যারা মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ ভার্সনে কাজ করেন তারা জানেন তাদের ফাইল .docx মুডে সেভ হয়। এই .docx ফাইলগুলো মাইক্রোসফট ওয়ার্ডের অন্যান্য ভার্সনগুলোতে ওপেন হয় না। এজন্য একটি কনভার্টার ডাউনলোড করতে পারেন। এটি এখান থেকে ডাউনলোড করুন। তারপর ইনষ্টল করুন। তারপর ফুল ভারসন বানানোর জন্য প্যাচ করুন। প্যাচ ফাইল ওখানেই পাবেন।
ব্যবহার পক্রিয়া
আপনার (.docx) ফাইলটি ডেক্সটপে রাখুন। তারপর C:\Program Files\docXConverter3\docXConverter.exe ফাইলটি ওপেন করুন।
তাহলে এরকম একটি উইন্ডো আসবে
এখানে আপনার (.docx) ফাইলটি ড্র্যাগ করে ছেড়ে দিন।
যেহেতু আপনি ডেমো সফটওয়ার ব্যবহার করছেন তাই এমন দেখাবে। কোন দিকে না তাকিয়ে Continue এ ক্লিক করুন।
তারপর আপনার ডকুমেন্টটি (.docx) থেকে (.doc) তে কনভার্ট হবে এবং কিছুক্ষণের মধ্যেই ওপেন হবে।
ও হ্যা একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তা হল যেহেতু এটা ডেমো প্রোগ্রাম তাই কনভার্ট করা প্রথম ডকুমেন্ট ফাইলের প্রথম পেজে নিচের চিত্রের মত থাকবে।
এটা কোন সমস্যাই না। চোক-কান বন্ধ করে সেটুকু ব্লক করে মুছে দিন। আর হ্যা ক্র্যাক ফাইল আছে ফুল ভার্সন বানানোর জন্য ওই ফোল্ডারেই!! তবে আমার অ্যাভাস্ট সেটাকে ভাইরাস বলে এলার্ট দিচ্ছে তাই আমি সে চেষ্টা করিনি। এটাই ভাল।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
🙂