ASP . NET টিউটরিয়াল [পর্ব-০১] :: পরিচিতি

-----সূচীপত্র-----
১। ASP.NET টিউটরিয়াল | পরিচিত [পর্ব-০১]
২। ASP .NET টিউটরিয়াল | সূচনা

টেক প্রিয় বন্ধু গণ, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের অনেকেই ওয়েব ডিজাইনিং শিখতে আগ্রহী। আমাকে এ পর্যন্ত অনেকেই বলেছেন তাদেরকে ওয়েব ডিজাইনিং শিখাতে। কিন্তু সবাইকে যদি আলাদা করে শেখাতে যাই তাহলে আর আমার ব্যক্তিগত কাজ করতে হবে না। তাই ভাবলাম আমি যদি ব্লগে লিখি তাহলে একই সাথে সারা পৃথিবীর মানুষ এক সাথে শিক্ষতে পারবে। তাই আজ থেকেই শুরু করে দিলাম। প্রথমেই আমি ASP.NET দিতে শুরু করতে চাই, কারণ এটি একটি বহুল পরিচত ডাটাবেজ ভিত্তিক ওয়েব প্রগ্রামিং যা অনেক বড় বড় প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। তাহলে শুরু করা যাক।

ASP.NET পরিচিত

ASP.NET িহচ্ছে এমন একটি কাঠাম যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইট এমনকি আপনি ওয়েব এপ্লিক্যাশনও বানাতে পারবেন। এটিতিনটি পর্যায় ওয়েব সাইট নির্মাণ করে ১। Web Pages, ২। Web Forms ও ৩। MVC (Model View Controller)

ASP.NET ওয়েব পেইজ

ASP.NET ওয়েব পেইজ এবং নতুন Razor syntax দিচ্ছে একটি দ্রুত এবং  সহজ পদ্ধতি, যার মাধ্যমে সার্ভার কোড ও  HTML এর মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি ডায়নামিক ওয়েবের বিষয়বস্তু প্রকাশ করা যাবে। এই আধুনিক পদ্ধতিতে আপনি ডাটাবেজ এর সাথে সংযোগ, ভিডিও এবং ছবি সংযোগ সহ আরো অনেক কিছু সংযোগ করতে পাবেন। Microsoft WebMatrixএকটি ফ্রি ডেভলপমেন্ট টুলস্ যা ওয়েব পেইজ ডেভেলপমেন্ট কে অনেক সহজ করে দিয়েছে।

ASP.NET ওয়েব ফরম

ASP.NET ওয়েব ফরম এর ড্র্যাগ এবং ড্রপ ডিজাইন ব্যবাহর করে আপনি ডায়নামিক ইভেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট বানাতে পারবেন। আপনার ওয়েবসাইটে ব্যবহারকারীদেরকে সব তথ্য সহজে দেখবার সুযোগ দেয়ার জন্য এখনে আপনি পাবে শতাধিক নিয়ন্ত্রক ও উপাদান। Microsoft Visual Studio Express দিচ্ছে একটি ফ্রি টুলস্ যেন আপনি সহজেই ASP.NET ওয়েব ফরমটি ডিজাইন করতে পারেন।

ASP.NET MVC (Model View Controller)

একটি সুন্দর ডিজাইন ব্যবহার করে বৃহৎ, আকার পরিবর্তনযোগ্য ও মান-ভিত্তিক এবং ASP.NET ও .NET Framework ব্যবহার করে ওয়েব এপ্লিক্যাশন তৈরির জন্য ASP.NET MVC হচ্ছে একটি কাঠামো।

আজ এই টুকুই। কাল পরবর্তী পর্ব লিখব। সেই পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

পূর্বে প্রকাশিত: টেক ওয়ার্ল্ড ফুল ফ্রি
মুক্ত আলোচনার জন্য ফেইস্ বুক গ্রুপ >>>

Level 0

আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

fine starting…keep it up..waiting for details and your next tune.. thanks

Level 0

ভাল লাগল। আসা করি সম্পূর্ণ না শিখানো পর্যন্ত চালিয়ে যাবেন 🙂

টেকটিউনসে একজন ASP.NET শেখানো শুরু করছিল কিন্তু শেখায় নাই । আশা করি আপনি আমাদের ASP.NET developer বানাইয়্যা ছাড়বেন । আর আপনাকে ধন্যবাদ এ বিষয়টি নিয়ে টিউন লেখার জন্য ।

    @স্বপ্নবাদী সিফাত: ইঙ্সাল্লাহ্। যদি শেষ না করে মরে যাই মাফ করে দিয়েন। আর, ব্যক্তিগত সমস্যার জন্য পোস্ট দিতে দেরী হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাই আমি ASP.net শিখতে চাই, প্লিজ, টিউন করা বন্ধ কইরেন না। আপনাকে আবার ও
অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাই খুব ভাল লাগলো, আশা করি চালিয়ে যাবেন। আর অবশ্যই দোয়া করি আপনে যেন সুস্ত ও ভাল থাকেন। আমি কিন্তু টিটি তে নতুন।

konta beshi bhalo- PHP, na ASP .NET? Konta shekha beshi kajer? Please Answer….