ভিসতার এ ওয়ালপেপারটি তো নিশ্চই দেখেছেন। আসুন আমরা দেখি কিভাবে এটিকে ফটোসপে তৈরি করা যায়। প্রথমে ফটোসপে যে কোন একটি ন্যাচারাল ওয়ালপেপার ওপেন করুন। খেয়াল রাখবেন যেন এই ওয়ালপেপারে একাধিক কালার থাকে।
তারপর Filter>Blur>Gaussin Blur এ যান তারপর এখানে চিত্রের মত মান দিন।
তারপর একটি কালার ব্যালেন্স লেয়ার অ্যাড করার জন্য Layer > New Adjustment Layer এ গিয়ে Color Balance অ্যাড করুন।
এরপর কালার ব্যালেন্স করুন
এখন প্রয়োজনীয় ইফেক্ট বা শ্যাডো বা হালকা আলোকিত করার জন্য প্রয়োজনীয় অংশ লেসো টুলের সাহায্যে সিলেক্ট বা ব্লক করুন
তারপর যে কোন একটি soft white brush টুলের সাহায্যে নিচের অংশটুকু সামান্য আলোকিত করুন
তাহলে আপনার ইমেজ এমন হবে
একইভাবে সবগুলো করুন
এরপর নতুন লেয়ার তৈরি করে Horizontal Type Mask Tool ব্যবহার করে প্রয়োজনীয় টেক্সট লিখুন। এখানে উইন্ডোজ ভিসতা লেখা হয়েছে।
এখানে একটা জিনিস সতর্কতার সাথে করবেন তা হল নতুন লেয়ার
তারপর লেয়ার অপশন থেকে Bevel and Emboss ইফেক্ট দিন
দেখুন আপনার টেক্সট
কালার ব্যালেন্স করে নিচের দুটিও খুব সহজেই করতে পারবেন
উদাহারণ-১
উদাহারণ-২
সূত্র- আমার বাংলা ব্লগে পূর্ব প্রকাশিত
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
Joss লাগল রাসেল ভাই ।