বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমিও হাল্কা হাল্কা ভালো । কাজের কথায় আসি । আমার প্রথম টিউনে আমি জানিয়েছিলাম ইন্সটলার সম্পর্কে । নতুনদের কথা চিন্তা করে আজ টিউটরিয়ায়ল লিখতে চলেছি ।
কাজ শুরুর আগে যারা আগের টিউনটি পড়েন নি তারা নিচের লিঙ্কে গিয়ে টিউনটি পড়ে নিন ।
আগে বলে রাখি টেক্টিউন্সে টিউন করে জানতে পারলাম যে শেয়ার করার আনন্দ কতটুকু । তাই ধন্যবাদ টেক্টিউন্স ।
প্রস্তুতি নিন ১..................২................................৩.......................................
১ ফাইলটি ওপেন করুন বিভিন্ন অংশের সাথে পরিচিত হয়ে নিন
এর পরের Registry,Comands,Ini,Fonts,ActiveX এ হাত না দেওয়াই ভালো ।যদিও আমি এখানে টুকটাক কাজ করি ।
এইহোলো ইন্সটলেশনের স্ট্রাকচার । এবার আমরা Uninstallation এর কাজ করবো ।
সবশেষে এই বাটনে ক্লিক করে Build করুন আপনার নিজের বানানো ইন্সটলার ।
আজ এই পর্যন্তই এরপর আরও এইরকম সফটওয়ার নিয়ে হাজির হবো বাংলাদেশের ফেইসবুকে(টেক্টিউন্সে) আগামীকাল স্ক্রীনশটগুল আপলোড কবো ইনশাহআল্লাহ ।
আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পারিনা।
সব ঠিক ঠাক মত হয় কিন্তু, যে সেটাপ ফাইল টা আমি তৈরী করি সেটায় ডাবল ক্লিক করলে সেটাপ নেয় না।
আমি কি করব?