কিছুদিন আগেই আপনাদের প্রোগ্রামিং স্কিলকে একটু শার্প করে নিতে বিভিন্ন সাইটের মাধ্যমে টিউটোরিয়াল সাইট তুলে ধরেছিলাম। অনেকেই বেশ প্রসংশা করেছেন। অনেক এ্যামেচার প্রোগ্রামারদেরও অনেক কাজে লেগেছে। সে সময় অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম এরকম আরো টিউটোরিয়ালের সন্ধান দিতে। তাই আবার প্রোগ্রামিং নিয়ে টিউন করলাম। তবে এবার একটু ভিন্ন। এর আগে আমরা ইউটিউবে শুধু মুভি ক্লিপস দেখে সময় কাটাতাম, এখন আশা করি এই টিউনের পরে প্রোগ্রামিং পাগলরা ইউটিউবে বেশিরভাগ সময় কাটাবেন শেখার জন্যে। আসুন দেখে নেয়া যাক টিউটোরিয়ালগুলো -
দেনওয়েবস্টোন এর ভিডিও টিউটোরিয়াল
এ্যাডোব ফ্ল্যাশ টিউটোরিয়াল CS3 + CS4 এ্যাকশান স্ক্রিপ্ট 3.0
কিভাবে স্যোশাল নেটওয়ার্ক বানাতে হয়
পি এইচ পি টিউটোরিয়ালস কালেকশান
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
বাপরে !!! :O
টিনটিন ভাই তো ঝরের গতিতে টিউন নিয়া আগাচ্ছেন……:)
cHEeRz টিনটিন ভাই.. 😀