মোবাইল ও কম্পিউটারে বাংলা লিখুন ফোনেটিক পদ্ধতিতে সাথে কিছু বাংলা টুলস

মোবাইল থেকে বাংলা লিখুনঃ

Write Bangla On Mobile এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা ...
427765_363991063622648_290597758_n.jpg
কিভাবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?

স্টেপ ১ :
"OPERA MINI" ব্রাউজার দিয়ে
http://writebangla.com/
এই লিংক (এপ্লিকেশন) টি তে প্রবেশ করুন...
এবার "Write Bangla On Mobile" সেকশনে যাবেন, এখানে মোবাইল থেকে বাংলা লিখার ২টি(অভ্র ফোনেটিক এবং ফোনেটিক)ভার্শন পাবেন।
»Write Avro Phonetic Bangla (V 2)
»Write Avro Phonetic Bangla+FB status (V 2)
এবং
»Write Phonetic Bangla (V 1)
»Write Phonetic Bangla+FB status (V 1)

সরাসরি বাংলা স্ট্যাটাস এর জন্য "+FB status" ভার্শন ব্যবহার করুন।ব্লগ লিখা,মেইল করা বা অন্য কাজ "কপি পেস্ট" এর মাধ্যমে বাংলায় করতে "+FB status" ভার্শন ব্যবহার করার প্রয়োজন নেই।মনে রাখবেন "+FB status" ভার্শন ব্যবহার করতে আপনাকে অবশ্যই "রাইট বাংলা" কে "ফেসবুক পারমিশন" দিতে হবে।

স্টেপ ২ :
(***এই স্টেপ টি শুধুমাত্র সরাসরি ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুযোগ থাকা ভার্শন গুলোর জন্য এবং শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)
(**আপনি যদি সরাসরি স্ট্যাটাস না দিয়ে কপি পেস্ট করে লিখতে চান তাহলে "+FB status" না থাকা ভার্শন গুলো ইউজ করুন এবং এই স্টেপটি আপনার জন্য নয়।**)
এখন ফেসবুক পারমিশন দিতে বলবে...
দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
এলাউ করুন....

স্টেপ ৩ :
"Banglish Input Box" এ ইংরেজি বর্ণে বাংলা ফোনেটিক সিস্টেমে KeyMap অনুযায়ী যা লিখতে চান তা লিখুন।

যেমনঃ(অভ্র ফোনেটিক বাংলা)
amar sOnar bangla ami tOmay bhalObasi = আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
389651_379433292078425_205378672817222_1244138_1879545487_n.jpg

যেমনঃ(ফোনেটিক বাংলা)
jn+m/jn.m diyech tumi mago, tai tomay valobasi = জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
389651_379433298745091_205378672817222_1244139_1301586849_n.jpg

নির্ভুল বানানে বাংলা লিখতে কয়েকটি Rules এবং Keymap দেখুন এখান থেকে:
v1: http://writebangla.com/AvroPhoneticKeymap.html
v2: http://writebangla.com/PhoneticKeymap.html

বাংলিশ লেখাটি সরাসরি কনভার্ট না হলে "Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...
"Bangla Output Box" এর নিচেই আপনি "▯▯▯▯▯▯▯▯" সিম্বল গুলোর প্রিভিউ দেখতে পাবেন,এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন...

সব কিছু ঠিক থাকলে এখন "Post FB Status To Your Wall" এ ক্লিক করুন...
64126_366306663391088_205378672817222_1200841_652069953_n.jpg
এখন আপনার ওয়ালে বাংলা স্ট্যাটাস আপডেট টি দেখতে পাবেন...

_______
আপনি যদি কপি পেস্ট ভার্শন ব্যাবহার করতে চান তাহলে বাংলা আউটপুট বক্স থেকে কপি করে তা যেকোন সাইটে পেস্ট করে বাংলা লিখতে পারবেন।
অপেরা মিনি ৫ বা ৬ ভার্শন থেকে একটি ট্যাব এ Write Bangla On Mobile এপ্লিকেশন টি খুলে রাখুন অন্য ট্যাব এ ফেসবুক ওপেন করে যার পোস্ট এ কমেন্ট করবেন সেখানে যান......

