☻ এবার ফ্ল্যাশ না করিয়ে নিজেই RESET/UNLOCK করুন আপনার NOKIA মোবাইলের সিকিউরিটি কোড ☻

আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কে দেখাবো মোবাইল সার্ভিসিং এর দোকানে বা কাস্টোমার কেয়ার সেন্টারে না গিয়ে আপনি নিজেই কিভাবে আপনার নোকিয়া মোবাইলের সিকিউরিটি কোড রিসেট করবেন। এবার কাজের কথায় আসা যাক…

আপনারা সবাই জানেন নোকিয়া মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে ‘12345’ সেট করা থাকে। আমাদের মোবাইলের নিরাপত্তার জন্য আমরা এই ডিফল্ট কোডটি কে চেঞ্জ করে আমাদের নিজেদের পছন্দ মত কোড দিয়ে থাকি। কিন্তু যখন দরকার তখন সিকিউরিটি কোড টি এনাবল করতে গেলে ডিফল্ট কোড চেঞ্জ করে কি কোড দিয়েছিলাম তা আর কিছুতেই মনে পরে না। আবার মাঝে মাঝে এমন হয় যে, আপনার সিম (যখন কোড টি চেঞ্জ করা হয়েছিলো তখন যে সিম টি প্রবেশ করানো ছিলো) টি ইনসার্ট করা অবস্থায় ফোন্ টি চালু করলে সিকিউরিটি কোড চায় না, কিন্তু কোন সিম দিয়ে মোবাইল টি চালু করতে গেলে সিকিরিটি কোড চায়। এক্ষেত্রে কোড টি মনে না থাকার কারনে কিছুই করার থাকে না। যাদের ওয়ারেন্টি থাকে তারা কাস্টোমার কেয়ারে নিয়ে যান আর যাদের থাকে না তারা কোন মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়া যান। ক্ষেত্রবিশেষ দেখা যায় যে ১৫০/২০০ টাকা খরচ হয়ে যায় সিকিউরিটি কোড রিসেট বা আনলক করাতে। কিন্তু এখন থেকে আর লাগবেনা, আপনি নিজেই পারবেন। :B

তবে একটি কথা আগেই বলে রাখি, আপনি কেবল ভুলে যাওয়া সিকিউরিটি কোডটিই এই পদ্ধতিতে উদ্ধার করতে পারবেন। কারন, পুর্বে থেকেই মোবাইল্ টি লক করা থাকলে আপনি যখন ক্যাবল সংযোগ করবেন তখন আনলক না করে Ovi Suite/ Pc Suite সিলেক্ট করতে পারবেন না। অর্থাৎ সিকিউরিটি কোড আনলক না করলে আপনার ইউএসবি অ্যাক্টিভেট হবে না। তবে এক্ষেত্রে কি করতে তার নিয়ে খুব শীঘ্রই একটি টিউন করতে পারবো বলে আশা করি। আমাদের সাথেই থাকুন।

এবার কাজের কথায় আসা যাক।

এর জন্য প্রথমেই যা লাগবে তা হল আপনার সেটের জন্য একটি ডাটা ক্যাবল। যা নতুন সেট কিনার সময় সাথে দিয়ে থাকে। আর না থাকলে দোকান থেকে কিনে নিতে পারবেন ৭০/৮০ টাকায়।

আর দ্বিতীয়ত যা লাগবে তা হলো ৫৬৬ কিলোবাইটের একটি পোর্টেবল সফটয়ার যা আপনি নিচের DOWNLOAD লিঙ্ক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

DOWNLOAD

ডাউনলোডকৃত সফটয়ার টি Simple.zip ফরম্যাট এ আছে। এটিকে আনজিপ করে ডেস্কটপে সংরক্ষন করুন।

নিচের ধাপগুলা অনুসরন করুন:

০১) Nokia Pc Suite/ Nokia Suite/ Ovi Suite অপেন করা থাকলে তা প্রথমেই ক্লোজ করে নিন। টাস্কবার থেকেও ক্লোজ করে নিন। এবার আপনার মোবাইল টি কে Nokia Ovi Suite/ Pc suite মোডে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করুন। আপনার ফোনের ড্রাইভার ইন্সটল হবে, “Nokia …………… is Connected via USb” টাস্কবারের উপরে প্রদর্শিত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

০২) ডেস্কটপে রাখা simple ফোল্ডারটি থেকে Simple.exe অ্যাপলিকেশান টি ডাবল ক্লিক করে ওপেন করুন।

তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

০৩) এবার “Main” সিলেক্ট করে Phone Mode থেকে “NORMAL” সিলেক্ট করুন। ডানপাশে এইরকম লেখা দেখতে পাবেন:

Init usb communication…

Phone found!

