গান থেকে ভোকাল রিমুভ করুন সহজ পদ্ধতিতে! (ফটো সহ)! বানিয়ে ফেলুন প্রফেশনাল মানের karaoke মিউজিক!!

টিটি তে সার্চ মেরে দেখলাম মিউজিক এর ভোকাল রিমুভমুভ করা নিয়ে বেশ কয়েকটি টিউন আছে। তবে ওইসব পদ্ধতি সহজ এবং কার্যকর হলেও অতটা ভাল মানের মিউজিক ট্রাক বানানো যায়না। তাই আজকে আমন একটি সহজ পদ্ধতি দেখাব যা দিয়ে আপনারা ভাল মানের karaoke ট্রাক বানাতে পারেন অর্থাৎ মিউজিক থেকে ভয়েস রিমুভ করে দিতে পারেন মিউজিক ফাইল এর কওয়ালিটি পরিবর্তন না করেই !! আসুন স্টার্ট করি।

যা যা লাগবেঃ

  1. windows ,linux অথবা mac এর যেকোন version ইন্সটল।
  1. Audacity নামের ফ্রী software । ডাউনলোড লিংকঃ  http://audacity.sourceforge.net/download/

যেভাবে করবেনঃ

  1. প্রথমে audacity ইন্সটল করে নিন। এরপর এইটা ওপেন ( launch) করুন। এরপর ফাইল মেনু থেকে আপনার মিউজিক ফাইলটি import অর্থাৎ লোড করুন এভাবেঃ File>Open. তারপর ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। তখন নিচের ছবির মত দেখাবে
  2. এরপর আপনাকে যা করতে হবে তা হল মিউজিক ট্রাকটি split করা। এজন্য নিচের ছবির লাল গোল্লা দেওয়া অংশে ক্লিক করে অপশনগুলো থেকে " split stereo track" সিলেক্ট করুন ।
  3. split করা হয়ে গেলে নীল রঙের frequency band ( উপরের চিত্রে নীল গোল্লা করা অংশ) এর যেকোন একটিতে ডাবল ক্লিক করুন। এরপর Effect মেনু থেকে Invert সিলেক্ট করুন। Effect>Invert.
  4. কাজ প্রায় শেষ। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। এই ধাপে নিচের ছবির লাল গোল্লা করা অংশে ক্লিক করে "mono" সিলেক্ট করুন। মনে রাখবেন, এই কাজ দুইবার করা লাগবে। একবার উপরের ট্রাক এর জন্য এবং আরেকবার নিচের ট্রাক এর জন্য। কারন split করার পর আপনার মিউজিকটি দুটি ট্র্যাকে ভাগ হয়ে যায়।
  5. দুইবার দুটি ট্র্যাক হতে "mono" সিলেক্ট করার পর আপনার কাজ শেষ। এইবার সেভ করার পালা। আপনার karaoke মিউজিকটি save করুন এভাবেঃ File>Export. অর্থাৎ File menu থেকে export সিলেক্ট করে পছন্দের ফোল্ডার এ সেভ করুন। mp3 ফরম্যাটে সেভ করার সময় error দেখালে আপাতত wav ফরম্যাটে সেভ করে নিন। এরপর যেকোন অডিও কনভার্টার (format factory, freemake converter) দিয়ে একে mp3 তে কনভার্ট করে নিন।

আপনাদের কাম শেষ !! টিউনটি ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। কারও বুঝতে অসুবিধা হলেও টিউমেন্ট কইরেন ।

"আগে কোথাও পোস্ট হয়নি"    "ভোকাল হয়ত পুরোপুরি রিমুভ করা যাবেনা, কিছু কিছু echo থেকে যেতে পারে। কিন্তু নিজের গান মিক্স করে ফেললে বুঝাই যাবেনা। অর্থাৎ karaoke মিউজিক ফাইল বানানোর জন্য যথেষ্ট কাজ করবে।"

পিসি তে আপনার নিজের গলার গান আর সাথে মিউজিক মিক্স করে সেভ করার জন্য দেখুন আমার এই টিউনটি !!  https://www.techtunes.io/?p=134026

Level 0

আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইসব !! ভাইসব !! টিউমেন্ট কই? টিউমেন্ট করেন পিলিস !!

