ফটোশপ এর সাহায্যে পাহাড়ের ভিতর সুর্যাস্ত তৈরি

নিচের ছবিটি খেয়াল করুন। এটি কোন ক্যামেরাতে তোলা নয়। এটি ফটোশপে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step20_4ade221899249.jpg

এজন্য আপনার চারটি ইমেজ দরকার হবে নিচে থেকে ডাউনলোড করে নিন।

১) একটি সূর্যাস্তের দৃশ্য

http://www.rongmohol.com/uploads/1805_1491_step3_4adde217aa68d.jpg

২) একটি পাহাড়ের ছবি

http://www.rongmohol.com/uploads/1805_1491_step6_4adde8d968bef.jpg

৩) + ৪) দুইটি তাম্বুর ছবি

http://www.rongmohol.com/uploads/1805_1491_step14_4ade141b0c1f9.jpg

http://www.rongmohol.com/uploads/1805_1491_step13_4ade13881827d.jpg

প্রথমে সূর্যাস্তের দৃশ্যটাকে লেসে টুলোর সাহায্যে সিলেকশন করে কেটে দিন।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step4_4adde5d36213c.jpg

তারপর আপনার পাওয়া পাহাড়ের ছবিটি কপি করে সূর্যাস্তের দৃশ্যের উপর কপি করে পেষ্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step8_4ade0c1769a07.jpg

ইরেজার টুল এর সাহায্যে চিত্রে দেখানো অংশটুকু খুব যত্নের সহিত ইরেজ বা ডিলিট করুন। আপনি চাইলে অপ্রয়োজনীয় অংশটুকু লেসোটুলের সাহায্যে ব্লক করেও ইরেজ বা ডিলিট করতে পারেন। কোন সমস্যা নেই।

সফলভাবে ডিলিট করতে পারলে আপনার ইমেজটি এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_1491_step9_4ade0cfe50e7b.jpg

চট করে একবার দেখেনিন আপনার পাহাড়ের ইমেজ এর লেয়ার সক্রিয় আছে কি/না। লেয়ার প্যালেট এ দেখা যায়। লেয়ার প্যালেট আনতে বা অদৃশ্য করতে কিবোর্ড থেকে F7 চাপুন।

পাহাড়ের ইমেজ সক্রিয় থাকলে ভাল না থাকলে লেয়ার প্যালেট থেকে পাহাড়ের ইমেজ এর উপর ক্লিক করুন। তারপর Edit - Adjustments - Curves এ যান। এখানে মান দিন

Input: 100
Output: 50

ওকে করুন।

তারপর আবার Edit - Adjustments - Color Balance এ যান। এখানে মান বসান
Midtones: Red + 60
Highlights: Red + 10, Yellow - 10
Shadows: Red + 10, Yellow - 10
তারপর ওকে করুন।

আপনার ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_1491_step11_4ade0f403c353.jpg

এরপর লেয়ার প্যালেট থেকে আকাশেল লেয়ার সিলেক্ট করে Image - Adjustments - Curves এ যান
তারপর মান দিন
Input: 200
Output: 100

তারপর ওকে করুন।

এরপর আসুন আমরা তাম্বু নিয়ে গ+অবেষনা করি। প্রথমে তাম্বুকে নিচে দেখানো টুল এর সাহায্যে অন্ধকার এবং আলোকিত করুন।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step16_4ade15c83d1fd.jpg

তারপর তাম্বুটিকে কপি করে আপনার মূল চিত্রের উপর কপি করে পেষ্ট করুন।
যেহেতু সুর্যের আলো হলুদ হবে সেহেতু একটু হলুদ কালার নিয়ে ব্রাশ ব্যবহার করুন। চিত্রে তাই বলা হয়েছে।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step17_4ade177ec2ff6.jpg

এরপর শ্যাডো দেওয়া পালা। শ্যাডো দেওয়ার জন্য Dodge Tool (O) এবং Burn Tool (O) ব্যবহার করুন।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step18_4ade194061408.jpg

হালকা শ্যাডো দেওয়ার জন্য Dodge Tool (O) এবং Burn Tool (O) ব্যবহার করাই যথেষ্ট কিন্তু গাঢ় বা বড় শ্যাডো দেওয়ার জন্য অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। যেমন ১ নং ও ২ নং তাম্বুতে হালকা শ্যাডো ব্যবহার করা হয়েছে কিন্তু ৩ নং তাম্বুতে গাঢ় শ্যাডে ব্যবহার করা হয়েছে।

http://www.rongmohol.com/uploads/1805_1491_step20_4ade221899253.jpg

এজন্য যে লেয়ার বা তাম্বুর বড় শ্যাডে দিতে হবে তা কপি করে পেষ্ট করুন বা লেয়ার ডুপ্লিকেট করুন। এজন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। তারপর Edit - Transform - Rotate 180 degrees. এ গিয়ে লেয়ারটাকে উল্টো করুন।

তারপর Edit - Transform - Flip Horizontal এ যান।
এরপর অপাসিটি  75% করে দিন। তাহলেই খুব সহজেই বড় বা গাঢ় শ্যাডো তৈরি হয়ে যাবে।

http://www.rongmohol.com/uploads/1805_whnmcpwmnpve.jpg

সব কিছু ঠিকঠাক করতে পারলে আপনার ফাইনাল ইমেজ এমন হবে

http://www.rongmohol.com/uploads/1805_1491_step20_4ade221899249.jpg

ধন্যবাদ।

সূত্র- এটি একটি অনুবাদ এবং এটি আমার ব্লগে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ফটোশপ শেখার কোন বাংলা বই আছে অনলাইনে ? থাকলে লিংক দেন? ধন্যবাদ আপনার টিউনটির জন্য

very good

আপনারা চাইলে এই
http://bd69web.blogspot.com

থেকেো Adobe Photoshop, Adobe Illustrator, Ulead Photoimpact, Adobe Indesign, Corel Draw, Quark Xpress, 3D Studio Max & Animation, Auto Cad 2D & 3D, Web Design(MySQL-PHP), Adobe Premiere, Adobe Plash, Microsoft Visual Basic, Mircrosoft Office Xp & 2007, Mobile Servicing & Hardware, Computer Servicing & Hardware এর বাংলা টিউটোরিয়াল নিতে পারেন।

    ভাই আপনার সাইটে কোন টিউটোরিয়াল নাই!!!! শুধু গুগলের দুই একটি এ্যাডসেন্স চোখে পড়ল।

    এবার পাবেন,
    ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ-
ভাল লাগলো। আমি ফটোশপে কাজ করিতো। কাজে আসবে।

valo Idea.
Thanks.

Nice tune,