এবার কথা বলবে আপানার স্টীল ইমেজ(.jpg file)!!!! একটি jpg file দিয়ে তৈরী করুন ভিডিও। মজা পাবেন।

কেমন আছেন সবাই?

আজ আমি আপনাদের একটি মজার সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। এর নাম Crazy Talk v4.0।

এর সাহায্যে আপনি আপনার/বন্ধুর স্টীল ইমেজ (.JPG File)কে কথা বলাতে পারবেন এবং এটি কে ভিডিও ফাইল হিসাবে সেভ করতে পারবেন।

আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে মজা পাবেন এবং অন্যকেও মজা দিতে পারবেন। তো আসুন এই সফটওয়্যারটারে কাজ করার কৌশল জেনে নেই।

০১. প্রথমে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অতঃপর অপেন করুন।

০২. এবার Import Image এ ক্লীক করুন।পরে আপনার ছবিটি সিলেক্ট করে Open বাটনে ক্লীক করুন।

20

০৩. এরপর Next then Ok করুন। চাইলে আরো ঘাটাঘাটি করতে পারেন।

০৪. এরপর Basic Facial Mode সিলেক্ট করুন। দেখবেন ছোট ছোট ডট আছে। এগুলোকে ক্লীক করে ড্রাগ করা যায়।

30

০৫. এবার এইসব ডটগুলোকে মুখ, চোখ এর মধ্যে ভাল করে সেট করুন। আরো অ্যাকুরেট করতে চাইলে Detailed Facial Mode এ ক্লীক করুন।

এতে করে ডটের সংখা বাড়বে। ফলে আপনি ঠিক মত ডটগুলোকে বসাতে পারবেন। আপনারা মাঝে মাঝে Play করতে পারেন।

০৬. এবার Advanced Facial Setting এ ক্লীক করুন। যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আপনারা চোখ, দাত, ঠোট ইত্যাদি নিবাচন করুন।

40

০৭. প্লে করলে দেখবেন আপনি যে ছবিটি নিয়েছেন তার ব্যাকগ্রাউন্ডসহ নড়ছে। এটি দুর করার জন্য আপনি Background Mask Editing সিলেক্ট করুন।

এবার ছবির চারপাশে কালার করুন। পরে ওকে করে প্লে করুন। দেখবেন ছবির ব্যাকগ্রাউন্ড স্থীর হয়ে আছে।

50

০৮. এবার এতে সাউন্ড যোগ করার পালা। এজন্য আপনি Script এ ক্লীক করুন।

60

অতঃপর টাইমলাইন এ ক্লীক করুন। এখান থেকে আপনি Import wave File, Text to speech, Background Sound যোগ করতে পারেন।

70

Import wave File (.wav) ফরম্যাট এর হতে হবে। এতে আপনি যা Import করবেন ছবি তাই বলবে। যেমন-কোন প্রানীর ডাক।

Text to speech এতেও আপনি যা লিখবেন ছবি তাই বলবে।

আপনি চাইলে Background Sound যোগ করতে পারেন।

এবার আসুন কিভাবে সেভ করবেনঃ আপনি আপনার তৈরী করা ফাইলটি Messenger, Greeting, Media, Web and Mobile এর জন্য করতে পারেন।

ধরুন আমরা ফাইলটিকে Media হিসাবে সেভ করব। এজন্য Media তে ক্লীক করুন।

80

অতঃপর ফাইলটি কতটুকু হবে (Hight&wideth no size) তা বক্সটিকে টেনে আকার নির্ধারন করুন। এবার Export বাটনে ক্লীক করুন। পাথ সিলেক্ট করে সেভ করুন।

সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে

আপনারা চাইলে এটি নিয়ে আরো ঘাটাঘাটি করতে পারেন। আমি এই সফটওয়্যারের মাত্র ১০% দেখালাম। এই সফটওয়ারটির আরো অনেক ভার্সন আছে। কিন্তু সেগুলো ফ্রিওয়্যার না।

আমি যেটার লিংক দিয়েছি সেটার keygen ওটার মধ্যে আছে। তাই প্রযুক্তির পাশাপাশি মেতে উঠুন হাসি আর আনন্দে। ভাল লাগলে বা কোন সমস্যা হলে মন্তব্য করুন।।।।।।

ভাল থাকবেন সবাই_____________H!R@

Level 0

আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমমমমম….. ভালো জিনিস…..
Thanx a lot…

হীরা ভাই সফটওয়্যার ডাউনলোড হ্য়না ভাল করে চেক করে নিন । আর আপনার yahoo মেইল এর inbox চেক করে নিন । পারলে answer দিয়েন ।

    কোথায় ভাই? সব ঠিক আছে তো। ভাল করে দেথেন ভাই। আপনাকে ধন্যবাদ

Level 3

nice software, হীরা আপনাকে আনেক ধন্যবাদ, এই রকম একটি সাইট পরিচয় করিয়ে দেয়ার জন্য ।

Level 0

ধন্যবাদ । খুবই সুন্দর টিউন ।

http://www.KnowForLife.com এই ওয়েব সাইটটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ওয়েব সাইট। যা বাংলাদেশের সকল নাগরিকের-ই কাজে আসবে ।নিজে ভিজিট করুন ,অন্যকে ভিজিট করতে বলুন,

ধন্যবাদ চালিয়ে যান

Level 0

ধন্যবাদ।

vai jobordost korsen

Level 0

vai software dowmload korese kinto open korte gele ” full- duplex sound required,check your sound device setting and try” again lekha ase ki korbo….please.