নিজের গান পিসি তে রেকর্ড কর, তাও মিউজিক সহ !! (video tutorial সহ) Don’t miss it !!

গান শুনতে কার না ভাললাগে ! আর নিজের গলায় গাওয়া গান হলে তো কথাই নেই ! এবার নিজেই হয়ে যান শিল্পি ! সবাইকে শুনিয়ে তাক লাগিয়ে দিন ! যেমনটা আমি করেছি। কথা না বাড়াইয়া কামের কথায় যাই।

এই কজ করতে হলে যে কয়েকটা জিনিস লাগবে  তা হলঃ

১। ভাল মানের হেডফোন (মাইক্রোফোন সহ)

২। Audacity নামের ফ্রী একটি সফটওয়্যার।

৩। মিউজিক ফাইল ভয়েস ছাড়া (বিস্তারিত নিচে বলতেছি)

কাজের ধারাঃ

১। প্রথমে Audacity সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে।  http://audacity.sourceforge.net/download/windows

এরপর ইন্সটল করুন।

২। google এ search দিয়ে আপনার কাঙ্খিত গানের  karaoke ভার্সন ডাউনলোড করে নিন। হিন্দি আর ইংলিশ সব গানের karaoke version নেটে পাওয়া যায়। কিন্তু বাংলা গানের ক্ষেত্রে এই সংখ্যা কম। কয়েকটা এড্রেস দিয়া দিলাম যেখান থেকে free karaoke songs ডাউনলোড করতে পারবেন। বলে রাখা ভাল, ভোকাল ছাড়া শুধু মিউজিকই হল karaoke গান।  http://www.howtogeek.com/56335/how-to-remove-vocals-from-music-tracks-using-audacity/  এই টিউটরিয়াল পড়লে নিজে নিজেই বানাতে পারবেন  হাই কোয়ালিটি karaoke music এবং সেটা Audacity দিয়েই !

Hindi songs-
http://www.desiweb.net
http://www.desim4u.net
http://www.123musiq.com
http://www.songs.pk
http://www.papuyaar.com
http://www.bollyexpress.com
http://www.okesite.com
http://www.musicmaza.com
http://www.bollyfm.com
http://cooltoad.com
http://limewire.com
http://mp3raid.com
http://gloomx.com
http://morpheus.com
http://3world.com
http://mpsraid.com
http://yourmp3.net
http://mp3fusion.net
http://apniisp.com
http://cooltoad.com
English songs-
http://3mp3.ru/eng/
http://music.download.com/2001-1_32-0.ht…
http://www.srikumar.com/music/mp3_music_…

Bangla songs-

http://www.ruposhibangla.webs.com/

সবচেয়ে ভাল বুদ্ধি হল 4shared.com এ কাঙ্খিত গানের নাম লিখে এর পাশে karaoke শব্দটা লিখে সার্চ দেওয়া। মিউজিক থেকে ভয়েস রিমুভ করার বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলু দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন তবে quality ভাল হবেনা। Audacity দিয়েও করতে পারবেন। এর Effects মেনুতে voice remover নামের একটা অপশন আছে।

৩। karaoke গান download করা হয়ে গেলে Audacity ওপেন করুন। microphone সহ headphone টা PC তে কানেক্ট করুন। এরপর আপনার headphne কানে লাগিয়ে যেকোন মিউজিক প্লেয়ার দিয়ে ডাউনলোড করা মিউজিক ফাইল টা বাজিয়ে শুনতে থাকুন। পাশাপাশি Audacity এর record (লাল ফুঁটা ওয়ালা বাটন) বাটন ক্লিক করুন আর মিউজিক এর তালে তালে গাইতে থাকুন।

৪। গান গাওয়া শেষ হয়ে গেলে Audacity এর recording বন্ধ করুন। কাজ অনেকটাই শেষ। এখন বিভিন্ন effect যোগ করলে করতে পারেন। না করলেও প্রবলেম নাই। effect যোগ করলে amplifier, delay এই দুইটাই যথেষ্ট।

