এর আগে আমরা ভিসতার ওয়ালপেপার তৈরি করেছিলাম। আজ আমরা আরেকটি ওয়াল পেপার তৈরি করব। অবশ্য এটি কোন ভিসতার ওয়ালপেপার নয়। আজ আমরা এটি তৈরি করব
প্রথমে ফটোসপে একটি নতুন পেজ নিন। মাপ হবে নিচের চিত্রের মত
তারপর # 333333 কালার কোডে এর ব্যাকগ্রাউন্ড দিন। যারা কালার কোডে কালার সিলেক্ট করতে পারেন না তারা নিচের চিত্রে দেখুন।
কালার সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ডে Alt+Backspace দিন।
তারপর Filter -> Render -> Clouds এ যান।
আপনার ইমেজ এমন হবে
তারপর Filter -> Pixelate -> Mezzotint এ যান
এখানে Type এ Short Lines সিলেক্ট করে ওকে করুন।
আপনার ইমেজটির দিকে একটু তাকিয়ে দেখুন।
তারপর Filter -> Blur -> Radial Blur এ যান।
নিচের চিত্রের মার্ক করা অংশে অনুরুপ মান দিন
তারপর Filter -> Stylize -> Extrude এ যান
নিচের চিত্রের মার্ক করা অংশে অনুরুপ মান দিন
তারপর কিবোর্ড থেকে Ctrl+U দিন। নিচের Colourize এ টিক চিহ্ন দিয়ে নিচের মত করে মান দিন।
দেখুন আপনার ইমেজ!!! কেমন হলো!!! এটি কিন্তু আপনি নিজেই তৈরি করলেন।
আমি কালার চেইঞ্জ করে এটা করলাম
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ধন্যবাদ