আপনার অনেকেই mig33 নাম শুনে থাবেন। আমার এ নিয়ে তেমন লিখার কোন আগ্রহ ছিল না। কারণ অনেকেই এর ব্যবহার জানেন। কিন্তু আমার একটা ফ্রেন্ড mig33 নাম শুনে ছিল, কিন্তু সে তার ব্যবহার জানত না। তাই আমার মনে হলো এরকম তো অনেকেরও অজানা থাকতে পারে, তাই এই লিখা। যা হোক মূল কথাই আসি। mig33 প্রধান সুবিধা হল এখান থেকে chat করা যায়। এছাড়া আরো ২টি সুবিধা রয়েছে, আর তা হলো কল করা যায় এবং এস এম এস পাঠানো যায়। এই দুইটি সুবিধা পাবেন আপনি ইভাইটেশন করার মাধ্যমে। আপনি সেখান থেকে যত জনকে ইভাইটেশন পাঠাবেন, প্রতি একজন আপনার ইভাইটেশন গ্রহন করার মাধ্যমে আপনার একাউন্টে ৳১০ সেন্ট করে জমা হবে। যা আমাদের টাকার ৬ টাকা মত হয়। এভাবে যত জন আপনার ইনভাইট গ্রহন করবে, ততো বারই ৬ টাকা করে জমা হতে থাবে। এই টাকা দিয়ে আপনি কল এবং এস এম এস পাঠাতে পারবেন। তবে কল করার চাইতে আমি এস এম এস টায় বেশি পছন্দ করি। আর এখান থেকে এস এম এস পাঠালে এস এম এস প্রাপ্ত ব্যক্তির কাছে নিজের নাম্বরটিই দেখায়, যা কম্পিউটার থেকে অন্য সকল এস এম এস এর সাইট গুলো থেকে পাঠালে হয় না।
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকলেই এক ভাবে একটা বিষয় দেখে? না কক্ষনো, সবাই সবার নিজের মত করে দেখে, যা অধিকাংশই ভিন্ন
🙁