Working with Pivot Table on Excel !!

আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই কামনাই করি। আজ আমি এক্সেল এ পাইভট টেবিল নিয়ে কাজ করা দেখাবো। কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করা যাক। প্রথমে আপনারা নিচের মত একটি ডাটাবেস বানিয়ে নিন।

এরপর Insert Tab a click করুন।

এরপর নিচের মত স্ক্রিন আসবে

এখানে ওকে ক্লিক করার পর নিচের মত স্ক্রিন আসবে। এখানে নিচের স্ক্রিন অনুসারে কাজ কুরন।

1, 2, 3 এ চেকবক্সে ক্লিক করে 4 নম্বর এরিয়ায় আপনি মাউস দিয়ে ড্রাগ করে ছবির মত সাজিয়ে নিন দেখবেন আপনার Pivot Table রিপোর্ট

তৈরী হয়ে গেছে। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কোন জেলায় কোন কোন ডিপিও আছে এবং কত পরিমান ও সর্বমোট স্টাফ সংখ্যা

আশাকরি আপনারা সবাই বুজতে পারবেন। এভাবে আপনি আপনার চাহিদা মোতাবে ডাটাবেস তৈরী করে তা Pivot Table এর মাধ্যমে সাজিয়ে নিতে পারেন।  কোন সমস্যা হলে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো। আগামীতে নিয়ে Pivot Chart আলোচনা করবো ইনশাআল্লাহ।

এক্সেল সম্পর্কে আমার আরো দুটি টিউন আছে দরকার হলে দেখবেন

1. জেনে নিন এক্সেল এ করা কোন ডাটা এম.এস. ওয়ার্ডে লিংক করা থাকলে তা অটোমেটিক আপডেট করার উপায়

2. Excel এ protect sheet কে unprotected করার নিয়ম!!!

সামনে মাহে রমজান আল্লাহ সবাইকে সবগুলো রোজা রাখা ও তারাবী নামাজসহ সকল নামাজ পড়ার তৌফিক দান করুন (আমিন)।

সাবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 0

আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vhai shundor tune. amake ki Excel er macro shomporke bolben, ba kothae ata shomporke pabo bolle upokrito hobo.

    Level 0

    @bappy339: কিছুদিন পরে সময় পেলে ম্যাক্রো নিয়ে একটি টউন করবো। আশাকরি তখন আপনার জবাব পেয়ে যাবেন।

Level 0

ভাই, ধন্যবাদ! আমাকে Excel-07 এর কোন মানসন্মত বাংলা e-book link দিতে পারবেন?