এই পোষ্টটা দেখে এই পোষ্টটি করতে উদ্যত হলাম। দেখে আসুন একটা সফটওয়ার নিয়ে কেমন মাতামাতি অথচ সফটওয়ারটির লিংক দিয়ে দিলে কত সহজেই সবাই ডাউনলোড করে নিতে পারে। তো আসুন বকবক না করে কথায় আসি।
প্রথমে নামক CPAC ImagingPro এই সফটওয়ারটি ডাউনলোড করে নিন । ফুল ভার্সন। সিরিয়াল লাগবে না। আমি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেছি। এটা একটি পোর্টেবল সফটওয়ার ইনষ্টল করা লাগবে না।
তারপর আসুন ব্যবহারবিধি নিয়ে দেখি। এটার সাহায্যে আপনি ছবি স্মুথ করতে পারবেন কোনরকম গ্রাফিক্স জ্ঞান ছাড়াই। আসুন দেখি কিভাবে করে প্রথমে সফটওয়ারটি ওপেন করে যে কোন একটি ছবি ওপেন করুন। আমি আমার ছবি ওপেন করলাম। (আমার ছবি দেখে হাইসেন না প্লিজ!! কম্পিউটারে অন্য ছবি ছিল কিন্তু নিজের বিজ্ঞাপন দেখানোর এই সুযোগটুকু মিস করলাম না!!)
তারপর Select Tool দিয়ে চিত্রের মত শুধুমাত্র ফেস এর অংশটুকু ব্লক বা সিলেক্ট করে নিন। এটা কিবোর্ড থেকে Ctrl+S চাপলে সক্রিয় হবে।
তারপর Erase Select Tool এর সাহায্যে চোখ ও মুখের স্থানে ডিসিলেক্ট করুন। এটা কিবোর্ড থেকে Ctrl+E চাপলে সক্রিয় হবে।
তারপর Step 1 এর Natural সিলেক্ট করুন তারপর Fine skin এবং সব শেষে Go to step ২ এ ক্লিক করুন।
দেখুন ছবির অবস্থা !!!
এরপর আপনি MAKE UP থেকে ব্রাশ টুলের সাহায্যে ছবিকে ইচ্ছে মত ফর্সা করতে পারেন শুধুমাত্র ড্র্যাগ করেই!! যেমনটা আমি করেছি!!
হা হা!!! আমার ছবিটা কত সুন্দর ফর্সা হয়ে গেছে ফেয়ার অ্যান্ড লাভলি না ব্যবহার করেই!!!
তো আপনারাও শুরু করুন!!
ফলাফল
আবারও বলছি আমার ছবি দিয়েছি বলে হাসবেননা যেন!!!!!
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
দারুন… keep Rocking