কেমন আছেন সবাই। আসাকরি অনেক ভাল আছেন। এটা “চলুন তৈরি করি cpanel এ নিজের একটি ফ্রি wordpress ব্লগ” ৪র্থ পাট। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার wordpress ব্লগ এর জন্য একটি database তৈরি করবেন। কেনানা database ছারা আপনি wordpress install করতে পরবেন না। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন database
প্রথমে http://a.free.hostzilla.ws/cpanel এই link এ ক্লিক করে আপনার cpanel user and password দিয়ে নগ ইন করুন।
তার পর mySQL Database wizard এ ক্লিক করুন।
তার পর নিচের দেখানো চিত্রের অনুশারে কাজ গুলো করুন।
আমি এখানে 01 ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে আপনার মন মত দিতে পারেন তবে এটি আপনাকে মনে রাখতে হবে।
এখানে আগের মত 01 ব্যবহার করেছি আপনার আগের যা দিয়ে ছেন এখানে সেটাই দেন এবং password দেন এই passowrd আপনাকে মনে রাখতে হবে।
এখানে সব গুলো mark করে দিয়ে next step এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ এখন নিচের চিত্রের মত একটি পেজ আসবে তার পর home এ ক্লিক করে আথবা log off করে দিন।
আজ দেখালাম database তৈরি এবং আগামি পর্বে থাকবে wordpress install এবং আপনার ব্লগ তৈরি। সে পর্যন্ত ভাল থাকবেন।
আমি sagorsorkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইতেছে টিউন,চালিয়ে যান,ধন্যবাদ