এবার আপনার ড্রাইভ গুলোকে পাসওয়ার্ড প্রটেকেক্ট করুন কোন সফটওয়্যার ছাড়া [আপডেট]

যারা উইন্ডোজ ব্যবহার করেন টিউন টি শুধু মাত্র তাদের জন্য!

উইন্ডোজ ব্যাবহার কারিরা প্রায় সবাই উইন্ডোজ লগিন পাসওয়ার্ড কিভাবে করতে হয় তা মনে হয় জানে। কিন্তু দেখা যায় অফিস বা আপনার পারসনাল পিসি তে বিভিন্ন কারনে লগিন করে দিতে হয় বা আপনার পাসওয়ার্ড বলে দিতে হয়, বাস এবার আপনার পারসনাল বলে কিছু নাই। আপনি compress zipper বা win rar ব্যাবহার করে আপনার ফাইল গুলো পাসওয়ার্ড প্রটেকেক্ট করতে পারেন কিন্তু এতে সমস্যাটা   হচ্ছে এটা হতে এক্তু সময় লাগে আর ফাইল এর সাইজ যদি অনেক বড় হয়! ধরুন সেটা যদি হয় আপনার একটা ফুল ড্রাইভ [৩০GB]।

হা আপনি চাইলে আপনার  ড্রাইভ গুলোকে পাসওয়ার্ড প্রটেকেক্ট করতে পারেন,

এ জন্য যা লাগবেঃ

  • Notepad,
  • Command Prompt(CMD)

যেভাবে করবেনঃ

আপনার প্রয়জনিয় ফাইল গুলো কে একটি ফাইল এ স্টোর করুন/ আপনার ড্রাইভ এর সকল ডাটা একটি ফাইলে নিন,

এবার start>>run এ জান এবং টাইপ করুন cmd

এখন আপনি যে ড্রাইভ এ ডাটা গুলো রেখেছেন সেই ড্রাইভ টাইপ করুন এবং ":" (কোলন) দিন এবার Enter চাপুন, আপনি আপনার টাইপকৃত ড্রাইভ এ প্রবেস করেছেন

এবার লিখুন attrib Rifat +s +h (Rifat-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)

এখুন আপনার ফাইল টা এখন আর অই ড্রাইভ এ নেই

এবার Notepad open করুন এবং লিখুন

@echo off
set pass=আপনার পসন্দ মত পাসস্বরড দিন
echo Please Enter Password
set /p ui=
if %ui%==%pass% (goto open)
echo Wrong Password
pause
exit
: open
start Rifat(Rifat-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)
কোড টি ডাউনলড করুন

এবার এটীকে .bat ফাইল হিসেবে উক্ত ড্রাইভ এ সেভ করুন

এবার একটি শর্টকাট ক্রিয়েট করুন

যদি cmd close করে থাকেন তাহলে আবার ওপেন করুন ড্রাইভ লিখুন এবার লিখুন

attrib Fiels.bat +s +h (Fiels-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)

দেখুন আপনার ড্রাইভ এ শুধু অই শর্টকাট ছাড়া আর কিছু নাই!!আপনি যখন এই শর্টকাট এ ক্লিক করবেন একটি Command Prompt

আপনাকে পাসস্বরড দিতে বলবে পাসস্বরড দিলে নতুন একটা উইন্ডোজ এ আপনার ফাইল গুলো শো করবে, তবে এখানে একটা সমস্যা আছে সেটা হল যেকেউ যদি .bat ফাইল টা কে এডিট করে তাহলে সে আপনার পাসস্বরড জেনে যাবে। এবার এই সুবিধা টা বন্থ করতে আপনাকে যা করতে হবে ঃ-

এবার অই শর্টকাট এর উপর করসার রেখে রাইট বাটন এ ক্লিক করুন "সেন্ট টু কম্প্রেস " নির্বাচন করুন

এবার কম্প্রেস ফাইল টা ওপেন করুন রাইট বাতন এ ক্লিক করুন "অ্যাড পাসস্বরড" এ ক্লিক করুন আপনার পাসস্বরড দিন বাস আপনার কাজ শেষ ।

এখানে একটু সমস্যা আছে। তা হলো ঐ পিসিতে যদি winrar soft instal করা থাকে তাহলে এই পদ্ধতি কাজ দেবে না তাছাড়া যদি উইন্ডোজ সেভেন ও হয় তাহলেও এই পদ্ধতিতে জিপ ফাইলে পাসওয়ার্ড দেয়া যাবে না

এ জন্য জা করতে হবেঃ 

অই শর্টকাট এর উপর করসার রেখে রাইট বাটন এ ক্লিক করুন "add to archive" নির্বাচন করুন

এখন নিচের মত উইন্ডো আসবে, এবারে Advanced এ ক্লিক করুন এখন আপনার হাতের ডান পাশে Set password বাটন এ ক্লিক করুন এবং পাসস্বরড দিন ।

