ফটোসপে ওয়ালপেপার তৈরি করুন। আজ আমরা তৈরি করব।
ফটোসপে গিয়ে একটা নতুন ফাইল নিন 1920×1200px/72ppi মাপের। তারপর Gradient Tool এ ক্লিক করুন বা কিবোর্ড থেকে G চাপুন।
ষ্ট্যান্ডার্ড টুলবারে দেখবেন এই বার চলে এসেছে তারপর এখান থেকে গ্রিডেন্ট এ ক্লিক করলেই নিচের অপশন চলে আসবে এখানে Foreground to Transparent টা সিলেক্ট করুন।
আপনার ইমেজ এমন হবে
তারপর Filter>Distort>Wave এ গিয়ে চিত্রের মতকরে মান বসান
আপনার ইমেজ এমন হবে
লেয়ার কপি করে Layer Styleএর Inner Shadow এবং Gradient Overlay: নিচের চিত্রের মত করে দিন।
নিচের চিত্রের মত করে Gradient দেবার চেষ্টা করুন এরকম না হলেও ক্ষতি নেই
দেখুন তো
এরপর নতুন লেয়ার তৈরি করে লেয়ার প্যানেলে Paint Bucket Tool (G) এর সাহায্যে ড্র্যাগ করুন। তাহলে আপনার ইমেজ এমন হবে
আবার লেয়ার কপি করে Edit>Transform>Flip Vertical এ যান
তারপর Brush Tool (B) ৫০% অপাসিটিতে সিলেক্ট করে প্রয়োগ করুন
তাহলে এমন হবে
এরপর উপরে একটা শ্যাডো তৈরি করার জন্য আমরা আবার Foreground to Transparent শ্যাডো সিলেক্ট করব এজন্য Gradient Tool এ ক্লিক করুন বা কিবোর্ড থেকে G চাপুন।
ষ্ট্যান্ডার্ড টুলবারে দেখবেন এই বার চলে এসেছে তারপর এখান থেকে গ্রিডেন্ট এ ক্লিক করলেই নিচের অপশন চলে আসবে এখানে Foreground to Transparent টা সিলেক্ট করুন।
তাহলে উপরে শ্যাডো তৈরি হবে
তারপর আবার Filter>Distort>Wave যান এবং চিত্রের মত মান বসান
আপনার ইমেজ এমন হবে
শেষবার যে কাজটুকু করলাম অর্থাৎ উপরে শ্যাডো দিয়ে ওয়েভ করলাম তার লেয়ার কপি করুন। তারপর লেয়ার প্যালেটে শিফট ধরে মাউস ক্লিক করে ভার্টিকালি দুইটি লেয়ার এক করুন। তারপর মার্জ ডাউন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+E চাপুন।
Ctrl+T চেপে এটাকে ছোট করুন
তারপর লেয়ার কপি করে Layer Style এ নিচের কাজগুলো করুন
Outer Glow
Inner Glow
Gradient Overlay
Gradient Editor
দেখুন আপনার ইমেজ তাহলে কেমন হবে
নিচের চিত্রের মত লেয়ার প্যলেট থেকে adjustment layer > Curves এ যান
এমন করে মাপ দিন
কোন পরিবর্তন হয়েছে কিনা দেখুন
এরপর Rectangular Marquee Tool (M) এর সাহায্যে নিচের মত ব্লক করে সাদা রং দিন
তারপর ওয়েভ দেওয়ার জন্য Filter>Distort>Wave filter এ যান
তাহলে দেখুন তো কেমন হলো ----
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
সুন্দর, সাবলিল