন্যবাদ…..