এবার এপ্লিকেশন ট্যাব এ যা লিখার লিখে তা কনভার্ট করুন,এখন বাংলা আউটপুট বক্স থেকে কনভার্টেড টেক্সট গুলা কপি করে "ফেসবুক" ট্যাব এ গিয়ে "কমেন্ট বক্স" এ পেস্ট করে বাংলায় কমেন্ট করুন......

(একই ভাবে অন্যের ওয়ালে, মেসেজে, নোটে, মেইলে, ব্লগে বা অন্য কোন সাইটেও বাংলা লিখতে পারবেন)

কিভাবে কপি পেস্ট করতে তা এখানে ডিটেইলস লিখা আছেঃ
http://writebangla.com/faq/how-can-i-copy-and-paste-bangla-on-mobile.html

_______
মোবাইলে বাংলা এবং আমাদের এপ্লিকেশনে বাংলা সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান দেখুন এপ্লিকেশনের FAQ পেজে:
http://writebangla.com/WriteBanglaOnMobile-FAQ.html
_______

তারপর ও কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এবং সমস্যা সম্পর্কে আমাদের জানান...
457882e87d35abb6e93b607ba66b872e.jpg
http://www.facebook.com/WriteBanglaViaMobile

-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
কম্পিউটার থেকে বাংলা লিখুনঃ
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

পিসি থেকে বাংলা লিখার জন্য প্রথম এই লিংক এ যানঃ
http://bp.writebangla.com/

এখানে কম্পিউটার থেকে বাংলা লিখার ৩টা অপশন পাবেনঃ
»Write Bangla Offline Pad-Download
402764_160080444111887_137839713002627_204639_99043977_n.jpg
http://bangla-pad.googlecode.com/
(এটা ব্যাবহার করে আপনি অফলাইনে বাংলা লিখতে পারবেন)

»Online WriteBangla Pad
http://writebangla.com/OnlineWriteBanglaPad.html
(এটা ব্যাবহার করে আপনি অফলাইনে বাংলা লিখতে পারবেন না,আপনাকে ইন্টারনেট ইউজ করে বাংলা লিখতে হবে)

»Online WriteBangla Pad+FB status
http://apps.facebook.com/banglafbstatus/
(এটা ফেসবুক এপ্লিকেশন, আপনি https ব্যবহারকারী হলে এটা ব্যবহার করতে পারবেন না কারন আমাদের সার্ভারে ssl সাপোর্ট নেই, এটা ইউজ করতে হলে আপনাকে ফেসবুক একাউন্টস সেটিংস থেকে https ডিজেবল করতে হবে।)

-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
অন্যান্য বাংলা টুলসঃ
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

»Online Bangla Tools
http://writebangla.com/OnlineBanglaTools.html
এখালে আপনি পাবেন ইউনিকোড থেকে পুরাতন বাংলা এবং পুরাতন বাংলা থেকে ইউনিকোড বাংলায় কনভার্টার।

»Bangla Tools For Developer

» Bangla Date On Your Site (বঙ্গাব্দ)
419012_368914469796974_205378672817222_1209028_890667970_n.jpg

যেকোন ওয়েব বা ওয়াপ মাস্টার চাইলে তার সাইটে বাংলা তারিখ "বঙ্গাব্দ" প্রদর্শন করতে পারবেন শুধুমাত্র ১লাইনের একটি কোড এর মাধ্যমে।

http://writebangla.com/BanglaDate.html
এই লিংক এ গিয়ে আপনার পছন্দ মতো ফরম্যাট বেছে নিন:

ফরম্যাট একঃ
আজ ২৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ
ফরম্যাট দুইঃ
আজ ২৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ, সোমবার
ফরম্যাট তিনঃ
সোমবার, ২৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ

এবার টেক্সট বক্স থেকে ১ লাইনের কোডটি কপি করুন, তারপর আপনার সাইটের যেখানে খুশি কোডটি বসিয়ে নিন।

» English Date On Your Site (খ্রিষ্টাব্দ)
http://writebangla.com/EnglishDate.html

Level 0

আমি এসইও মাফিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস