আসুন ডাটাবেস সফটওয়্যার বানাই এবং সফটওয়্যার ডেভেলপার হই

আসসালামু আলাইকুম,
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তার কাছে এই টিউন টি সম্পুর্ন করতে পারায়।কারন আমি অনেক টা অসুস্থ।
তাই প্রথমেই আপনাদের সকলের দোয়া চেয়ে নিচ্ছি। এবার আসি মুল কথায়। আমরা যারা আইটি সেক্টরে আছি তারা সকলেই জানি ডাটাবেস প্রোগ্রামিং বা ডাটাবেস সফটওয়্যার করতে সবার এ কম বেশী ভয় থাকে।কিন্তু উপযুক্ত ট্রেইনিং পেলে আমরা বাংলাদেশী রা সব কিছুই করে দেখাতে পারবো ।

ডাটাবেস সফটওয়্যার বানানোর নিয়মাবলীঃ
আমি এটি দেখাবো ভিজুয়াল বেসিক + একসেস ডাটাবেস দিয়ে। আপনার যদি ভিজুয়াল বেসিক সম্পর্কে কোন ধারনা না থাকে তবে আমার এই টিউন টি দেখতে পারেন
নিজে নিজেই ভিজুয়াল বেসিক শিখি এবং সফটওয়্যার বানাই !!!

প্রথমেই আপনার কম্পিউটার এ ভিজুয়াল বেসিক ইন্সটল করে নিন। এরপর ভিজুয়াল বেসিক ফর্ম ওপেন করে নিচের চিত্রের মত ৫টি textbox, ৪ টি label, ১ টি ডাটা কন্ট্রোল, ২ টি command button নিতে হবে।
databes

এরপর label ও button এ নাম করন করতে হবে। এরপর একটি ডাটাবেস বানাতে হবে।এখন দেখাবো ডাটাবেস বানানোর নিয়ম।
প্রথমে Microsoft Access ওপেন করুন।এরপর একটি blank database ওপেন করুন।
এরপর blank database কে সেভ করুন
Global IT company

এরপর সেভ করা ডাটাবেস কে ওপেন করুন। নিচের মত আসবে।
null

এখন create table by entering data তে ক্লিক করতে হবে ।এরপর নিচের মত টেবিল ফিল্ড ওপেন হবে।
null

এখন টেবিল ফিল্ড এ নিজের মত করে ডাটা দিব।
এরপর এটি কে convert করবো নিচের মত করে ।
null

আমরা এখন ডাটাবেস কানেকশন করবো ফর্ম এর সাথে।
প্রথমে ফর্ম ওপেন করবো। এরপর আমরা যে ডাটা কন্ট্রোল নিয়েছিলাম সেটির সাথে আমাদের ডাটাবেস কে লিঙ্ক করতে হবে। এর জন্য ডাটা কন্ট্রোল কে select করে ডান পাশ থেকে properties থেকে data select করে দিতে হবে।
null

এরপর properties থেকে recordsource: SIMANTO_SEARCH দেখিয়ে দিতে হবে। এটা মুলতঃ ডাটাবেস এর টেবিল নেম।

এখন Text1 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: ID NO

Text2 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: NAME

Text3 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: POSITION

Text4 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: SALARY সিলেক্ট করে দিতে হবে ।
এবার ফর্মে file --> make project1.exe তে ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেল আপনার একটি ডাটাবেস সফটওয়্যার।

যদি সফটওয়্যার টি বানাতে সমস্যা হয় তবে এখান থেকে DATABASE SOFTWARE ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড লিঙ্ক

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল হয়েছে চালিয়ে যান-

    @AS TUTUL: উতসাহ দেবার জন্য ধন্যবাদ। আমরা আমাদের কোম্পানী এর পক্ষ থেকে অনেক বড় সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপ করে থাকি। http://www.global-itbd.com এ আমাদের সম্পর্কে জানতে পারবেন। আমার সাথে যোগাযোগ এর ঠিকানা
    [email protected]

Level New

khup sundor hoisa vai. ki mona hoi ami parbo na. ……..

