এই পোষ্টের আগের পর্বগুলো দেখতে চাইলে নিচের শীটের নাম এর উপর ক্লিক করুন।
আগের পর্বে আমরা এক্সেলের Wage Sheet তৈরি করা শিখেছিলাম। আজ আমরা Commission Sheet শিখব।
পর্যায়ক্রমিক ভাবে চলবে
1) Data Sheet
2) Electric Bill
3) Wage Sheet
4) Commission Sheet
5) Division Sheet
6) G.P.A Sheet
7) Gold seek
আজকাল কোম্পানীগুলো খুব বেশী চালাক হয়ে গেছে। বিশেষ করে বেসরকারী কোম্পানীগুলো। তারা চায় তাদের বিক্রয় প্রতিনিধিগুলো বেশী করে কাজ করুক। এজন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অফার করে। যেমন- বেতন বাড়ানো, কমিশন, মোটরসাইকেল কিস্তিতে দেওয়া, মোবাইল বা অন্যান্য পন্য ইত্যাদি ইত্যাদি। তারা চায় যে আমার কোম্পানীতে যদি একজন লোক যদি দুইজন লোকের সমান কাজ করে তাহলে আমি দুইজন লোক বেতন দিয়ে রাখব কেন? তাই তারা এ অফারগুলো দিয়ে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে বেশী কাজ করিয়ে নেয়।
ধরা যাক এরকমই কোন এক কোম্পানি তাদের বিক্রয় প্রতিনিধিদের তাদের বিক্রয়ের ওপরে নিন্মোক্তহারে কমিশন দেয়ঃ-
বিক্রয় ২০,০০০ হাজার বা তার কম হলে কমিশন ৩%, ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ হাজার টাকা হলে কমিশন ৫.৫%, ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা হলে কমিশন ৮% ও ৬০,০০০ টাকার ওপরে হলে ১০% কমিশন।
কমিশন শীট ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন পরিমান টাকার কমিশন বের করতে পারেন
নিম্নরূপভাবে এটি করা হয়।
প্রথমে এক্সেলে নিচের চিত্রের মত ডাটা টাইপ করে নিন। তারপর চিত্রে উল্লেখিত স্থানে নিচের সূত্রটি টাইপ করে এন্টার দিন।
সূত্রঃ =if(c5<20000,c5*3%,if(and(c5>=20000,c5<=40000),c5*5.5%,if(and(c5>40000,c5<=60000),c5*8%,if(c5>=60000,c5*10%))))
এখানে একই ভাবে if মানে যদি কম্পনেন্ট সেল অর্থাৎ c5 যদি ২০০০০ এর চেয়ে কম হয় তাহলে ৩% হারে কমিশন হবে যেমন শর্তে বলা আছে
বিক্রয় ২০,০০০ হাজার বা তার কম হলে কমিশন ৩%
বাকীগুলো একইভাবে করতে হবে।
কিন্তু লক্ষ করেছেন এখানে and ব্যবহার করা হয়েছে……… কেন করা হয়েছে তা জানতে আমাকে মন্তব্য আকারে লিখুন। তাহলে আমার এক ঢিলে দুই পাখি মারা হবে তা হল
১) আমার পোষ্ট আপনারা মনযোগ দিয়ে পড়ছেন নাকি বুঝতে পারব।
২) আমার এত কষ্টকরে লিখা টিউটোরিয়ালগুলো জলে যাচ্ছে নাকি বুঝতে পারব।
ধন্যবাদ।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
এখানে and ব্যাবহার করা হয়েছে বিশ হাজার আর চল্লিশ হাজার কে একই % রেইট ধরার জন্য। যেমন করা হইছে ৪০ থেকে ৬০ হাজার একই রেইট ধরার জন্য।
আমি জানি না আমার উত্তর সঠিক হয়েছে কি না যদি ভুল হয় বলে দেবেন প্লিজ। আর আমি এ জন্য লিখছি যে আপনার লিখা যে ভাল আর সার্থক হইতেছে তা বুঝানোর জন্য। আশা করি আপনি চালিয়ে যাবেন।
ধন্যবাদ