আসুন ফটোসপে টেক্সট ইফেক্ট দিতে শিখি। খুব সহজ……… একবার চেষ্টা করেই দেখুন না……..
আপনি যদি সবধাপগুলো সফলভাবে করতে পারেন তাহলে ফাইনাল ইমেজ এমন হবে
প্রথমে ফটোসপ ওপেন করে নতুন পেজ বা ডকুমেন্ট নিন।
যার সাইজ হবে ১০০০ বাই ৫০০ পিক্সেল, রেজুলেশন হবে ৭২ এবং RGB কালার মুডে হবে।
এরপর এর উপর টেক্চার এ্যাপ্লাই করুন। না পারলে গ্রিডেন্ট টুল ব্যবহার করতে পারেন। গ্রিডেন্ট টুল আনতে হলে কিবোর্ড থেকে G চাপতে হবে।
টেক্চার বা গ্রিডেন্ট এর কালার পছন্দ না হলে আপনি কালার সহজেই চেইঞ্জ করে নিতে পারেন। এজন্য Image > Adjustments > Hue/Saturation এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+U চাপুন।
এখানে বিভিন্ন মানের পরিবর্তন ও কালার পরিবর্তন করে টেক্চার বা গ্রিডেন্টের কালার পরিবর্তন করা যায়।
Sharpen Tool ব্যবহার করে টেক্চার বা গ্রিডেন্ট কে Sharpen করে নিতে পারেন।
এরপর Horizontal Type Tool টুল ব্যবহার করে টেক্টট যোগ করুন। টেক্সট একটু বড় করে নিন
এরপর Layer>Layer Style থেকে একে একে পর্যায়ক্রমে নিচের অপশনে গিয়ে নিচের মত করে সেটিংস এ্যাপ্লাই করুন—
আপনি একে একে নিচের অপশনগুলোতে যাবেন
• Drop Shadow
• Inner Shadow
• Outer Glow
• Inner Glow
• Bevel and Emboss
• Contour
• Satin
• Color Overlay
• Pattern Overlay
• Stroke
আপনি যদি সবগুলো সেটিংস এ্যাপ্লাই করতে পারেন তাহলে ফাইনাল ইমেজ এমন হবে
পোষ্টটি আমার বাংলা ব্লগে ও প্রকাশিত হয়েছে
এরকম সব টিউটোরিয়ালের জন্য ভিজিট করুন- http://raselblog.co.cc
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
এই টিউটোরিয়াল টি এখান থেকে নেয়া http://www.photoshopstar.com/ I এইরকম আরও অনেক টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে ।