ফটোসপে বিভিন্ন ইফেক্ট তৈরি করা যায়! এর আগে গ্রহ-উপগ্রহের ছবি ফটোসপে তৈরি করুন নামে একটি পোষ্ট করেছিলাম। আপনারা হয়ত তৈরি করতে পেরেছেন। আজ দেখাব কিভাবে আরেকটি ইফেক্ট তৈরি করবেন।
প্রথমে ফটেসপ ওপেন করে নতুন ফাইল নিন। মাপ দিন 500×500 এবং রেজুলেশন- ৭২। তারপর নতুন লেয়ার তৈরি করে ROUND shape টুল দিয়ে একটি বৃত্ত আকান। তারপর Filter » Render » 3D Transform. এ যান।
এখানে নিচের মত মান বসিয়ে ওকে করুন।
এখন প্রথমে লেয়ার কপি করে নিয়েছিলেন বলে এখানে দুটো লেয়ার তৈরি হয়েছে এবং আপনার ইমেজ এমন হয়েছে
এখন আপনি দ্বিতীয় লেয়ারের একটা কপি করুন। তারপর লেয়ারটাকে হাইড করুন। এবং বাকী লেয়ার দুটোকে মার্জ ভিজিবল করুন। লেয়ার হাইড যারা করতে পারেন না তারা লেয়ারের পাশে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। লেয়ারের পাশে ক্লিক করলে চোখ আইকন আসলে লেয়ার ভিজিবল হয় এবং চোখ উঠে গেলে হাইড হয়।
>>
তারপর Filter » Distort » Polar Co-ordinates এ যান। আপনার ইমেজ এমন হবে
তারপর Image » Rotate Canvas এ গিয়ে ৯০ ডিগ্রী করুন
তারপর Filter » Stylize » Wind: Method: এ করুন Wind. Direction
Image » Rotate Canvas » 90CCW
তারপর Filter » Distort » Polar Co-ordinates এ গিয়ে Rectangular to Polar সেট করুন আপনার ইমেজ হয়ত এমন হয়েছে
তারপর Filter » Distort » Ocean Ripple এ যান
তারপর eliptical marquee টুল দিয়ে ব্লক করুন এবং Select » Inverse এ Select » Feather এ ৫ মান দিন
তারপর Filter » Blur » Radial Blur এ যান এবং নিচের মত মান বসান
আপনার ইমেজ এমন হবে
তারপর Filter » Sharpen » Unsharp Mask.এ Amount: 500%. Radius: 5. Threshold: 35 সেট করুন
আপনার মনে আছে তো প্রথমে একটা লেয়ার কপি করে রেখেছিলাম তারপর মার্জ করে রেখে দিয়েছিলাম। না মনে না থাকলে নিচে দেখুন
তারপর Filter » Blur » Radial Blur. এ আগের মত মান দিন। তারপর Filter » Distort » Ocean Ripple: এ Ripple size to 15, এবং Magintude to 20 সেট করুন
অভিজ্ঞ অনেকের মনে হয়ত প্রশ্ন জাগতে পারে প্রথমে লেয়ার কপি করে রাখার বিশেষ কারন কি? আসলে প্রথমে লেয়ার কপি করে রাখলে পরে মডিফাই করে আপনার ইমেজকে বিভিন্ন রূপ দেওয়া যায়। যেমন কালার ব্যালেন্স করে উপরের ইমেজকে নিচের গুলোর মত করা যায়
উদাহারণ নং-১
উদাহারণ নং-২
উদাহারণ নং-৩
উদাহারণ নং-৪
আশাকরি পেরেছেন।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
আসাধারণ।