Level 0

na re vai onk try korlam hoitase na.. 🙁

korlum

ভাইয়েরা তোমার বোনেরা আমার আজ অত্যন্ত খুশি খুশি মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের নতুন টিউনার শান ভাই। আপনারা দলে দলে উনার টিউনে আমার মতো টিউমেন্ট করে তাকে উৎসাহিত করে টিটি কমিউনিটির সেবা করার সুযোগ দিন। 😉 😉 😉 😉 😉 😉 😉 😉

টিউমেন্ট: অতিব সুন্দর হইয়াছে। আগামীতে আরো সুন্দর টিউনের প্রত্যাশায়। খুশিতো 😛 😀

Level New

কাজ করে না.

আমি অনেক গান চেষ্টা করেছি তবে একটি হয়েছে, ধন্যবাদ.

Level 0

Thanks

শান ভাই আপনার ফোন নম্বরটা দেন সমস্যায় আছি

Level 0

খালিদ ভাই, খুশি হইসি !! জব্বর খুশি !!

Level 0

ফোন নাম্বার তো দেওন যাবেনা ভাই, তয় ফেসবুকঃ http://www.facebook.com/shawonsona

Level 0

মনোযোগ দিয়ে পড়েন আর আরেকবার ট্রাই করেন। কাজ করবেই !! গ্যারান্টি !

tring…..
thank you

Level 0

Bos! আপনার onnano post gulu kajer kintu eta kaj korlo na.কারন, eta sudu purono dacher gangulor jonno projojjo.

bro live gan speaker diye shunanu jabe na? mane ami gaibo karaoke player r sound r sathe mixup hoye 1 sathe output ashe?

nice tune!

Level 0

এই System এ কখনই কাজ করবে না আর Tune টা শুধু মাত্র Trasnslate করা হইছে এখান থাকে…
http://www.howtogeek.com/56335/how-to-remove-vocals-from-music-tracks-using-audacity/
Tune করার আগে একটু Check করে নিবেন সেটা কাজ করে কিনা …

একবারে না পারিলে দেখ শতবার!! আমি শতবারের থেকেও কম চেষ্টা করিনি কিন্তূ ব্যর্থ হলাম।

Level 0

Check না করে টিউন করিনি রে ভাই। চেক করেছি, কাজ হইসে, তারপর টিউন করসি। আমি অযথা মানুষকে বোকা বানাই না। আপনার বেলায় কাজ না করলে আমার কি দোষ ? @ স্পর্শ

Level 0

এই সিস্টেম জানা নাই রে ভাই । তবে মিউজিক আর ভয়েস মিক্স করে mp3 আকারে সেভ করা যায়। @ অ্যাডসেন্স

Level 0

হলে হতেও পারে মাহবুব ব্র !

Level 0

যাদের কাজ হয়নি তারা audacity এর vocul remover effect ব্যাবহার করে দেখতে পারেন।

শান ভাই আমি ভোকাল রিমুভ করতে পারলাম না। আর কিছু কারোকি গান দেন না ভাই

শান ভাই এই গানটা আমি নিজে গাইছি http://www.ziddu.com/download/19851342/Kenoainesongotaimran.mp3.html

Level 0

wow !! ভাই অনেক সুন্দর হইছে !!

Level 0

vai onak valo laaglo kinto parlam na. accha vai ata deya ki ring ton banano jabe

কাজ করেনা!!!

Level 0

জোস, দারুন, অসাধারণ……………………
আমি আগেও বিভিন্ন টিপস পড়ে করতে চেষ্টা করেছি। কিন্তু পারিনি।
আজ পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ।
আশিকি-২ এর দুইটা গান করে দেখলাম । আমার কণ্ঠ মিক্স করে দেখলাম হয়েছে।

Level 0

xotil tune. thank u vai

ভাই,
কাজ করল না কেন বুঝলাম না 🙁

Level 0

prothome 2ta 1ta hoy pore hoy na karon ki

ভাই আমি সফল। আপনাকে ধন্যবাদ।