যাদের মোবাইলে GPRS বা EDGE আছে তাদের জন্য প্রযোজ্য। প্রথমে মোবাইল হতে পিসিতে নেট কানেকশন দিন। এক্ষেত্রে Nokia PC Suite বা Handset এর সাথে দেওয়া Driver CD দিয়ে Configure করবেন (টেকটিউনে Handset এর মাধ্যমে Pc তে Internet ব্যবহারের নিয়ম টিউন করা আছে, খুজে দেখবেন)।
এরপর Start>My Network Place> Click করে বাম পাশে View Network Connection Link এ click করুন।
GP Internet (আপনি যে Provider সংযাগ নিয়েছেন) এর উপর write button click করে Poperties এ Click করুন। Advance Tab এ Click করুন।
"Allow Other Network Users To Connect Through Computer Internet Connection" চেক দিন।
এরপর আপনার Local Area Network এ IP বসান। এজন্য Start>My Network Place> Click করে বাম পাশে View Network Connection Link এ click করুন। Local Area Network এর উপর write button click করে Poperties এ Click করুন। এরপর Internet Protocol (TCP/IP) Select করে Properties ক্লিক করুন। ছবির মত করে IP বসান।
এরপর Advance Tab এ Click করে "Allow Other Network Users To Connect Through Computer Internet Connection" চেক দিন। ইচ্ছা করলে POP3, HTTP, FTP, Telnet etc এর Port কে Allow বা Deny করতে পারেন।
এরপর আপনার Lan Connection একটি 8-Port Switch বা Hub Connect এ Connect করুন।
অন্য কম্পিউটার গুলো Switch বা Hub এ Connection দিন। এরপর আপনার দ্বিতীয় PC তে Local Area Network এ IP বসান। এজন্য Start>My Network Place> Click করে বাম পাশে View Network Connection Link এ click করুন। Local Area Network এর উপর write button click করে Poperties এ Click করুন। ছবির মত করে IP বসান।
এভাবে অন্য কম্পিউটার গুলো IP বসান। IP Range 1-254 পযন্ত। Firewall Off রাখবেন। কোন সমস্যা হলে জানাবেন। আমি কাজ করে এই টিউন করলাম। এখানে আমি Virtual Lan ব্যবহার করেছি।
TareqMahbub ভাইকে ধন্যবাদ তার খুব ভালো কমেঁন্ট দেওয়ার জন্য। সুন্দর সব সময় সুন্দরের জন্য। আশা করি তারেক ভাই বুঝতে পেরেছেন।
মনে হয় Techtunes থেকে বিদায় নিতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমি Bill Gates। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটি ল্যাপটপ (IBM Laptop)বিক্রি করতে চাই।
Specification:
IBM Laptop Thinkpad R-30
Pentium-3
CPU-1.0 GHz
Ram-256MB
HDD-15GB
Display-14″
AGP-64MB
Battary Backup-1 Hour
Used-8 Month
Price-14500/- (Fixed)
Original Accessories
There is no any kinds of problem.
My Contact No: 01820107710
E-mail: [email protected]