ASP .NET টিউটরিয়াল [পর্ব-০৩] :: কি, কেন, কিভাবে

আজ আপনারা জানবেন ASP.NET কি, কিভাবে কাজ করে েইত্যাদি।

ASP.NET কি?

ASP.NET হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং প্রযুক্তি যা ইন্টারনেট সার্ভার (কোড গুলো একটি ওয়েব পেইজে থাকে) থেকে স্ক্রিপ্ট চালনা করে।

  • ASP.NET হচ্ছে একটি মাইক্রোসফট প্রযুক্তি।
  • ASP বলতে বোঝায় Active Server Pages।
  • ASP.NET হচ্ছে একটি প্রগ্রাম যা IIS এর মধ্যে  চলে।
  • IIS (Internet Information Services) হচ্ছে মাইক্রোসফ এর ইন্টারনেট সার্ভার।
  • IIS এসেছে উইন্ডোজ সার্ভার এর একটি ফ্রি উপাদান হিসেবে।
  • IIS উইন্ডোজ 2000 and এক্সপি প্রফেশনাল এরও একটি অংশ।

একটি ASP.NET ফাইল কি?

  • এটি HTML ফাইল এর মতই একটি ফাইল।
  • একটি ASP.NET ফাইলে HTML, XML, এবং scripts থাকতে পারে।
  • একটি ASP.NET ফাইলের স্ক্রিপ্ট সার্ভারে সঞ্চালিত হয়।
  • ASP.NET এর extension হচ্ছে ".aspx"।

ASP.NET কিভাবে কাজ করে?

  • যখন একটি ব্রাউজার একটি HTML ফাইল অনুরোধ করে, সার্ভার সেই ফাইলটা দেখায়।
  • যখন একটি ব্রাউজার একটি ASP.NET ফাইল অনুরোধ করে, IIS অনুরোধটা সার্ভারে ASP.NET ইঞ্জিন কে পার করে।
  • ASP.NET ইঞ্জিন দ্বারা ফাইলটির প্রতিটি লাইনপড়ে ফাইলের স্ক্রিপ্ট সঞ্চালিত করে।
  • অবশেষে, ASP.NET ফাইলটি ব্রাউজারে স্বাভাবিক HTML ফাইল হিসেবে দেখা যায়।

আমি ছোট ছোট করে লিখছি যেন শিখতে গিয়ে বিরক্ত না হোন এবং যা শিখবেন তা যেন ভাল ভাবে শিখতে পারেন। পরবর্তী পোস্টে আবার দেখা হবে।

পূর্বে প্রকাশিত: টেক ওয়ার্ল্ড ফুল ফ্রি

মুক্ত আলোচনার জন্য ফেইস্ বুক গ্রুপ >>>

Level 0

আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান ভাই , অনেক ভালো হচ্ছে … …

Level 0

Choto choto tune but onek gochalo & informative …carry on boss

সাথে আছি , চালিয়ে যান

টি টি তে আর টিউন করুম না। টিটি আর আগের মত নাই। মেহেদী ধান্দাবাজ হইয়া গেছে।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি
দেখুন

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    @টেকটিউনস সাইট ম্যানেজার: প্রকাশিত হয়েছে : 9 August, 2012 on 10:37 pm | 498 বার দেখা হয়েছে |

    এতো দিন পর চেইন টিউনে যোগ করার কারণটা কি জানতে পারি? টেকটিউনস সাইট ম্যানেজার কি এতোদিন ঘুমিয়ে ছিলেন? আমর তো এই টিউন গুলো কন্টিনিউ করা মুড নাই।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।