টিটি তে সার্চ মেরে দেখলাম মিউজিক এর ভোকাল রিমুভমুভ করা নিয়ে বেশ কয়েকটি টিউন আছে। তবে ওইসব পদ্ধতি সহজ এবং কার্যকর হলেও অতটা ভাল মানের মিউজিক ট্রাক বানানো যায়না। তাই আজকে আমন একটি সহজ পদ্ধতি দেখাব যা দিয়ে আপনারা ভাল মানের karaoke ট্রাক বানাতে পারেন অর্থাৎ মিউজিক থেকে ভয়েস রিমুভ করে দিতে পারেন মিউজিক ফাইল এর কওয়ালিটি পরিবর্তন না করেই !! আসুন স্টার্ট করি।
যা যা লাগবেঃ
যেভাবে করবেনঃ
আপনাদের কাম শেষ !! টিউনটি ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। কারও বুঝতে অসুবিধা হলেও টিউমেন্ট কইরেন ।
"আগে কোথাও পোস্ট হয়নি" "ভোকাল হয়ত পুরোপুরি রিমুভ করা যাবেনা, কিছু কিছু echo থেকে যেতে পারে। কিন্তু নিজের গান মিক্স করে ফেললে বুঝাই যাবেনা। অর্থাৎ karaoke মিউজিক ফাইল বানানোর জন্য যথেষ্ট কাজ করবে।"
পিসি তে আপনার নিজের গলার গান আর সাথে মিউজিক মিক্স করে সেভ করার জন্য দেখুন আমার এই টিউনটি !! https://www.techtunes.io/?p=134026
আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona
ভাইসব !! ভাইসব !! টিউমেন্ট কই? টিউমেন্ট করেন পিলিস !!