আপনার নিজের ইউআরএল শর্টেনার – ১

ইউআরএল শর্টেনার বানানো অনেক সোজা এর জন্য আপনার পিএইচপি ও MySQL সহ একটি ওয়েব হোস্টিং সার্ভার থাকা লাগবে । তাছাড়া যারা গুগল এ্যাপস ব্যবহার করেন তারা এগুলো ছাড়াই পেতে পারেন । এই পর্বে শর্টনার বানানোর ৫টি জটিল ওপেন সোর্স স্ক্রিপ্টের সাথে পরিচিত হব এবং আগামী পর্বে যেকোন একটির ইন্সটলেশন দেখাব ।

১.Kissa.be: এটি একটি পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এটি টেক্সট , মেইল , ইউ , ও ইমেজ এই চার ধরনের ইনপুট সাপোর্ট করে । এটি ইন্সটল করা সহজ এবং ব্যবহার করাও সহজ ।
Demo. Download.

২.TightURL: এটি ও পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এর বিশেষ ফিচার হল স্পেমমুক্তকরন সুবিধা । কোন ইউআরএল গ্রহনের আগে এটি ডেটাবেস পরীক্ষা করে নেয় ।
Demo. Download.

৩. PHPurl: এটি একটি সিম্পাল স্ক্রিপ্ট । এটি ইনস্টল করতে চাইলে এর সাথের দেয়া Read me ফাইল থেকে আরো বিস্তারিত জানতে পারবেন ।
Demo. Download.

৪. Yourls: এটি অন্যতম শ্রেষ্ট পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এটি প্রাইভেট , পাবলিক এমনকি ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবেও ব্যবহার করা যায় । এর অ্যাডমিন প্যানেল ও ভীষন শক্তিশালী ।
Demo. Download. WP plugin.

৫. Shorty: এটিও একটি শক্তিশালী পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এর এ্যাডমিন প্যানেল ও অনেক ভাল ।
Demo. Download.

আরো জানতে চাইলে http://cyberfi.co.tv/open-source-url-shotener-script/

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফেভারিট করে রাখলাম টিউনটা। ধন্যবাদ।

Level 0

আচ্ছা ভায়া, feed URL & bit_ly সর্ম্পকে বিস্তারিত একটা টিউন করতে পারেন?
ধন্যবাদ।

    bit.ly এর ব্যাপারে লেখার কিছু নাই । তবে দেখি bit.ly pro এর ব্যাপারে লেখা যায় কিনা …….

আমি গুগলের ইউ আর এল শর্টেনার ইউজ করি… পাবলিকলি ইউজ করা না গেলেও যারা ক্রোম ইউজ করে তারা সহজই পারবে…