মাইক্রোসফট এক্সেল (অভিজ্ঞদের জন্য নয়) পার্ট – ৫

এই পোষ্টের আগের পর্বগুলো দেখতে চাইলে নিচের শীটের নাম এর উপর ক্লিক করুন।

আগের পর্বে আমরা এক্সেলের ফর্মেটিং সম্পর্কে শিখেছিলাম। এরপর আমরা বিভিন্ন শীটের কাজে মননিবেশ করব।

পর্যায়ক্রমিক ভাবে চলবে
1) Data Sheet
2) Electric Bill
3) Wage Sheet
4) Commission Sheet
5) Division Sheet
6) G.P.A Sheet
7) Gold seek

Electric Bill

আজকে দেখাব কিভাবে ইলেক্টিক বিল তৈরি করতে হয়।

আমরা সবাই জানি আমাদের দেশে বিদ্যুত এর অবস্থা। বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার মেগাওয়াটের উপরে৷ কিন্তু চাহিদার তুলনায় বিদুৎ এর উৎপাদন যথেষ্ঠ নয়। দেশের জনগনকে যাতে কম বিদুৎ ব্যবহারের জন্য উৎসাহিত করা যায় সেজন্য ধরুন সরকার একটি নিয়ম তৈরি করল এ নিয়মানুসারে কোন গ্রাহক যদি বিদ্যূত খরচ ১-২০০ ইউনিট হয় তাহলে বিল হবে প্রতি ইউনিট ২ টাকা, বিদ্যুত খরচ যদি ২০০-৪০০ ইউনিট হয় তাহলে বিল হবে প্রতি ইউনিট ২.৫০ টাকা, বিদ্যুত খরচ যদি ৪০০-৬০০ ইউনিট হয় তাহলে বিল হবে প্রতি ইউনিট ৩.২০ টাকা, বিদ্যুত খরচ যদি ৬০০ ইউনিটের ওপরে হয় তাহলে বিল হবে প্রতি ইউনিট ৪.৫০ টাকা।

সুতরাং দেখা যাচ্ছে যে, যে যত কম বিদ্যুত ব্যবহার করবে তার তত বিদ্যুত বিল কম আসবে। এখন ধরুন আপনি ডেসকোর একজন কম্পিউটার অপরেটর। আপনাকে এসব বিদ্যুত বিল তৈরি করতে হয়। এবার আসুন দেখি কিভাবে বিদ্যুত বিল তৈরি করতে হয়

এই শীট ব্যবহার করে খুব সহজেই আপনি কোন গ্রাহকের বিল বের করতে পারবেন।
নিম্নরূপভাবে এটি করা যায়ঃ-

প্রথমে নিচের চিত্রের মত করে এক্সেলে ডাটা টাইপ করুন। তারপর নিচের মত করে সূত্র বসান।

সূত্র – =if(c5<=200,c5*2,if(c5<=400,c5*2.5,if(c5<=600,c5*3.2,if(c5>600,c5*4.5))))

এখন আমরা সূত্রটা বোঝার চেষ্টা করি।

প্রথমে লেখা আছে If অর্থাৎ যদি কম্পনেন্ট ঘর অর্থাৎ c5 ২০০ এর চেয়ে কম অথবা সমান হয় তাহলে c5 গুন ২ হবে। অর্থাৎ প্রথমে যেমন বলা আছে

বিদ্যূত খরচ ১-২০০ ইউনিট হয় তাহলে বিল হবে প্রতি ইউনিট ২ টাকা

একইভাবে যদি কম্পনেন্ট ঘর অর্থাৎ c5 ৪০০ এর চেয়ে কম অথবা সমান হয় তাহলে c5 গুন ২.৫ হবে। অর্থাৎ প্রথমে যেমন বলা আছে

বিদ্যুত খরচ যদি ২০০-৪০০ ইউনিট হয় তাহলে বিল হবে প্রতি ইউনিট ২.৫০ টাকা

একইভাবে সবগুলো বুঝে নিন

আর না পারলে আমাকে জানান।

এভাবে প্রথমটার সূত্র বসিয়ে সেলের নিচের ডানপাশে কালে বক্সে মাউস ধরে ড্রাগ করে নিলেই অনুরুপভাবে সব সেলে সূত্র অটোমেটিক্যালি বা সয়ংক্রিয়ভাবে বসে যাবে।

পোষ্টটির সূত্র

পরবর্তী পোষ্ট ই-মেইলে পেতে এখানে ক্লিক করুন

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিয়মিত সুন্দর টিউটরিয়াল দেয়ার জন্য ধন্যবাদ। অনেকের বাংলায় এক্সেলের সিট দরকার পরে , প্রিন্ট করে রাখতে ইচ্ছে করছে।

    আপনাকে ও নিয়মিত আমার টিউটোরিয়ালগুলো পড়ার জন্য স্বাগতম। অবশ্যই প্রিন্ট করে রাখতে পারেন।

    মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

    এক্সেল টিউটরিয়ালগুলো প্রিন্ট করেছি। আপনার লেখাগুলো বিষয় ভিত্তিক পিডিএফ ই-বুকও বানাতে পারেন। অনেকদিন ধরে ভাবছি টেকটিউনসের বাছাইকৃত টিউনগুলো দিয়ে ই-বুক করার প্রস্তাব করবো।

রাসেল আহমেদ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Level 0

আপনার টিউনটা বেশ ভালো হচ্ছে। আমার মতো অনেকের কাজে লাগবে। ধন্যবাদ জানাচ্ছি আবারো। আরো সুন্দর সব টিউন এর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

    ধন্যবাদ আমার টিউনগুলো পড়ার জন্য। আশাকরি এক্সেল এর টিউটোরিয়াল শেষ করে ওয়ার্ডপ্রেস এর উপর একটু লিখার চেষ্টা করব।

    Level 0

    হ্যা, লিখুন। অপেক্ষায় রইলাম।

আপনার টিউটোরিয়ালগুলো আসলেই প্রসংশা করার মত ………. চালিয়ে যান। ধন্যবাদ।

ভালো .. কাজে লাগবে।ধন্যবাদ

ভাই পার্ট ০৪ খুজে পাচ্ছিনা।
পার্ট ০৫ ই কি পার্ট ০৪ নাকি পার্ট ০৪ মিসিং ?

Tin Tin bhai plz help me……..

আমি মোবাইল থেকে চিত্র গুলো দেখতেছিনা