খুব সহজেই আপনার ব্লগে লাইভ চ্যাট রুম যুক্ত করুন

আপনার ব্লগে Live chat Room যুক্ত করতে আপনাকে যা করতে হবে তা হল রেজিষ্টেশন । রেজিষ্টেশনর করতে এখানে ক্লিক করুন । এর পর সব তথ্য দিয়ে ok করুন।

হয়ে গেল রেজিষ্টেশন সম্পন্ন। এবার  log in করে তৈরি করুন আপনার Chat Room ঠিক এই ভাবে।

১। Create a new Room এ ক্লিক করুন।

২। এর পর এর নাম,ভাষা,ক্যাটাগরি,ট্যাগ,থিম,রুম সাইজ,ও কালার নির্বাচন করে তে continue তে ক্লিক করুন

এর পর প্রাপ্ত html অথবা java Scipt কোডটি ব্লগ এর যে জায়গায় স্তাপন করতে চান সেখানে  Paste করুন।ব্যাস তৈরি হয়ে গেল আপনার চ্যাট রুম

শুধুমাত্র একটা nickmname দিয়ে আপনাম ব্লগের ভিজিটররা  Chat Room টা ব্যবহার করতে পারবে।Sample  দেখুন আমার ব্লগের পোষ্টের নিচে বরাবর ।

Sample এখানে

আমার পোষ্ট রিভিউ

১। যেভাবে হ্যাকিং করা হয় (video)

২। ডাউনলোড করুন একটা হ্যকিং টুল

৩। (Eid special) এক মিনিটে অনলাইনে এডিট করুন আপনার ছবি কোন সফটয়ার ছাড়াই

৪। এইচ টি এম এল ওয়েব কালার কোড

Level 0

আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। ভালো একটি বিষয় পোষ্ট করেছেন।

হ্যা ভালই লাগলো

    Level 0

    হ্যা ভাই, এই ভালো চ্যাটরুম গুলো চাই। বিস্তারিত আমাকে মেইল করলে উপকৃত হব। [email protected]
    আপনার মেইল এর অপেক্ষায় থাকলাম ভাই। ধন্যবাদ।

    ভাই
    এত ভাল কথা শেয়ার করেন অথবা করে লিংক দেন

Level 0

আফনার সমস্যা কি আপনি কি টেকের সবাইরে ছাগল মনে করেন? এগুলো বাচ্চা পোলাপাইনও জানে এইসব ফালতু বিষয় নিয়া টিউন কইরেন না।

    Robinhood ভাই
    আপনি আমার পোষ্টের প্রথম দুইটা Comment লক্ষ করুন। আর তাদের কাছ থেকে শিক্ষা নেন কিভাবে ভালো বিষয়ের প্রশংসা করতে হয়।ভালো জিনিসের প্রশংসা করতে শেখেন। আপনি অনেক বছর পিছিয়ে আছেন।এই সাইটেতো আর অনেক পোষ্ট আছে আমার পোষ্ট আপনার মত ফালতু লোক নাইবা পড়লেন। আর একটা কথা আপনি আপনার কমেন্টের প্রথম শব্দটিই ভুল করেছেন। আফনার হবেনা হবে আপনার So আগে বাংলাটা ভালো করে শিখে তার পর techtunes এ আসেন।কারন এটা বাংলা সাইট

    যারা জানে তাদের জন্যে আমি পোষ্ট করিনি।করেছি যারা জানেনা তাদের জন্য।

Level 0

ভালই লাগলো

রবিন হুড ভাই, আপনার pc তে একটা back বাটন আছে না ? কোনো tune ভালো না লাগলে ঐ টা চেপে বাইর হয়ে যান। খামাকা এভাবে আরেকজনের টিউন এ বাজে কমেন্ট করে টিউনারের মনোবল নষ্ট করবেন না। মনে রাখবেন টেকটিউন শুধু আপনাদের মত সবজান্তা টাইপ মানুষ দের জন্য নয়। এই খানে আমার মত অনেক নতুন পাঠক আছেন, যাদের জন্য এইসব টিউন খুবই উপকারি।

অনেকদিন টেকিতে ঝগড়া লাগে না। কেন যে ঝগড়া থেমে গেল? এই পোস্টের মতামত গুলো খুব ভাল লেগেছে যেমন-

১. রবিন হুড ভাই, আপনার pc তে একটা back বাটন আছে না ? কোনো tune ভালো না লাগলে ঐ টা চেপে বাইর হয়ে যান। …….
২. সার্চ মিয়া তুমি তো ….
৩. কমেন্টের প্রথম শব্দটিই ভুল করেছেন। আফনার হবেনা হবে আপনার So আগে বাংলাটা ভালো করে শিখে …..

ha ha ha….

    টিউটো ভাই, আপনি আরেকটু নিয়মিত হলেই ঝগড়া কত প্রকার ও কি কি? দেখতে পাবেন। এটা প্রায়ই দেখা যায়।

একটা সমস্যা এতে আইপি দেখা যায় (অন্যের) এটা দূর করা কি যাবে?

Level 0

কারন টেক এ আলতু ফালতু জিনিস দেখার জন্য আসি না আসি কিছু শিখতে আর সার্চ মিয়া তুমি তো মানুষের সাইট থেকে কপি কইরা আর নবধ্বনি ম্যাগাজিনের কপি কইরা লেখ আবার আরেক জনের জনের সাফাই দেও তোরা ফালতু টিউনাররা সব দূরে গিয়া মর। তোগো দরকার নাই।