এটি আমার প্রথম পোষ্ট ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে MS Office Outlook 2007 থেকে automatically Bcc send করবেন। অনেকে আছেন Cc or Bcc দিতে ভূলে যায় আবার কম্পানির সিকিউরিটি হিসেবে কোন একটি একাউন্টে সকল Employ দের সেন্ডকৃত মেইল গুলো জমা রাখা ভাল।
আসুন শুরু করা যাক...
প্রথমে MS Office Outlook 2007 ওপেন করুন এবং tools এ যান tools থেকে Macro - visual basic editor
এবার The outlook session এ ডাবল ক্লিক করুন এবং private sub ও end sub এর মাঝে কপি পেষ্ট করুন
Dim objRecip As Recipient Dim strMsg As String Dim res As Integer Dim strBcc As String On Error Resume Next ' #### USER OPTIONS #### ' address for Bcc -- must be SMTP address or resolvable ' to a name in the address book strBcc = "[email protected]" Set objRecip = Item.Recipients.Add(strBcc) objRecip.Type = olBCC If Not objRecip.Resolve Then strMsg = "Could not resolve the Bcc recipient. " & _ "Do you want still to send the message?" res = MsgBox(strMsg, vbYesNo + vbDefaultButton1, _ "Could Not Resolve Bcc Recipient") If res = vbNo Then Cancel = True End If End If Set objRecip = Nothing
এবার আপনার Bcc এর mail address টা দিন, আশাকরি কাজ হবে।
আমি ujjalbs। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।