কিভাবে ওয়ার্ডপেস কে ডাউনগ্রেড করবো আসুন জানি

আস্সালামু আলাইকুম,

টেকটিউন পরিবার কে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ।
ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় cms । ওয়ার্ডপ্রেস এর কথা নতুন করে আর কি বলবো কম বেশী সবাই এর কথা জানেন।
আমি ওয়ার্ডপ্রেস ৩.৪.১ ব্যবহার করি। যখন ওয়ার্ডপ্রেস তার সর্বশেষ ভার্সন ৩.৫ রিলিজ করলো তখন আমিও আমার সাইটের ওয়ার্ডপ্রেস আপডেট করলাম। আপডেট করার পর বাধলো যত প্রকার ঝামেলা। যদিও ওয়ার্ডপ্রেস ৩.৫ এ নতুন অনেক কিছু যোগ হয়েছে তেমন আবার এর
কিছু সমস্যাও আছে। আমি আমার সাইটে যে থিম ব্যবহার করতাম তা কাজ করে না। এবং বেশ কয়েকটি প্লাগ ইন কাজ করে না। সাইটের এমন অবস্থা দেখে পড়লাম মহা টেকশনে। তখন গুগুল করে বেশ কয়েকটা সমাধান পেলাম। কিন্তু কোন মতেই কাজ হচ্চিল না। তার পর মাথায় একটা চিন্তা এলো এবং এই চিন্তা নিয়ে কাজ।

প্রয়োজনীয় উপকরণ :

১। যে ভার্সনে ডাউনগ্রেড করতে চান সেই ভার্সন (আমি ওয়ার্ডপ্রেস ৩.৪.১ ব্যাবহার করেছি এটি এখানে পাবেন)।

২। আর আপনার সাইটের সিপ্যানেল।

কাজের প্রনালি :

১। প্রথমে আপনার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন । তার পর প্লাগইন এ যান।

২। এবার আপনার সাইটে যতগুলো প্লাগইন ব্যবহার করেছেন তা সবগুলো ডিএকটিভ করে দিন।

৩। এবার আপনি আপনার সাইট থেকে Log Out দিয়ে বাইর হয়ে আসুন।

৪। এবার আপনি আপনার হোষ্টিং সিপ্যানেল এ গিয়ে সাইটের রুট ফোল্ডারে প্রবেশ করুন।

৫। এবার আপনি আপনার রুট ফোল্ডার হতে শুধু মাত্র wp-admin ও wp-includes ফোল্ডার ২ টি ডিলেট করুন।

বি : দ্র : কোন ক্রমেই আপনি wp-content ফোল্ডারটি ডিলেট করবেন না।

৬। এবার আপনি যে ভার্সনে ডাউনগ্রেড করতে চাইতেছেন সে ফাইলটি ডাউনলোড করুন। যদি আনার কাছে আগে থেকেই থাকে তাহলে ডাউনলোডের দরকার নাই। এবার ফাইলটি আনজিপ করে শুধু মাত্র wp-content দিয়ে আবার জিপ করুন।

৭। এবার আপনি আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করুন।

৮। আপলোড করার পর ফাইল গুলি আনজিপ করে আপনার সাইটের রুট ফোল্ডারে রাখুন । যদি কোন ফোল্ডারে থাকে তাহলে সেখান হতে বাইর করে সরাসরি রুট ফোল্ডারে রাখুন।

৯। এবার আপনি আপনার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করার চেষ্টা করুন। এখানে একটা মেসেজ দেখতে পাবেন সেখানে আপনি Update WordPress Database এ ক্লিক করুন।

১০। তার পর আবার একটা মেসেজ আসবে এখানে continue এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ হয়ে গেল আপনার ওয়ার্ড প্রেস ডাউনগ্রেড।

টিউনে যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। আর যদি সময় হয় তা হলে আমার ব্লগ টি তে একটু টু মারতে পারেন ।

Level 2

আমি নাজমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রজুক্তি সম্পর্কে জানতে চাই জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু মনে করবেন না।
দেখে মনে হচ্ছে আমার ব্লগ থেকে কপি করেছেন।
http://www.earnbd.net/how-to-downgrade-wordpress-manually/

হ্যাঁ কপি করা মনে হচ্ছে। বাট খুব ই দরকারি পোস্ট। লেখক ভাই কপি করে থাকলে পোস্ট র প্রথম বা লাস্ত এ একটা লিঙ্ক দিয়ে দিন আসল পোস্টের। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আরো বিস্তারিত আলোচনা করলে ভাল হত। যেমন ওয়ারডপ্রেস এ কি কি সমস্যা হয়, ইত্যাদি।

আর হ্যা, আপনার ব্লগ টি সুন্দর।