এই পোষ্টের আগের পর্বগুলো দেখতে চাইলে নিচের শীটের নাম এর উপর ক্লিক করুন।
আগের পর্বে আমরা এক্সেলের Wage Sheet তৈরি করা শিখেছিলাম। আজ আমরা Commission Sheet শিখব।
পর্যায়ক্রমিক ভাবে চলবে
1) Data Sheet
2) Electric Bill
3) Wage Sheet
4) Commission Sheet
5) Division Sheet
6) G.P.A Sheet
7) Gold seek
আজ আমরা শিখবো ডিভিশন শীট।
শিক্ষাবোর্ডগুলো তাদের রেজাল্ড ডিভিশন ভিত্তিতে বের করে থাকে। এক্ষেত্রে কোন ছাত্র/ছাত্রীর সব পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৩৩ এর উপরে থাকলে তাদের পাশ বলা হয়। কোন ছাত্র/ছাত্রীর যে কোন পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৩৩ কম থাকলে তাদের ফেল বলা হয়। আবার কোন ছাত্র/ছাত্রীর মোট নম্বর ৩৩৩ এর বেশী কিন্তু ৪৫০ এর কম হলে তাদের ৩য় বিভাগ, ৪৫০ এর বেশী কিন্তু ৬০০ এর কম থাকলে তাদের ২য় বিভাগ, ৬০০ এর বেশী কিন্তু ৭৫০ এর কম তাদের ১ম বিভাগ এবং নম্বর ৭৫০ এর বেশী হলে তাদের ষ্টার মার্ক বলা হয়।
ডিভিশন শীটের সাহায্যে খুব সহজেই আপনি এ হিসাব বের করতে পারেন।
নিম্নরূপভাবে এটি করা হয়।
প্রথমে মোট এর ঘরে ১ নং সূত্রটি বসাতে হবে। তারপর ডিভিসনের ঘরে ২নং সূত্রটি বসাতে হবে।
সূত্রঃ
১) =sum(c4:k4) > Enter
২) =IF(OR(C4<33,D4<33,E4<33,F4<33,G4<33,H4<33,I4<33,J4<33,K4<33)
,"FAIL",IF(L4>=750,”STAR”,IF(L4>=600,”1ST”,IF(L4>450,”2ND”,IF(L4>=333
,”3RD”)))))
আমার আগের পোষ্টগুলো ফলো করলে এই সূত্রটি বুঝতে কোন সমস্যা হওয়ার কথা নয়। তারপরও না বুঝতে পারলে আমাকে জানান।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
T
H
A
N
K
S