বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
প্রথম পর্বের কাজ গুলো কি শেষ করেছেন? প্রথম পর্বের কাজ শেষ করার পর এই পর্বের কাজ শুরু করবেন।
আমি আবারও বলে নিচ্ছি এই টিউনটি অতি এক্সপার্টদের জন্য না। তবে তারা আমাকে উপদেশ ও আরও সহজ করা কিভাবে সম্ভব তা জানাতে পারেন। আমি আপনাদের কাছে বায়না ধরেছি একটু সময় দিন, দেখুন, বাংলা লেখা নিয়ে একটু খাটুন। দেখতে পাবেন দুই-চার দিনের মধ্যে আপনি সাবলিল ভাবে বাংলা লিখতে পারছেন।
দয়া করে কেউ প্রথমেই টাইপের গতি বাড়ানোর জন্য মরিয়া হয়ে যাবেন না। ফিংগারিংটা ঠিক করুন হোক না ধীর গতি। এখনকার এই ধীর গতিই একসময়ের দ্রুত গতির কারণ হবে।
নিশ্চই রেপিড টাইপিং ইন্সস্টল করে কাজ শুরু করে দিয়েছেন!!!
১. প্রাথমিক স্টেজে বেসিক দিয়েই শুরু করা ভালো। তাহলে একসাথে দুই আঙ্গুলের কোনো কাজ নেই।
২. শিফট কি সিলেক্ট করলে আপনাকে আপার কেস ও লোয়ার কেস দুটো দিয়েই কাজ করাবে।
৩. ডিজিট সিম্বল সিলেক্ট করলে উপরের লাইনের সংখ্যা/ সিম্বল সহ টাইপিং এ এক্সপার্ট বানানোর চেষ্টা করবে।
৪. নিউমেরিক প্যাড সিলেক্ট করলে কী-বোর্ডের ডান পাশে ক্যালকুলেটরের মত যে অংশ তাতেও আপনাকে পটু বানিয়ে ছাড়বে।
[রেপিড টাইপিং এ প্রাকটিস করার সময় সাউন্ড অন করে নিবেন ভুল করলে সাউন্ডের মাধ্যমেই বুঝতে পারবেন]
এখান থেকে কোন বর্গের ক্যারেকটার গুলো নিয়ে প্রাকটিস করতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এখানে আর আপনাকে আঙ্গুল দেখিয়ে সাহায্য করবে না। নিজের পছন্দ মতো নির্দিষ্ট কতগুলো কতগুলো কী নিয়ে প্রাকটিস চালিয়ে যেতে পারবেন। ফিংগারীং এ আবার উল্টোপাল্টা করে বসবেন না যেনো। রেপিড টাইপিং পুরো কী-বোর্ডকে আপনার আওতার মধ্যে নিয়ে আসবে।
_________________________________________________________________________________________
Download Now ক্লিক করে অভ্র ইন্সস্টল করে নিন।
আমি অভ্রর National (Jatiya) ব্যবহার করি। স্বভবতই National (Jatiya) থেকেই শিখাবো। National (Jatiya) লে-আউট সিলেক্ট করে নিন।
অভ্র National (Jatiya) এর লে-আউট। অবশ্য এর কোনো দরকার ছিলো না তারপরও দিয়ে দিলাম। শুধু আমার দেয়া হোমওয়ার্ক গুলো ফলো করুন। এমনিতেই পেরে যাবেন।
এখন Ms Word এ গিয়ে নিচের লাইনটি কমপক্ষে ১০০ বার লিখুন। একটু ধৈর্য ধরে লিখুন। প্রথম এটুকুই যতটা কষ্ট। যত বেশি লিখবেন ততো লজিকটি ক্লিয়ার হবে। এরপর পানির মত সহজ হয়ে যাবে।
এভাবে কমপক্ষে ১০০ বার। দ্রুত করার জন্য কোনো স্পেস দেয়ার দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব তৃতিয় পর্ব নিয়ে হাজির হবো।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
আমাদের টাইপ এর গতি ঠিক আছে কিন্তু আপনার লেখার গতি ক্রমশ বেড়েই যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ।মনে হই বেশী অপেক্ষা করতে হবে না ।