মাইক্রোসফট এক্সেল (অভিজ্ঞদের জন্য নয়) পার্ট – ৪

আগের পর্বে আমরা এক্সেলের ফর্মেটিং সম্পর্কে শিখেছিলাম। এরপর আমরা বিভিন্ন শীটের কাজে মননিবেশ করব।

পর্যায়ক্রমিক ভাবে চলবে
1) Data Sheet
2) Electric Bill
3) Wage Sheet
4) Commission Sheet
5) Division Sheet
6) G.P.A Sheet
7) Gold seek

তো আসুন শুরু করি। প্রথমেই আমরা করব Data Sheet-

এই শীটের সাহায্যে খুব সহজেই আপনি এক্সেলের রো এবং কলামে সাজানো পণ্যে মূল্য তালিকা বের করতেই পারেন। ধরা যাক একটি কাম্পিউটার দোকানে ২৬,০০০ টাকা মূল্যমানের ৫ টি কম্পিউটার, ৪৫০০ টাকা মূল্যমানের ৩ টি প্রিন্টার, ৩৫০০ টাকা মূল্যমানের ২ টি স্ক্যানার, ৫০০ টাকা মূল্যমানের ৫ টি মেমোরী কার্ড ও ১২০০ টাকা মূল্যমানের ৮ টি চেয়ার আছে। এখন আপনাকে যদি এগুলোর মোট মূল্য বের করতে বলা হয় তাহলে নিম্নরুপভাবে এটি করা যায় ঃ-

এভাবে প্রথমটার সূত্র বসিয়ে সেলের নিচের ডানপাশে কালে বক্সে মাউস ধরে ড্রাগ করে নিলেই অনুরুপভাবে সব সেলে সূত্র অটোমেটিক্যালি বা সয়ংক্রিয়ভাবে বসে যাবে।

সবশেষে অটোসাম ব্যবহার করে নিচে যোগ করে দিন।

পরবর্তী পর্বে থাকছে ………
Electric Bill

পোষ্টটি আমার ব্যক্তিগত ব্লগেও প্রকাশিত হয়েছে

আমার পরবর্তী পোষ্ট ই-মেইলে পেতে এখানে ক্লিক করুন

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই বার অফিস কোর্স অনলাইনেই শিখবো !!!!!!!
Thanks Mr. Rasel Ahmed .

Level 0

ধন্যবাদ। যারা অভিজ্ঞ তাদের ও কাজে লাগবে। চালিয়ে যান…

ধন্যবাদ।
পালাবে কোথায় ! নেটওয়ার্ক আছেনা !
এই পার্ট টা খুজে পাচ্ছিলাম না।

অটো সামটা কিভাবে?????

Level 0

ভাইয়া,আমাকে একটু হেল্প করবেন
আমি মাইক্রো সফট ওয়ার্ড ফাইল কে এক্সেল ফাইলে কি ভাবে কনভার্ট করব।
যেমনঃ

প্রিয় বাংলাদেশ
সুচারুভাবে শব্দের অর্থ কি?
খুব সুন্দরভাবে
খুব খারাপভাবে
খুব আলতভাবে
খুব নরমভাবে
উত্তরঃ a
উল্লাস শব্দের অর্থ কি?
মনখারাপ করা
চরম আনন্দ প্রকাশকরা
উত্তাপ্ত হওয়া
অসুস্ত হওয়া
উত্তরঃ b
pls আমার খুব দরকার জানার

মোবাইল থেকে ছবি দেখতেছিনা,