কিভাবে খুঁজে পাবেন “High Actual PageRank” ওয়েবসাইট !!! অফপেজ এসইও টিপস।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই আশা করি ভালো আছেন। আজ আমি ব্যাকলিংক বিল্ডিং এর একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো। যেখানে এই বিষয়টি নিয়ে কিছু ওয়েব মাষ্টার বিশেষ  যারা নতুন ফ্রিল্যান্সার তারা চিন্তিত থাকেন। হ্যাঁ আমি Actual PageRank কথা বলছি। যারা এখন ও জানেন না Actual PageRank কি তাদেরকে বলছিঃ

Actual PageRank কি

আসলে  Actual PageRank বলতে যা বোঝায় তাহলো, একটি নির্দিষ্ট পেজ বা পোষ্টের পেজরেংক। এখানে আমরা অনেকেই ভুল করি, কোন বায়ার যখন বলে যে তার কিছু Actual PageRank  ২ বা ৩ থেকে ব্যাকলিংক লাগবে তখন অনেকেই ভাবে যে, যে সকল ওয়েবসাইটের  পেজরেংক ২,৩ সে সব সাইটে ব্যাকলিংক করতে হবে। ওয়েবসাইটের হোমপেজ আর ঐ ওয়েবসাইটের অন্য পেজের পেজ রেংক আলাদা আলাদা হয়ে থাকে, যেমন আপনি যদি techtunes.io এর পেজ রেংক দেখেন তাহলে দেখবেন এর পেজ রেংক ৪, কিন্তু অন্য কোন পেজে এ গেলে দেখবেন তাদের পেজ রেংক ০. তাই যদি আপনাকে বায়ার বলতো যে পেজ রেংক ৪ এর ব্যাকলিংক লাগবে তাহলে আপনাকে এর অবশ্যই টেকটিউন এর techtunes.io হোম পেজেই ব্যাকলিংক করতে হবে, অন্য কোন পেইজ এ যদি করে থাকেন তাহলে ঐ পেজ এর যে পেজরেংক সেটাই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি মূল কথায়, কিভাবে পাবেন এই ধরনের হাই পেজরেংক এর ব্যাকলিংক? আশা করি নিচের পদ্ধতি অনুসারন করলে আপনি ও খুজে পাবেন সেই কাঙ্ক্ষিত “High Actual Page Rank “ ।

যা যা লাগবেঃ

এই কাজ করার জন্য ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করা ভালো, আর লাগবেঃ ১. SEO quake addons  (ডাউনলোড লিংক) ২. Search Status Add Ons  (ডাউনলোড লিংক) ৩. ডু ফোলো ব্লগ খোঁজার জন্যঃ  http://www.datasystemsplus.net/keywordluv-search-engine/http://www.commentluv.com/buy-commentluv-premium/commentluv-global-search-engine/ উপরের সব এড অন ডাউনলোড করে ইন্সটল করে নিবেন, এখানে SEO quake addons এ আমাদের শুধুমাত্র PageRank, Link Index, Alexa Rank এই প্যারামিটার গুলো থাকলেই চলবে, আর সব অপ্রয়োজনীয় প্যারামিটার বাদ দেয়ার জন্য প্রথমে SEO quake addons  এর Settings থেকে প্রথমে  Preference এ যান, তারপর   Parameters   থেকে যেসকল অপশন বাদ দেয়া দরকার সেগুল থেকে টিক তুলে দিন। আর Search Status Add Ons  একটিভ করার জন্য ব্রাউজারের টাস্ক বার এ রাইট ক্লিক করে Addons Bar এ ক্লিক করুন।

কিভাবে ডু-ফোলো একচুয়াল  হাই পেজরেংক পেজ খুঁজবেন?

