এর আগে ফটোসপের ব্রাশ সম্পর্কে পরিচিত হয়েছেন। আজ পরিচিত হব ফটোসপের ষ্টাইল সম্পর্কে। ষ্টাইল আপনার কাজকে আরও নিখুত ও গতিময় করবে। ষ্টাইল ব্যবহারকরে আপনি সহজেই বিভিন্ন ধরনের টেক্সট ডিজাইন করতে পারেন।
আসলে ষ্টাইল হল অনেকগুলো কাজের প্যাকেজ। এতে আপনি এক ক্লিকেই আপনার টেক্সট ডিজাইন করতে পারবেন।
ষ্টাইল এবং গ্রিডেন্ট একইভাবে কাজ করে এখানে ষ্টাইল নিয়ে বলা হয়েছে। আপনারা গ্রিডেন্ট ও একইভাবে ব্যবহার করতে পারবেন ফটোসপের গ্রিডেন্ট টুলের সাহায্যে।
শুধু ষ্টাইল সম্পর্কে জানলে তো হবে না। ষ্টাইল ব্যবহার করতে জানতে হবে। প্রথমেই জেনে নিই ষ্টাইল এর অবস্থান। ষ্টাইল বার স্ক্রিনে আনতে ফটোসপের Window>Styles এ যান এরকম একটি বার চলে আসবে
এই বারে আরও দুইটি ট্যাব আছে নিচে দুইটির বর্ণনা দেওয়া হল
ধরুন আপনি এখন একটি টেক্সট এ ষ্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছেন এর জন্য আপনাকে আহামরি কিছুই করা লাগবে না। শুধু টাইপ টুলের সাহায্যে আপনার টেক্সট লিখুন আমি লিখলাম আমার নাম
তারপর সিম্পলি আপনার লেখা ব্লক করে ষ্টাইলবার এর ষ্টাইলে ১টি ক্লিক করুন
তারপর দেখুন আপনার টেক্সট এর অবস্থা
দেখলেন তো কত সহজে ষ্টাইল দিয়ে আপনি আপনার টেক্সট ডিজাইন করতে পারছেন। এজন্য আপনাকে কিন্তু ফটোসপে অভিজ্ঞ হওয়া লাগবে না। এখানে আমি শুধু টেক্সট এ ষ্টাইল ব্যবহার করা দেখিয়েছি। ইচ্ছা করলে আপনি লেসো টুল, মারকিউরিক টুল, ইপিটিকাল টুল ইত্যাদির সাহয্যে প্রয়োজনীয় অংশ ব্লক/সিলেক্ট করে বিভিন্ন ডিজাইন করতে পারেন।
ইন্টারনেট থেকে ডাউনলোড করা ষ্টাইল ব্যবহার করা
অনেকে ইন্টারনেট থেকে ষ্টাইল ডাউনলোড করেন। আবার বাজারে ষ্টাইল এর সিডিও কিনতে পাওয়া যায়। ষ্টাইল তিনভাবে ব্যবহার করা যায়। নিচে তার বর্ণনা দেওয়া হল
বিভিন্ন ষ্টাইল ইন্টারনেটে পাওয়া যায়। তার মধ্যে কিছু জনপ্রিয় ষ্টাইলের নাম ও ডাউনলোড লিংক নিচে দেওয়া হল। ডাউনলোড করে ব্যবহার করুন। যাদের ইন্টারনেট স্পিড কম তাদের জ্ঞাতার্থে বলছি ষ্টাইলের ফাইলগুলো খুব ছোট আকৃতির হয় বড় জোর ২০ কিলোবাইট।
এবার আসি কিছু গ্রিডেন্ট নিয়ে
ইন্টারনেটে সার্চ করলে আরও পাবেন
চিত্র নং-১
চিত্র নং-২
চিত্র নং-৩
চিত্র নং-৪
চিত্র নং-৫
চিত্র নং-৬
এগুলো করতে আপনার এক মিনিটের ও কম সময় লাগবে
পরবর্তীতে আশাকরি কিভাবে নিজে ষ্টাইল তৈরি করবেন তা দেখাব। আমার পোষ্ট ভাল লাগলে প্লিজ কমেন্ট করবেন। কারন কমেন্টই পরবর্তী পোষ্ট করার অনুপ্রেরণা যোগায়।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ধন্যবাদ ভাই