বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
বর্তমান বিজ্ঞানের জগতের সর্বশেষ চমকপ্রদ আবিস্কার ঈশ্বর কনার অস্তিত প্রমাণ আর এই তত্ত্বের সূচনা করেছিলেন বাঙালী বিজ্ঞানী সতেন্দ্রনাথ বসু। সতেন্দ্রনাথ বসুর সাথে আইনস্টাইনের ছিলো গভীর সম্পর্ক। সতেন্দ্রনাথ বসুর একটি কথা খুব ভাললেগেছে- “যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা সম্ভব না। তারা বাংলা ভালো জানেন না নতুবা বিজ্ঞান বোঝেন না”।
বাংলা লেখা শেখার জন্য এই ধারাবাহিকটি শুরুর পিছনে আমার একটি স্বপ্ন ছিলো। আর তা হলো আমরা সবাই কম্পিউটারে বাংলা ভাষায় আমরা লিখতে পারবো। যারা আগের পর্ব দুইটি দেখেছেন ও প্রাকটিস করেছেন তাদের জন্য আমার প্রাণখোলা দোয়া ও অভিনন্দন জানাচ্ছি। অনেকের অনুরোধে আজ ফনোটিক বাংলা টাইপিং এর কৌশল দেখাচ্ছি। ফনোটিক দেখানোর মূল উদ্দ্যেশ্য হলো যারা একদমই বাংলা পারেন না তারা যাতে আপাদত কাজ চালিয়ে যেতে পারেন। অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো।
Avro Phonetic (English to Bangla) সিলেক্ট করে নিন।
বাংলিশ মানে ইংরেজিতে বাংলা উচ্চারিত শব্দটি লিখলে তার বাংলা রূপ দেখাবে।
এখান থেকে দেখে নিতে পারেন কোন অক্ষরের জন্য ইংরেজী কোন হরফ ব্যবহার করা যায়।
আবারো বিনয়ের সাথে বলছি যারা বাংলা একদমই জানেন না তাদের আপাতত কাজ চালাতে ফনোটিক দেয়া হয়েছে। আমি চাই আপনারা ন্যাশনাল (জাতীয়) বা শুধু বাংলার লেখার জন্য বাংলা কিবোর্ড এ অভ্যস্ত হবেন।
National(Jatiya) সিলেক্ট করুন।
National(Jatiya) এর লে-আউটটি আবারও দিয়ে দিলাম।
বাংলা ব্যাঞ্জনবর্ণ সমূল দেখুন ও টাইপ করুন। আবারও বলছি ফিঙ্গারিং ঠিক রাখবেন হোক না ধীরে। নিচের প্রতিটি অক্ষর টাইপ করুন।
ক = J প = R
খ = shift + j ফ = shift + R
গ = O ব = H
ঘ = shift + O ভ = shift + H
ঙ = Q ম = M
চ = Y য = W
ছ = shift + Y র = V
জ = U ল = shift + V
ঝ = shift + U শ = shift + M
ঞ = shift + I ষ = shift + N
ট = T স = N
ঠ = shift + T হ = I
ড = E ড় = P
ঢ = shift + E ঢ় = shift + P
ণ = shift + B ক্ষ = J + G + shift + N
ত = K য় = shift + W
থ = shift +K ৎ = shift + \
দ = L ং = Shift + Q
ধ = shift +L ঃ = \
ন = B
এবার ব্যাঞ্জনবর্ণ গুলো কমপক্ষে ১০০ বার টাইপ করুন। আগের পর্ব দুটির হোম ওয়ার্ক ঠিকমত করে থাকলে ১০০ বারের পর কী-বোর্ডের দিকে না তাকিয়েই পারবেন।
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তি পর্ব নিয়ে হাজির হবো।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
চরম হয়েছে । ঠিক মত অনুসরন করতে পারলে বাংলা টাইপিং এর বস হওয়া সম্ভব ।