এর জন্য প্রথমে আপনাকে একটি ভালমানের ডু-ফলো ওয়েবসাইট খুজতে হবে আর এর জন্য প্রথমে এই লিংক এ যান,

  • এর পর আপনি আপনার সাইট বা কী ওয়ার্ড এর দিয়ে সার্চ করুন।
  • তাহলে এখন আপনি বেশ কয়েকটি ওয়েবসাইট পাবেন, যেমন আমি WordPress লিখে সার্চ করলাম এবং একটি ওয়েবসাইট পেলাম http://www.iblogzone.com নামে।
  • এবার আসি গুগল সার্চ ইঞ্জিন এ। Google এ টাইপ করি site: http://www.iblogzone.com  ।
  • তাহলে ঐ ব্লগ এর যত গুলো পেজ গুগল এ ইনডেক্স করা আছে সব চলে আসবে
  • সাধারণত গুগল প্রথম পেজ এ ১০টি করে রেজাল্ট দেখায়, কিন্তু ১০ টি করে লিংক চেক করতে করতে অনেক সময় লেগে যাবে। তাই আমাদেরকে প্রতি পেজে যাতে করে ১০০ টি রেজাল্ট দেখানো যায় সে ব্যাবস্থা করতে হবে
  • আর এর জন্য প্রথমে সার্চ এর সেটিং এ যেতে হবে Search Settings  এ।

  •  এবার সেটিং পেজে যেখানে Google Instant predictions আছে সেখানে When should we show you results as you type? থেকে Never show Instant results সিলেক্ট করে দিন এবং Results per page এ ১০ থেকে ১০০ করে Save দিয়ে বের হয়ে আসুন

  • এবার তাহলে আপনার প্রতি পেজ এ ১০০টি করে রেজাল্ট আসবে।
  • এখন কিছুক্ষণ অপেক্ষা করুন SEO quake addons  এর সময়ের মধ্যে সকল পেজ এর ডাটা লোড করে নিবে, এর পর সম্পূর্ণ লোড হয়ে গেল এমন দেখাবে,

  • SEO quake addons  এর প্রধান কাজ হল সার্চ রেজাল্ট এ যে পেজ আসে সেই পেজ এর সকল ডাটা যেমন পেজরেংক, ব্যাকলিংক ইত্যাদি দেখানো, এখন আমাদের প্রধান কাজটি করতে হবে।
  • এর জন্য আমাদের SEO quake addons  এড অন্স এ সর্ট করার অপশনকে কাজে লাগাতে হবে, নিচের ছবির মতো চিন্হতে ক্লিক করুন

  • এর ফলে আপনার ১০০ টি রেজাল্ট এর মধ্যে পেজ রেংক গুলো উপর থেকে নিচে মানে ১০ থেকে ০ এভাবে সর্ট বা সাজানো হয়ে যাবে, অর্থাৎ আপনার ঐ সার্চ রেজাল্ট এর মধ্যে যার পেজ রেংক বেশি সেই পেজ একদম প্রথমে চলে আসবে, আর বিশ্বাস না হলে নিজেই দেখুন !!

তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন কিভাবে High Actual Page Rank খুজে বের করবেন, আর ঠিক একই ভাবে শুধু ব্লগ নয় আপনি ইচ্ছা করলে ফোরাম, সোসিয়াল বুকমার্ক সহ সব ধরনের ওয়েবসাইট এর মধ্যে যেই পেজ এর পেজ রেংক বেশি সেটা অনায়াসে বের করতে পারবেন, আর একটা কথা ভালো বা বেশি একচুয়াল হাই পেজরেংক বের করার জন্য অবশ্যই এমন একটি ওয়েবসাইটকে বেছে নিবেন যার পেজরেংক ৩ এর উপর, যাদের মোটামুটি ১,০০০ এর উপরে পেজ ইনডেক্স আছে গুগলে। তাহলে এই ধরনের পেজ পাওয়ার সম্ভবনা বেশি, আশা করি আপনাদের কাজে লাগবে আমার এই পোস্টটি । ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে চেস্টা করবেন ধন্যবাদ । আর এসইও নিয়ে আপনার যেকোনো কিছু জানার জন্য বা আপনাদের এসইও সমস্যার জানানোর জন্য যোগ দিন বাংলাদেশের সবচেয়ে বড় এসইও নিয়ে গ্রুপ “ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিডি” তে।