৫। এবার আপনার ডাউনলোড করা karaoke ফাইলটা Audacity তে import করুন এভাবেঃ File>Import>Audio. এরপর ফাইলটা সিলেক্ট করে ওপেন করুন।  ফাইল লোড হওয়ার পর অটোমেটিক আপনার record করা voice এর সাথে মিক্স হয়ে যাবে।

৬। এবার গান সেভ করার পালা। সেভ করুন এভাবে: File>Export. বিভিন্ন ফরম্যাটে গানটি সেভ করা যাবে। যদি mp3 ফরম্যাটে সেভ করার সময় error দেখায় তাহলে wav ফরম্যাটে সেভ করুন। আর সেভ করার পর যেকোন Audio converter ( format factory, freemake converter ইত্যাদি) দিয়ে mp3 তে কনভার্ট করে নিন। কনভার্ট করার কারন হল wav ফরম্যাট এর ফাইলগুলা অনেক বড় সাইজের হয়। Audacity সফটওয়্যারটা অনেক ভাল মানের এবং এতে রেকর্ড করার আগে সেটিং থেকে রেকর্ডিং কোয়ালিটি সেট করা যায়। নরমাল থেকে স্টুডিও কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন রেঞ্জ আছে।

কাম শেষ !! কারও কাছে পোস্ট টা অনর্থক লাগতে পারে। তাই আমার নিজের গাওয়া (সম্পূর্ণ এই পদ্ধতিতে) একটি গানের লিংক দিয়া দিলাম।  http://www.mediafire.com/?bicljcj3xn8caji সবার কাছে অনুরোধ রইল গানটা শোনার।

"আগে কোথাও পোস্ট হয়নি"

আর যারা যারা এই পোস্ট পড়েও ক্লিয়ার বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা দিয়া দিলাম

নিজে নিজেই যদি karaoke মিউজিক ফাইল বানাতে চান তাহলে দেখুন এই টিউনটি  https://www.techtunes.io/?p=134221

Level 0

আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই রকম একটা কিছু খুজছিলাম। ভালো টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

jotil

ভাই এটা আমি অনেক দিন ধরে খোজছিলাম। কিন্তু একটা কথা আমি বেশি করে বাংলা গানের karaoke চাই যদি জানা থাকে লিংক শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে

Level New

এই রকম একটা খুজসিলাম মনে মনে। অনেক ধন্নবাদ ভাই।

মনে ধরছে। ধন্যবাদ

SHAN AMI AKJON VALO VOCAL KHOJTESI JODI TOMAR PORICHITO VALO VOCAL THAKE AMAR SATHY JOGAJOG KORTY PARO.01831137233.BA JODI KEO MUSIC ER PROTI AGROHI

Level 0

অনেক ধন্যবাদ সবাইকে। সামনে আরও আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্টা করব।

Level 0

আরাফাত ভাই, আপনার নাম্বার সেভ করে রাখলাম। আপনাকে জানাবো।

Level 0

আমি বেশি করে বাংলা গানের karaoke চাই যদি জানা থাকে লিংক শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে

Level 0

কি করে গান থেকে ভোকাল আলাদা করে শুধু ভাল কওয়ালিটির মিউজিক হিসেবে সেভ করা যায় সেই পোস্ট নিয়া আসতেছি আজ রাতেই। সাথে থাকেন

Level 0

ভাই, খালি বাংলা না, উর্দু,হিব্রু,তামিল,ফারসি সব গানের karaoke পাইবেন আজ রাতের টিউন পড়লে। সাথে থাকেন @phrumel

শান ভাই আপনার ফোন নম্বর বা ইমেইলটা একটু দেন ভাই। ঝামেলায় আছি। শিঘ্রই ঈদের আগে নিজের গান বাজারে ছাড়বতো। সফটওয়্যারটায় একটু বুঝতে সমস্যা হচ্ছে

Level 0

ভাই, ইমেইল> [email protected]