বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
প্রথমেই বলে নিচ্ছি ইলুশনটি যে ফটোশপ দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। আসল কথা থিমটা বুঝতে হবে। টিউনটিতে আমি আমার ছবি ব্যবহার করেছি। আপনার কিংবা আপনার কোনো প্রিয় মানুষের ছবি দিয়েও এ কাজটি করে চমক লাগিয়ে দিতে পারেন। আর ছবি ব্যবহার না করতে চাইলে ডট বা যে কোনো সিম্বল দিয়েও ইলুশনটি তৈরি করা যাবে সেই ক্ষেত্রে ব্যকগ্রাউন্ড কালার থেকে অবজেক্ট বিপরীত কালারের হতে হবে। আমি কোনমতে দেখাতে চেষ্টা করেছি। আমি আমার সকল অন্তর দিয়ে বিশ্বাস করি একটু মাথা খাটালেই আপনারা আমার থেকে হাজারগুন ভালো কাজ করে দেখাতে পারবেন।
ফটোশপে গিয়ে একটি ছবি ও একটি নতুন ফাইল নিয়ে নিন। (আমি এখানে আমার ছবি ব্যবহার করেছি)।
নতুন ফাইলটি ব্লাক কালারের হলে ভালো হয়।
১. নতুন লেয়ার নিয়ে একটি সার্কেল (বৃত্ত) তৈরী করুন।
২. বৃত্ত তৈরীর কোনো নির্দিষ্ট নিয়ম দিয়ে আপনার স্বাধীনতা খর্ব করবো না। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই বৃত্ত তৈরী করুন।
৩. এখানে বৃত্তটি দেখা যাচ্ছে। বৃত্তটি যেকোনো একটি লাইট কালার দিয়ে ফিল (Fill= Shift+F5) করে দিন।
সার্কেলটি এরকম দেখাবে।
এবার ছবিটি গোল/ডিম্বাকৃতির করে ছোট সাইজ করে বৃত্তের উপরে বসিয়ে নিন। (ছবি সাইজ মত বসাতে Ctrl+T ব্যবহার করতে পারেন)
কী-বোর্ড থেকে অন্টার কী চেপে ছবি গুলো কপি করতে করতে সর্কেলের উপর বসিয়ে নিন। এক্ষেত্র একুরিসি নিয়ে সমস্যা থাকলে গ্রাফ (CTRL+') ব্যবহার করতে পারেন।
ঠিক এভাবে একের পর এক অল্ডার কী চেপে ধরে ছবি বসিয়ে নিন। তবে যে কোনো একটা জায়গায় ছবি না দিয়ে খালি রাখুন। আমি উপরের ডান পাশে একটি ছবি কম দিয়েছি।
সার্কেল টি সরিয়ে দিন। ছবিগুলোর ঠিক মধ্যখানে লাইট কালারের একটি "+" দিয়ে দিন। আমি হলুদ রঙের একটি "+" দিয়ে দিয়েছি।
কাজ শেষ। এবার পুরো ছবিটি সামনে রেখে মাঝখানের প্লাস চিহ্নের দিকে মনযোগ দিয়ে ১৫ থেকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। দেখুন কি হয়। ১৫ থেকে ২০ সেকেন্ড ধ্যান করার মতো প্লাস চিহ্নের দিকে না তাকালে এই টিউনটির কোনো মর্ম থাকবে না।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
20 সেকেন্ড পর হাবীব ভাই উধাও!!! 😉