তাছাড়া রয়েছে বিশ্বের সর্ব প্রথম শুধুমাত্র বাংলায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ওয়েব সাইট WEB SEO Guide এ । যেখানে আপনি সবধরনের এসইও  টিউটোরিয়াল পাবেন একদম বাংলায় ।

আর কিছুদিনের মধ্যে “ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিডি” তে শুরু হচ্ছে অনলাইন এসইও এর উপর ধারাবাহিক ভাবে প্রশ্ন উত্তর পর্ব, এসই ও এর তৃণমূল থেকে শুরু করে এডভান্স এসইও নিয়ে আলোচনা করা হবে, যেখানে সিলেবাস অনুযায়ী একটি বিষয় নিয়ে ডক ফাইল প্রকাশ করা হবে এবং SEO BD এর সকল মেম্বারা সেখানে কমেন্ট এর মাধ্যমে ঐ বিষয়ের উপর তাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করতে পারবেন এবং সপ্তাহের যেদিন ক্লাশ অনুষ্ঠিত হবে সেদিন ঐ সকল প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আর এতে অংশ নিবেন অভিজ্ঞ এসইও এক্সপার্টগন। যা নতুনদের জন্য খুবই ভালো হবে বলে মনে করি। আশা করছি কেউ মিস করবেন না  🙂

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বহুদিন পরে এসইও টিউন নিয়ে 🙂 নিয়মিত টিউন করবে আশাকরি সজীব

ভাল লাগলো ভাই । এসইও র কিছু পেলে খুব মজা করে পড়ি কেননা আমার এসইও অনেক ভাল লাগে । একমাত্র এই একটি জিনিসি প্রতিনিয়ত পরিবর্তনশীল । তাই নতুন কিছু এলে জানার জন্য উৎসুক হয়ে থাকি । আশা করি নিয়মিত আপনার থেকে এসইও পোস্ট পাব ।

অনেক দিন পর। চালিয়ে যাবেন অবশ্যই।

Level 0

VERY GOOD, CARRY ON BROTHER.

sojib vai ……..nice tune…

Level 0

ভাই, খুব ভাল লাগল আপনার লেখা।

Level 0

ভাল হইছে সজীব ভাই. আপনার সাথে আছি.

সজিব ভাই, শুরু থেকেই আপনার টিউনের ফ্যান ছিলাম। অনেক দিন ধরে টেকে ছিলাম না। যাইহক অসাধারন টিউন। পুরাতনরা (শাকিল আরেফিন, হাসিব) ভাই এখন আর আগের মত টিউন করে না। So many Thanks for this awesome tune.

Level 0

awesome tune । সজীব ভাই আমি কয়েকটা বড় ধরনের সমস্যায় আছি আমি পয়েন্ট আকারে দিছি আসা করি মনোযোগ দিয়ে পড়ে উত্তর দিবেন।
১। আমি একটা ব্লগস্পট এ ওয়েবসাইট বানাইছি, ” সফটওয়্যার এবং গেমস ” রিলেটেড । কিন্তু আমি প্রথমে নিজের নামেই ওয়েবসাইট টা বানাইছি। কিন্তু অনেকে বলতেসে যে ভাল SEO করার জন্য ডোমেইন নেম টা জরুরি । আমার কথা হচ্ছে ভাল SEO করার জন্য ডোমেইন মেন আর টাইটেল এর গুরুত্ত টা একটু বলবেন।
২। Dofollw backlick বুজবো কিভাবে ?

Excellen post. Thanks vi http://hotmodelnew.blogspot.com

Level 0

SEO Expert hote parle oDesk er moto site gulo theke kirokom earning hote pare?? ami online earning a matro paa baralam…sopno holo 2 years er vitor ekjon successfull freelancer howa 🙂 dowa korben..

@tariqul Islam: eitar kono page rank nai…ba eita ketre page rank projojo na..