Error Change Phone Mode

নিচের চিত্র দেখুন।

০৪) এবার “Get” এ ক্লিক করুন। তাহলে নিচের মতলেখা পাবেন।

Init usb communication…

Phone found!

Phone is NORMAL mode now…

(যদি এইরকম না আসে তবে ডাটা ক্যাবল টি বিচ্ছিন্ন করুন। এখন Get এ ক্লিক করুন এবং তারপর সাথেসাথেই ডাটা ক্যবল টি সংযোগ দিয়ে Ovi Suite/Pc suite মোড সিলেক্ট করুন। তাহলেই হবে )

নিচের চিত্র দেখুন:

০৫) “Service” এ ক্লিক করুন। নিচে চিত্র দেখুন।

০৬) এখন আপনাকে ডাটা ক্যাবল টি বিচ্ছিন্ন করতে হবে মোবাইল থেকে।ডাটা ক্যাবল খোলা থাকা অবস্থায় “Get” এ ক্লিক করুন, তারপর সাথে সাথেই ডাটা ক্যবল টি সংযোগ দিয়ে Ovi Suite/Pc suite মোড সিলেক্ট করুন। নিচে চিত্র দেখুন।

০৭) তারপর নিচের চিত্রের মত দেখতে পাবেন। এখানে User code এ যেই সংখাগুলা দেখতে পাবেন সেগুলাই হচ্ছে আপনার মোবাইলের সেই কাঙ্খিত সিকিউরিটি কোড।

০৮) আপনি আপনার সিকিউরিটি কোড টি পেয়ে গেলেন। এখন ইচ্ছে করলে মোবাইলের মেনু > সেটিংস > সিকিউরিটি > অ্যাকসেস কোড > চেঞ্জ সিকিউরিটি কোড অপশন থেকে current security code বসিয়ে আপনার ইচ্ছে মত নিউ সিকিউরিটি কোড পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি আবারো ভুলে যান, তাহলে কিভাবে কি করতে হবে তা নিশ্চই এতক্ষনে শিখে গেছেন। 😀

০৯) এই সফটয়ার টির সাহায্যে আরো কিছু কাজ করা যায়, যা নিচের চিত্রগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন।

আমি পর্যাপ্ত চিত্র দিয়ে যথাসম্ভব সহজ করে লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনীয়।

আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

ফেবুতে আমি

Level 0

আমি Matraheen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো…………

Level 0

bluetooth diy ki kaj hobe?

    Level 0

    @towhid: না, ব্লুটুথ দিয়ে হবে না। ক্যাবল দিয়েই করতে হবে।

Level 0

khub sajano presentation. nice tune. Bt ekhno try kore dekhi ni. 🙂

Level 0

like ____ দিলাম .

ধন্যবাদ নতুন পদ্ধতির জন্য। এখানে দেখতে পারেন
https://www.techtunes.io/mobileo/tune-id/127785 অন্য পদ্ধতিতে

অনেক ভালো লাগ্লো ।তবে এটা দিয়ে মোবাইল এর লাইফ টাইম রিসেট করা যায়। এবং আরো অনেক কিছু করা যায়।এটা আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। অনেক কাজের সফটওয়ার।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

মনে হই কাজে লাগবে প্রিওতে রাখলাম……

ভাই কাজের একটা জিনিস দিলেন। অনেক ধন্যবাদ। আমার Nokia 6120c লক কোড ভুলে গেছিলাম। পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতিতে লক কোড চেঞ্জ করেছি। 😀 😀

Level 0

টিউনের জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আমার অনেক উপকার হইল

অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।

Level 0

old past

Level 0

vai,apnar soft amar nokia 2700 classic a kaj korse but amar 5233 a kaj korse na……….plz bolben ki korbo………. amar mail id…[email protected]

vai khub upokar hobe…..!!!

Level 0

আমার মোবাইলে তো হইলোনা! দেখাইতেছে>>> error! Init sub communication> Timeout for connetion > error! check driver , connection e.t.c
কি করে ফিরে পাব আমার ফোনের security code… plz help me!!!