বিসমিল্লাহির রহমানির রহিম
আসসলামুয়ালাইকুম,সবাই কেমন আছেন ? আমি আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে ভালই আছি । কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের টিউন । আর এর বিষয় হলো ভিডিও টিউটোরিয়াল ।
ভিডিও টিউটোরিয়াল বানাবেন কেনোঃ
অনেকেই ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটে নানা ধরণের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকেন । সেগুলো অবশ্যই উপকারী । কারণ পড়ে শেখার চেয়ে বাস্তব দেখে দেখে শিখাই শ্রেয়,কেননা এতে জিনিসটি সহজেই আপনার আমার সকলেরই মনে ঢুকে যায় । আর এইটাই ডিজিটাল শিক্ষা প্রদ্ধতি ।
কিন্তু জানেন কি একটু চেস্টা করলে আপনিও বানাতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল । এতে আপনারা নিজেদের টিউটোরিয়াল শেয়ার করতে পারবেন ইউটিউবে । ফলে টিউটোরিয়ালগুলো পাবে আরো বিচিত্রতা ।
যা দিয়ে বানাবেন ভিডিও টিউটোরিয়ালঃ
ভিডিও টিউটোরিয়াল বানানোর অনেক সফটওয়ার আছে । তার মধ্যে আমার কাছে সুপার স্ক্রিন রেকোর্ডারটাই সবচেয়ে ভালো মনে হয়। জিলসফট প্রডাক্টশন এর বানানো এই সফটওয়ার পারে ভিডিও টিউটোরিয়াল বানানোর দায়িত্ব নিতে । এছাড়াও আর অনেক সফটওয়ার আছে এ কাজ করার জন্য । আর এ কাজ করার জন্য ব্যবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder যার আসল মূল্য $69.95 যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০০ টাকা ।
কেনো ব্যাবহার করবেন Zeallsoft Super Screen Recorder v4 :
এটি সবচেয়ে সরল ভার্সন । সবাইকে তাই এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো । সফটওয়ারটির কাজ খুব সহজ । যারা কম্পিউটারের Copy-Past করার যোগ্যতা রাখেন তারাও পারবেন এর কাজ ।এতে আপনারা সেট করতে পারবেন আপনাদের পছন্দমত কি-বোর্ড সর্টকাট ।
ব্যাবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder v4.2 ও :
তেমন কোন বিশেষ পার্থক্য নেই । শুধু আপিয়ারেন্স ভিন্ন । তাছাড়া নতুন ভার্সন বলে আডভান্স কিছু যুক্ত রয়েছে ।
মিডিয়াফায়ার আনলক কোডঃ andystonecold
ব্যাবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder v4.3 ও :
এটি এই সফটওয়ারের লেটেস্ট ভার্সন । এটিকে আমার কাছে ইউসার ফ্রেন্ডলি মনে হলো না । তাই এটা সম্পর্কে আর কিছু লিখলাম না ।
যেভাবে ডাউনলোড করবেন সফটওয়ারটিঃ
সফটওয়ারটির v4 ভার্সনটি ডাউনলোড দেওয়ায় কোন খটকা নেই ।কিন্তু v4.2 ভার্সনে একটু খটকা আছে । আর তা হলো এটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড দিতে হলে আনলক কোডটি দিয়ে প্রথমে ফাইলটিকে আনলক করতে হবে ।নতুদের জন্যই মূলত এটি পয়েন্ট আকারে দেয়া হলো ।
টিপসঃ
এইভাবে তো আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন । কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিন্সট নিতে চান তাহলে কি করবেন । যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা Al Programs> Accessories >Sniping Tool এর মাধ্যমে এ কাজটি করতে পারবেন । কিন্তু যেকোন উইন্ডোজে স্ক্রিণসট তুলতে আপনি ব্যবহার করবেন আপনার কি-বোর্ডের Print Screen Sys Rq এই সুইচটি চেপে Accessories থেকে Paint বের করে Clt V চাপবেন । তা যদি না করতে চান তাহলে Zeallsoft Super Screen Recorder v4.2/v4.3 ব্যবহার করতে পারেন ।
বিঃদ্রঃ পোস্টটা যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি যাতে পাঠক পড়তে পড়তে ঘুমিয়ে না যান । তাই কোন জিনিস না ভুঝলে নিচের লিঙ্কে যোগাযোগ করুন ।
আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, Zeallsoft Super Screen Recorder v4.3 এর ডাউনলোড লিঙ্কটা দেন(ক্র্যাক/প্যাচ/সিরিয়াল কী সহ)। ইউজার ফ্রেন্ডলি হোক আর না হোক, লেটেস্ট জিনিস ব্যাবহার করার মজাই আলাদা।