আসুন ভিসতার ওয়ালপেপার বানাই।
কি মনে হচ্ছে? পারবেন না?
খুবই সোজা। একবার করেই দেখুন না……………….
তো আসুন শুরু করি।
প্রথমে ফটোসপে একটা যে কোন ছবি ওপেন করুন।
যে কোন বলেছি তাই বলে কোন সাদা ইমেজ ওপেন করে বইসেন না যেন!!
যে কোন ল্যান্ডস্কেপ ছবি ওপেন করুন।
এরপর আমরা Gaussian blur ইফেক্ট দেব। এর জন্য প্রথমে filter>blur>Gaussian blur এ যান
তারপর এখানে ৭৫ পিক্সেল করে ওকে করে দিন।
এরপর নিচের মত করে কালার ব্যালেন্স করুন। কালার ব্যালেন্স আনতে কিবোর্ড থেকে Ctrl+B দিন অথবা Image>Adjustments> Colour Balance এ যান
তাহলে ইমেজ এমন হবে
তারপর রেক্টাঙ্গেল টুল ব্যবহার করে নিচের মত করে নিচের দেখানো অংশ সিলেক্ট করুন।
তারপর blending options এ blend mode এ Overlay করে দিন
এরপর outer glow অপশনে নিন্মোক্ত সেটিং এ্যাপ্লাই করুন
তাহলে ইমেজ এমন হবে
তারপর ইমেজের লেয়ার ডুপ্লিকেট করে চিহ্নিত অংশ ফ্রি ট্রান্সফরম করুন। ফ্রি ট্রান্সফরম করতে কিবোর্ড থেকে Ctrl+T দিতে হবে অথবা edit>free transform এ যান।
এরপর warp থেকে নিচের মত করে চিত্রে warp করুন
তারপর blending options এ নিচের মত করে সেটিংস এ্যাপ্লাই করুন
এরপর outer glow অপশনে নিন্মোক্ত সেটিং এ্যাপ্লাই করুন
আপনি যদি সফলভাবে সবগুলো কাজ করতে পারেন তাহলে ফাইনাল ইমেজ এমন হবে
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
অসাধারণ। আপনাকে “ডিজাইনার ট্রেনিং” সাইটে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি।
http://designer.webcraftbd.com
আগ্রহী হলে [email protected] এ ইমেইল করুন।