আপনার নিজের ইউআরএল শর্টেনার – ২

প্রথম পর্ব - আপনার নিজের ইউআরএল শর্টেনার – ১

প্রথম পর্বে আমরা কয়েকটি স্ক্রিপ্টের সাথে পরিচিত হয়েছি । আজ তাদের মধ্যে একটির ইনস্টলেশন দেখব । আমাদের স্ক্রিপ্টটি হচ্ছে Yourls ।

যা যা প্রয়োজন:

১. Php সমৃদ্ধ সার্ভার
২. MySQL ডেটাবেস সুবিধা
৩. একটি ডোমেইন বা সাব-ডোমেইন
৪. Yourls স্ক্রিপ্ট (ডাউনলোড করুন)
ইনস্টলেশন:

১. প্রথমেই কোন ডোমেইনে শর্টেনার চালাবেন তা ঠিক করে নিন । এবার আপনার হোস্টিং প্যানেলে যেয়ে এর জন্য একটি ডেটাবেস তৈরী করুন ।

২. এবার ডাউনলোড করা Yourls স্ক্রিপ্টের zip ফাইলটি extract করুন ।

৩. এবার extract কৃত ফোল্ডারের admin ফোল্ডারে যান ও config-sample.php ফাইলটি Notepad বা wordpad এ ওপেন করুন ।

৪. এখানে অনেকগুলো কোড দেখতে পাবেন । এগুলোর ভ্যালু আপনার সার্ভারের মান দিয়ে রিপ্লেস করুন । কি কি রিপ্লেস করতে হবে তার একটি তালিকা
দেয়া হল :

Values                        এখানে লিখতে হবে
dbuser                         আপনার database user name
dbpassword                 আপনার database user password
yourls                           আপনার database name
localhost                       আপনার database Host Name
http://site.com /       আপনার wesites address
username                   আপনার Admin username
username2                আপনার Admin2 username
password                   আপনার Admin password
password2                 আপনার Admin2 password

এগুলো পাল্টাতেই তাছাড়া আরো কিছু পাল্টাতে পারেন ।

৫. এবার ফাইলটি সেভ করুন ও ফাইলটি config.php তে রিনেম করুন ।

৬. এবার extract কৃত ফোল্ডারে আসুন ও sample-public-front-page.php.txt কে index.php তে রিনেম করুন । এটি আপনার হোমপেজ হবে তাই চাইলে এখানে কিছু পরিবর্তন করতে পারেন যেমন Website Title, Head, ইত্যাদি ।

৭. এবার এই ফোল্ডারের কমপোনেন্টগুলো নিয়ে একটি zip ফাইল বানান । অর্থাৎ এটি extract করলেই যাতে admin ফোল্ডার , index.php ফাইল সহ অন্যান্য ফাইল-ফোল্ডার গুলো দেখা যায় ।

৮. এবার এই zipটি আপনার হোস্টিংয়ে আপলোড ও extract করুন ।

এবার ওয়েব ব্রাউজারে সাইটটি ভিজিট করুন । সব কোড ঠিক থাকলে এখানে আপনার ইউআরএল শর্টেনার সার্ভিসটি দেখতে পাবেন । তা না হলে প্রতিটি স্টেপ আবার চেক করুন । নিরাপত্তার জন্য install.php ফাইলটি মুছে দিতে পারেন ।

বুঝতে সমস্যা হলে আরো পড়তে পারেন  http://howgeek.tk/how-to-make-own-url-shortener/

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ আরিফ নিজামী ভাই আপনার উপকারি একটি টিউনের জন্য। টিউনটি করে কি বিপদে পড়ে গেলেন ? পর্ব চালিয়ে জান কেউ মন্তব্য করুক আর না করুক দেখেন না এই পর্যন্ত ১৩৫ জন টিউনটি পড়েছে। তার মধ্যে কিছু লোকের উপকারেতে অবশ্যই আসছে টিউন করতে আশা করি কৃপনতা করবেন না মন্তব্যের জন্য কৃপনতা থাকতে পারে।

Level 0

সহমত।

Level 0

Dhur oita kono download link holo. Direct file ta din plz.