সহজেই বানান সফটওয়ারের সফটওয়ার-পর্ব ২ টিউটোরিয়াল

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমিও হাল্কা হাল্কা ভালো । কাজের কথায় আসি । আমার প্রথম টিউনে আমি জানিয়েছিলাম ইন্সটলার সম্পর্কে । নতুনদের কথা চিন্তা করে আজ টিউটরিয়ায়ল লিখতে চলেছি ।

কাজ শুরুর আগে যারা আগের টিউনটি পড়েন নি তারা নিচের লিঙ্কে গিয়ে টিউনটি পড়ে নিন ।

সহজেই বানান সফটওয়ারের সফটওয়ার,এককথায় ইন্সটলার !!!

আগে বলে রাখি টেক্টিউন্সে টিউন করে জানতে পারলাম যে শেয়ার করার আনন্দ কতটুকু । তাই ধন্যবাদ টেক্টিউন্স ।

প্রস্তুতি নিন ১..................২................................৩.......................................

১    ফাইলটি ওপেন করুন বিভিন্ন অংশের সাথে পরিচিত হয়ে নিন

  • General            : এই অংশে আপনি আপনার প্রগ্রামের নাম,ওয়েবসাইট,কোম্পানি,কোন ডিরেক্ট্রিতে আপনার ইন্সটলার ফাইল সেভ করতে চান তা সিলেক্ট করুন ।
  • File                   :   এটা অত্যন্ত প্রয়জনীয় অংশ । এখানে ক্লিক করে ফোল্ডার সমেত ফাইল সিলেক্ট করুন । Destination Directory তে আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে আপনি কোথায় ফাইল রাখতে চান অর্থাত প্রোগ্রাম টি ইন্সটল হওয়ার পর ফাইলগুলো কোথায় যাবে সেই ডিরেক্টরি সিলেক্ট করুন ।
  • Requirements : এখানে আপনি যে OS এ ইন্সটলারটি চালাতে দেবেন তা সিলেক্ট করুন । এখানে আপনি যদি Windows XP এর টিক তুলে দেন তাহলে Windows XP তে আপনার প্রগ্রাম আর চলবে না ।
  • Dialogs             : এখানে আপনার ডেস্টিনেশন পথ  টি দিয়ে দিন টাইটল টেক্ট ইচ্ছামত দিন ।
  • Interface        : এখানে আপনার হেডার,লোগো,ভাষা সিলেক্ট করুন ।হেডারের সাইজ ৪৮*৪৮ আর লোগোর সাইজ ১৬৪*৩১৪ হলে ভালো হয় ।
  • Shortcut         : একটা সফটওয়ার ইন্সটল দিলে আপনি ডেক্সটপে একটা আইকন পান । ওটা মূল সফটওয়ারটি নয় ।ওটাকেই সর্টকাট বলে ।

এর পরের Registry,Comands,Ini,Fonts,ActiveX এ হাত না দেওয়াই ভালো ।যদিও আমি এখানে টুকটাক কাজ করি ।

এইহোলো ইন্সটলেশনের স্ট্রাকচার । এবার আমরা Uninstallation এর কাজ করবো ।

  • Genaral :  এখানে উপরের ছবিটি অনুসরন করুন ।
  • Files       :  এটা অত্যন্ত প্রয়জনীয় অংশ । এখানে ক্লিক করে ফোল্ডার সমেত ফাইল সিলেক্ট করুন । Destination Directory তে আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল এ Uninstall এর সাথে কোন ফাইল্গুলো ডিলেট করাতে চান তা সিলেক্ট করুন  অর্থাত প্রোগ্রাম টি আনইন্সটল হওয়ার পর কোন ফাইল্গুলো ডিলেট হবে তা সিলেক্ট করুন ।

সবশেষে  এই বাটনে ক্লিক করে Build করুন আপনার নিজের বানানো ইন্সটলার ।

আজ এই পর্যন্তই এরপর আরও এইরকম সফটওয়ার নিয়ে হাজির হবো বাংলাদেশের ফেইসবুকে(টেক্টিউন্সে) আগামীকাল স্ক্রীনশটগুল আপলোড কবো ইনশাহআল্লাহ ।

Level New

আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি পারিনা।
সব ঠিক ঠাক মত হয় কিন্তু, যে সেটাপ ফাইল টা আমি তৈরী করি সেটায় ডাবল ক্লিক করলে সেটাপ নেয় না।
আমি কি করব?

কিছুই বুঝলাম না 🙁

vai Apnake onek thanks.

ami tik tak moto kah korte parsi.

vai user name And license key ta dile khub khushi hotam… thanxxxxxxx

username : cracksurl
license key : F334E-DV05I-SIN7F-RT6MH-6CFWB

for smart install maker 5.04
[test koro, khushi thako.]