ফটোসপে সহজেই বিভিন্ন রকম ওয়ালপেপার তৈরি করা যায়। আসুন আমরা আজ নিচের মত সুন্দর একটি ওয়ালপেপার তৈরি করি।
প্রথমে ফটোসপে একটি নতুন পেজ নিন। মাপ হবে নিচের চিত্রের মত
তারপর # 00FF66 কালার কোডে এর ব্যাকগ্রাউন্ড দিন। যারা কালার কোডে কালার সিলেক্ট করতে পারেন না তারা নিচের চিত্রে দেখুন।
তারপর Filter>Render>Fibers এ যান।
তারপর নিচের মত বক্স আসবে এখানে চিত্রে প্রদর্শিত মান দিন
আপনার ইমেজ এমন হওয়ার কথা
এরপর Filter>Render>Lighting Effects এ যান। তারপর Style থেকে Circle of light সিলেক্ট করে ওকে করুন।
ব্যস আপনার ওয়ালপেপার তৈরি হয়ে যাবে।
এভাবে আপনি হরেক রকম ডিজাইন করতে পারবেন ফটোসপে।
এই লেখাগুলো পড়েছেন?
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
Good 🙂