    @syed arafat: কেন পারবেন না? আমি তো ভাই ৬/৭ বছর আগে কিছুই জানতাম না।প্রোগ্রামার দের স্যার বলে ডাকতাম। এখন আমরা সব প্রোগ্রামার,ওয়েব ডেভেলপার,সফটওয়্যার ডেভেলপার রা একসাথে কাজ করি। অনেক ভালো লাগে। তাই চেষ্টা করুন।পারবেন অবশ্যই। বাংলাদেশ পারে না এমন কিছুই নাই !! আর আপনারা আমার টিমের সাহায্য ,আমাদের কোম্পানীর সাহায্য সব সময় পাবেন।

Level New

ভাল পোষ্ট,
কাজে লাগবে ।ধন্যবাদ

আমার একটি সফটওয়্যার দরকার.তা হল student information system (SIS) student mangement (SM). এতে একটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এবং সকল শিক্ষকদের তথ্য জমা থাকবে, আপনি এরকম একটি সফটওয়্যার বা database তৈরি করে দিতে পারবেন। পারলে একটু আওয়াজ দিবেন । সফটওয়্যার টি একটি মাদ্রাসার জন্য। ডাটাবেইসটি বানিয়ে দিতে পারলে ঐ মাদ্রাসার জনা অনেক উপকার হবে।

I go through your tune and very much interested to be a professional VB Programmer. I completed my graduation 1995, after that I am serving different type of firm as per their requirement in computer division specially as computer operator. I am living in Chapainawabganj district in Rajshihi division. In this long time I tried to learn VB hardly. Have some experience in database programming but not sufficient as I am thinking. In this regard If there is any chance to learn and earn I will be very much pleased to join your team.

Waiting for your valuable reply.

    প্রথমেই এডমিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইংরেজী তে এখন কমেন্ট করার জন্য।
    @monirsikder: Good. I m glad to know that most of the person are now interested in programming..But programming means patience..You have to come in Dhaka to Complete prfessional or Diploma course on programming or software developing. The registration of Diploma course will be closed on 8 february…
    mail me for details : [email protected]

রোমেল ভাই জটিল tutorial দিয়েছেন !! আশা করি পরবর্তীতে আরও এরকম tune করবেন ।

    @GM অর্ণব:
    অর্নব , আমি অনেক কিছুই তো দিতে চাই। সময়ের অভাবে হয়ে উঠে না। প্রোগ্রামিং তো বিশাল জগত, এর শেষ নাই।আমি তো সামান্য একটা ছোট ডাটাবেস দেখালাম। আমাদের কাছে তো অনেক বড় বড় সফটওয়্যার বানানোড় অর্ডার আসে। ভালো থেক

প্রথেমই আপনার সুস্থতার জন্য দোয়া করছি,
আর আপনার টিউন গুলু বরারই ভাল ও কাজের হয় যেমনটি হয়েছে আজকেরটাও,ধন্যবাদ টিউনের জন্য।

    @আতাউর রহমান:
    আমি বিছানায় শুয়ে আছি।হাত পা অবশ হয়ে আছে।কাজ করতে পারছিনা।দোয়া করবেন যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আতাউর ভাই। মৃত্যু মনে হয় কাছেই এসেছে।

ভিজুয়াল বেসিক ? একসেস ডাটাবেস? এই যুগে ………।।

প্রোগ্রামার রোমেল Says: programming means patience..

Level 0

রোমেল ভাই অনেক ধন্যাবদ এরকম একটি টিউনের অপেক্ষায় ছিলাম। তবে আমার কাছে Visual Basic নাই ডাউনলোড করার লিংক দিলে খুবই উপকৃত হতাম। ধন্যাবদ

ধন্যবাদ। আমর অনেক আগের দিনে নেশা ছিল। ডাটা বেজ কাজ করা। সুন্দর একখানা টিউন আজ পড়ে ভাল লাগলো্

রোমেল ভাই অনেক ধন্যাবদ এরকম একটি টিউনের জন্য । আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি…যদি সম্যসা না হয়। আমকে মেইল করে দিয়েন plz. visul besic এর কিছু জানার ছিল। ভাল থাকবেন ।

mail> [email protected]

Level 0

sorry brother “Not Found

The requested URL /software/DATABASE.zip was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.”

please again upload

ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই বিষয় নিয়ে টিউন করার জন্য। আমি একটি কম্পানির ডিস্ট্রিবিউটার। যেখানে আমি শুধু মাত্র ১৫৪ টা আইটেমের প্রোডাক্ট সেল করি। এখন আমি চাই যে আগে থেকে আমি ঐ আইটেল গুলো ডাটা ইনপুট করে রাখব যেমন: রেট, প্যাক সাইজ আইটেম নেম ইত্যাদি……

মনে করেন আমার পার্টি এসে আমার কাছে ১৫৪ টার মধ্যে ৪০ টা নিবে। আমি কিভাবে তা টিক চিহ্ন দিয়ে খুবই তাড়াতাড়ি একটা ইনভয়েজ করে প্রিন্ট দিতে পারব?????? ইনভয়েজে আমার কম্পানি ইনফরমেশন থাকতে হবে।

ভাই প্লিজ আমাকে ঐ রকম একটা সফটওয়্যার দেন যার ব্যবহার খুবই সহজ।

প্লিজ …