এরপর থেকে যে কেউ আপনার কম্পিউটার এর কোন ড্রাইভ এ ডুকলে সে শুদু অই কম্প্রেস ফাইল দেখতে পারবে কম্প্রেস ফাইল ওপেন করে .bat ফাইল টা তে ক্লিক করে পাসওয়ার্ড চাইবে

পাসস্বরড দিলে .bat ফাইল টা ওপেন হবে এবার Notepad এ যে পাসস্বরড দিয়েছিলেন টা দিন এবং এন্টার চাপুন।

  • আমি টেকটিউন এ পোস্ট আগে পাইনাই যদি কারো সাথে মিলে যায় তাহলে তা একান্ত কাকতালীয়, আমার বাংলা লিখতে এক্তু সমস্যা হয় তাই বানান ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
  • টিউন সঙ্কারন্ত কোন অভিজক/অনুরধ/কোথাও না বুজলে কমেন্ট করে জানাবেন
  • সময় নিয়ে টিউন টি পরার জন্য অনেক ধন্যবাদ

Level 0

আমি Rifat ul alom। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tricks.

অনেক ধন্যবাদ রিফাত ভাই। সুন্দর টিউন করেছেন। আশা করি আগামীতে আরো সুন্দর টিউন উপহার দেবেন আমাদের আর তখন আপনার বাংলায় লেখার সমস্যাটুকো কাটিয়ে উঠবেন। ধন্যবাদ।

Level 0

সুন্দর ট্রিক্স .

Level 0

ভালো তবে বেশ জটিল!

    @Roman Khan: আমি জানি এই প্রক্রিয়াটা এক্তু জটিল, যেহেতু আপনি কন সফট ছাড়া কাজটি করসেন সেহেতু এক্তু ত কস্ট করতেই হবে!!

ড্রাইভে রাইট বাটন ক্লিক তরে BitLocker দিয়ে এই কাজটি করা যায়। অন্য কিছুই করতে হয়না। তবে এটা Win7 ও Win8 এ হয়।
কেউ কি বলতে পারবেন এভাবে পাসওয়ার্ড দিলে কিভাবে আনলক করা যায়? হেল্প প্লিজ।

রিফাত ভাই আবারো আপানাকে বিরক্ত করতে হলো। আমি হাতে কলমে করতে গিয়ে দেখলাম আপনার পদ্ধতির বর্ণনায় একটু ত্রুটি আছে সেটুকো সংশোধনের ব্যবস্থা করুন নয়তো আমার মতো অল্পজানা মানুষ সমস্যায় পরবে।

যদি cmd close করে থাকেন তাহলে আবার ওপেন করুন ড্রাইভ লিখুন এবার লিখুন
attrib Rifat.bat +s +h (Rifat-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)

ভাই এখানে Rifat.bat না হয়ে হবে Fiels.bat কারণ আপনি টিউনে এই নামেই ব্যাচ ফাইল তৈরী করেছেন। Rifat.bat নামে নয়।(Rifat ছিলো আপনার ফোল্ডারের নাম যেটি কে এর পূর্বের কমান্ডেই হাইড করা হয়েছে)

এবার কম্প্রেস ফাইল টা ওপেন করুন রাইট বাতন এ ক্লিক করুন “অ্যাড পাসস্বরড” এ ক্লিক করুন আপনার পাসস্বরড দিন বাস আপনার কাজ শেষ ।

এখানে একটু সমস্যা আছে। তা হলো ঐ পিসিতে যদি winrar soft instal করা থাকে তাহলে এই পদ্ধতি কাজ দেবে না তাছাড়া যদি উইন্ডোজ সেভেন ও হয় তাহলেও এই পদ্ধতিতে জিপ ফাইলে পাসওয়ার্ড দেয়া যাবে না। আশা করি আগামীতে জিপ ফাইলে পাসওয়ার্ড দেবার বিষয়টি আরেকটু বিস্তারিতো করে টিউনটি আপডেট করে দেবেন।

সবশেষে টিউনের জন্য ধন্যবাদ (ফিডব্যাক পদ্ধতিটি শতভাগ কার্যকর আমি নিজে করে দেখলাম)

বেশ জটিল!

    @muhsinbinamin: হুম একটু জটিল বটে! তবে ১০০% কাজ করবে ইনশাল্লাহ। ট্রাই করে দেখতে পারেন
    টিউমেন্ট এর জন্য ধন্যবাদ ।

Level 0

vaiya jotil hoyese. apnake onek onek Thanks. ami apply koresi. but ami jodi ai system ta off korte chai, then ki korte hobe? kindly janaben. Thanks again.

attrib Rifat -s -h (Rifat-এর স্থানে আপনার ফাইল লোকেশন টা দিন , তার মানে আপনার ফাইল যে নামে আছে তার নাম টা দিন)

দুঃখিত বিলম্বিত উত্তর এর জন্য