আমার My Computer থেকে সিডি/ডিভিডি ড্রাইভ উধাও হয়ে গিয়েছে বা খুজে পাওয়া যাচ্ছে না। তাই আজ আমি techtunes এর সকল বন্ধুর কাছে আবেদন করছি কি ভাবে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় ?
আমি একটা পদ্ধতী জানি কিন্তু সেটাই হয় না । নিচে পদ্ধতী দেওয়া হল
১। Control Panel থেকে Device Manager এ যান।
২। সিডি/ডিভিডি ড্রাইভে যা আছে Uninstall দিন ( যদি Restart চায়, Restart করবেন না )
৩। সিডি/ডিভিডি বার্ন করার কোন সফটওয়্যার থাকলে Uninstall করুন।
৪। Run থেকে regedit লিখে ওকে করুন। ( Start > Run > regedit > ok)
৫। ঠিক ঠিকভাবে যেতে থাকুন
+ HKEY_LOCAL_MACHINE
+ SYSTEM
+ CurrentControlSet
+ Control
+ Class
৬। এবার 4D36E965-E325-11CE-BFC1-08002BE10318 এই কোডটা খুঁজে বের করুন।
৭। খুঁজে পেলেন? এবার সিলেক্ট করুন, ডান পাশের উইন্ডোতে UpperFilter বা LowerFilters নামে কিছু থাকলে
ডিলিট করুন।
৮। এইবার কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পালা, কিন্তু তার আগে একটি কথা - রিস্টার্ট হবার পর সিডি/ডিভিডি
ড্রাইভার অটো ইন্সটল হবে, ইন্সটল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টিপাটিপি বন্ধ রেখে অপেক্ষা করুন।
৯। এইবার মাই কম্পিউটার ওপেন করে দেখুন, আপনার সিডি/ডিভিডি ড্রাইভ ফিরে এসেছে।
এই পোস্টটি কারো উপকারে আসলে লিখে জানাবেন...।।
আমি priyatosh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিডি/ডিভিডি ড্রাইভ উধাও হয় কিভাবে?